রোজার মধ্যে এরকম জিভে জল আসা রেসিপি দেওয়া কিন্তু ঠিক না 😜। আমাদের এদিকেও অন্যান্য দিনের তুলনায় আজকে গরম কিছুটা কম। কাঁচা আম আরো বেশ কিছুদিন আগেই বের হয়েছে। তবে আমি এখনো কাঁচা আম খাইনি এবার। আর কাঁচা আম মেখে খেলেই সবচেয়ে বেশি ভালো লাগে। তবে কাঁচা আম মাখা তে আমি কাসুন্দি কখনো ব্যবহার করিনি। এবার কাসুন্দি ব্যবহার করে দেখব। রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।