DIY Event ( এসো নিজে করি):- একটি জ্যামিতিক নকশা অংকন // ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ড্রইং শেয়ার করতে যাচ্ছি। এই ড্রইং টি সম্পূর্ণ ভিন্ন এক ধরনের ড্রইং। এটি হচ্ছে একটি জ্যামিতিক নকশা। এরকম ধরনের ড্রইং আমি এই প্রথমবারের মতো করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক

received_1096603467833522.jpeg

ড্রইং টি করতে যা যা লাগবে

  • ড্রইং খাতা
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • জেল পেন
  • স্কেল

received_497361331253762.jpeg

প্রথম ধাপ

  • প্রথমে একটি পেজের মধ্যে 21 সেন্টিমিটার একটি দাগ দিতে হবে। এরপর মাঝখান বরাবর কাগজকে ভাঁজ করে নিতে হবে। মাঝখান বরাবর পেন্সিল কম্পাস রেখে নিচে দেওয়া ব্যাস অনুযায়ী বৃত্ত অঙ্কন করে নিতে হবে।

received_609042603843887.jpeg

দ্বিতীয় ধাপ

  • এরপর একই ব্যাস অনুযায়ী ওই বৃত্তটিকে কেন্দ্র করে অনেকগুলো বৃত্ত অঙ্কন করে নিতে হবে।

received_597547238334570.jpeg

তৃতীয় ধাপ

  • তারপর পরবর্তীতে আঁকা বৃত্তগুলো কেন্দ্র করে একই ব্যাসার্ধের আরো অনেকগুলো বৃত্ত অঙ্কন করে নিতে হবে। এই কাজগুলো অবশ্যই অনেক সতর্কতার সাথে করতে হবে।

received_1986689641489605.jpeg

received_4424982734252728.jpeg

received_4741807609191707.jpeg

চতুর্থ ধাপ

  • এরপর মাঝখান বরাবর কেন্দ্র করে চারদিকে বৃত্ত অঙ্কন করে নিতে হবে।

received_306016981115458.jpeg

received_966849910706925.jpeg

পঞ্চম ধাপ

  • এরপর সম্পূর্ণ বৃত্তটি এভাবে অঙ্কন করা হয়ে যাবে।

received_1061989774574615.jpeg

ষষ্ঠ ধাপ

  • এরপর বৃত্তটির মাঝখানে জেল পেন দিয়ে রং করে দিতে হবে।

received_587195192493862.jpeg

received_292580899401201.jpeg

সপ্তম ধাপ

  • এরপর এক ঘর ফাঁকা রেখে রেখে সম্পূর্ণ বৃত্তটি জেল পেন দিয়ে কালো রং করে নিতে হবে।

received_303004411435028.jpeg

received_960046754863634.jpeg

received_1057404511700072.jpeg

received_1062317814541308.jpeg

সর্বশেষ ধাপ

  • এরপর সম্পূর্ণ বৃত্তটি একটি ঘর ফাঁকা রেখে রেখে জেল পেন দিয়ে রং করার পর সম্পূর্ণ ড্রয়িং টি শেষ হবে।

received_880094136205455.jpeg

received_1096603467833522.jpeg

received_409695667320969.jpeg

আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ড্রইং টি ভালো লেগেছে। এই ড্রয়িংটি সম্পূর্ণ ভিন্ন ধরনের। এটি আপনারা বুঝতে পারবেন যখন কিছুক্ষণ সময়ের জন্য আমার এই ড্রইং টির দিকে তাকিয়ে থাকবেন। তাকিয়ে থাকার পর আপনাদের অনুভূতি কেমন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।

পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনি খুব সহজে জ্যামিতির সাহায্যে একটি গোলক ধাঁধা বানিয়েছেন। এটি দেখতে একদম ম্যান্ডেলা আর্ট এর মত। আমিও চেষ্টা করতেছি ডিজিটাল ভাবে ম্যান্ডেলা আর্ট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপু আপনার জ্যামিতিক সরাঞ্চম দিয়ে নকশা অংকনটি অনেক সুন্দর হয়েছে।দেখতে সেই লাগছে।আর আপনার নকশা আঁকা থেকে উপস্থাপনা পর্যন্ত দারুণ হয়েছে।এভাবে এগিয়ে যান আপু ,আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার জ্যামিতিক নকশা টি অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে অন্যরকম লাগছে। আমার কাছে খুবই খুবই চমৎকার লেগেছে ।প্রতিটি ধাপ আপনি এতো সুন্দর করে দেখিয়েছেন যা দেখে খুব সহজেই আপনার অঙ্কন পদ্ধতি বুঝতে পারছি ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি জ্যামিতিক নকশা শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই অসাধারণ হয়েছে আপু আপনার নকশাটি।চোখে একেবারে ধাঁধা লেগে গিয়েছে।আমার কাছে খুবই ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ

 3 years ago 

ওয়াও আপু দারুন এঁকেছেন তো অপূর্ব লাগছে জ্যামিতিক নকশাটি। বেশীক্ষণ তাঁকিয়ে থাকা যায়না নকশাটির দিকে কেমন যেন চোখ ধাঁধিয়ে উঠে ।নকশাটা আমার কাছে দেখে মনে হচ্ছে ভালোই কঠিন কিন্তু তারপরও দেখলাম আপনি খুব ইজিলি ভাবে এঁকে ফেললেন দেখে খুবই ভালো লাগলো। অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

বৃত্ত থেকে তৈরি জ্যামিতিক নকশা অনেক সুন্দর হয়েছে। তবে আপু আপনার কথা মতো অনেক সময় তাকিয়ে থাকার পর চোখ কেমন যেন চিন চিন করে। ভিন্নরকম নকশা তৈরি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি সুন্দর ভাবে পড়ার জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার জ্যামিতিক নকশা অঙ্কনটি। অঙ্কনটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি অনেক ধৈর্যের ব্যাপার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু চোখ ধাদিয়ে দিয়েছেন তো।অসাধারন হয়েছে সত্যি সাধারন জ্যামিতি দিয়ে এতো দারুন নকশা আমি আগে কখুনো দেখি নাই খুবই ভালো লাগো অংকন টি।শুভ কামনা রইলো।

 3 years ago 

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপু কী বলবো একদম ফাটাফাটি পোস্ট করেছেন আজকে। সত্যি আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার অংকন টি। সত্যিই আপনার অনেক প্রতিভা আছে। বরাবরই এই প্রতিভা বজায় রাখবেন এই কামনাই করি। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার এই অংকনটি দেখে। আসলেই এত সুন্দর ভাবে আপনি প্রতিটি ধাপ আপনি উপস্থাপনা করেছেন। এটি করতে আমার মনে হচ্ছে অনেক সময় লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল। অনেক ভাল লেগেছে আমার

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37