NFT এর জন্য আর্ট নির্মাণ// একটি কুকুরের মুখের চিত্রাংকন// ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটি ড্রয়িং শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

সর্বপ্রথম দাদা কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমার কাছে অনেক ইউনিক লেগেছে প্রতিযোগিতা টি। এবং এরকম একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত। আমি আজকে একটি কালারফুল কুকুর এর ড্রইং করতে যাচ্ছি। এবং এই ড্রইং এর মাধ্যমে আমি NFT প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। এবং চেষ্টা করেছি সবগুলো নিয়মকানুন মেনে অংশগ্রহণ করার।

তাহলে চলুন দেখে আসি আমার আজকের ড্রয়িং টি।

উপকরণ

  • ড্রইং খাতা
  • পেন্সিল
  • রাবার
  • সাইন পেন
  • মোম রং

20220131_132108611.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি একটি কাগজে বর্গাকৃতির ঘর করে নিয়েছি।

20220131_132544903.jpg

দ্বিতীয় ধাপ

  • তারপর আমি কুকুরের মুখের অংশ অঙ্কন করি। এবং কানগুলো অঙ্কন করি।

20220131_133930152.jpg

20220131_134529680.jpg

তৃতীয় ধাপ

  • তারপর আমি কুকুরের মুখের সামনের দিকের অংশ এবং চোখগুলো অঙ্কন করে নেই।

20220131_135452253.jpg

চতুর্থ ধাপ

  • তারপর আমি কুকুরের চোখ গুলো রং করি।

20220131_135750647.jpg

পঞ্চম ধাপ

  • এরপর আমি কুকুরের মুখের অংশগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রং করে দেই মোম রং দিয়ে।

20220131_140115812.jpg

  • বিভিন্ন ধরনের রংয়ের কম্বিনেশনে আমি আমার ড্রয়িংটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

20220131_140702036.jpg

  • রং করার সময় এর কয়েকটি মুহূর্তের ফটোগ্রাফি।

20220131_141416849.jpg

20220131_142448515.jpg

20220131_142956839.jpg

20220131_143722202.jpg

  • ড্রইং এর আউটলাইন গুলো সাইন পেন দিয়ে গাঢ় করে দিয়েছি।

20220131_144829850.jpg

বিভিন্ন ধরনের রং করে আমি চেষ্টা করেছি একটি ডিজিটাল আর্ট তৈরি করার। যেহেতু এটি হাতে করা তারপরও আমি চেষ্টা করেছি ডিজিটাল আর্ট এর মত করে ফুটিয়ে তোলার। জানিনা কতটুকু করতে পেরেছি।

এভাবে আমি আমার আজকের ড্রয়িং টি শেষ করি।

IMG-20220131-WA0001.jpg

স্ক্যানিং করার পর

IMG-20220131-WA0000.jpg

যারা আমার রেগুলার আর্টগুলো দেখেন তারা জানেন আমি কিরকম আর্ট করি। আমি এই ধরনের আর্ট এই প্রথম করলাম। জানিনা কেমন হয়েছে। প্রতিযোগিতা টা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি একটি ডিজিটাল ড্রইং শেয়ার করার।
এইছিলো আমার আজকের ড্রইং পোস্ট। আশা করছি আপনাদের কাছে ভাল লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ইতি
@isratmim

আমার ট্রন ওয়ালেট অ্যাড্রেস:

TTvEm7MfkpggU783x1EV68Vj5khXTVvtUV

Sort:  

ওয়াও আপনার NFT জন্য কুকুরের মুখের চিত্রাংকনটি দেখতে মনে হচ্ছে বাস্তব কুকুর মতো লাগছে।কালার কমিনেকেশন অনেক সুন্দর।আর্টের সাথে সাথে উপস্থাপনা অনেক ভালো।অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার NFT এর জন্যকুকুরের মুখের চিত্রাংকনটি অনেক সুন্দর হয়েছে আপু। রঙ করেছেন অনেক সুন্দর ভাবে ধৈর্যের সহকারে। পোস্ট এ সব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

দাদার প্রতিযোগিতার পোস্ট টা আমি দেখেছি। বেশ ইউনিক আছে প্রতিযোগিতা টা। এবং পুরষ্কার টাও বেশ চমকে দেওয়ার মতো।

যাইহোক কুকুরের মুখটা বেশ ভালো হয়েছে। কিন্তু একটু বেশিই রঙিন মনে হয়েছে
আমার কাছে। এবং আপনি সম্পূর্ণ বিষয়টি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি কুকুরের মুখের চিত্রাংকন করেছেন অনেক সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন

 2 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আগুন এর মতন হয়েছে সত্যি। কি আর বলবো এক এক জন অসাধারণ আর্ট করে ফেললেন। এতো সুন্দর আর্ট এর ভিতর আমার টা 🥺🥺🥺। দোয়া রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে
তবে আপনার ড্রইং টাও অনেক সুন্দর ছিল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66560.03
ETH 3447.91
USDT 1.00
SBD 2.64