হিল ভিউ পার্ক - ভাটিয়ারী, চট্টগ্রাম // পর্ব -১ // 10% beneficiary - @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করব। এবার দুর্গা পূজা উপলক্ষে প্রায় বেশ কয়েকদিন ছুটি পেয়েছি। তাই প্ল্যান করলাম চট্টগ্রাম যাওয়ার জন্য। এর আগেও আপনাদের সাথে চট্টগ্রামের ভ্রমণের একটি পোস্ট শেয়ার করেছিলাম। সেটি ছিল চট্টগ্রামের ভাটিয়ারী সানসেট পয়েন্ট। এটিও চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত। এটার নাম হচ্ছে হিল ভিউ পার্ক। সানসেট পয়েন্ট এবং পার্ক খুব কাছাকাছি অবস্থিত। তাই দুই জায়গায় একদিনেই গিয়েছিলাম। এই পার্কের আরো কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো পর্বে। এই পর্বে পাহাড়ি রাস্তার কিছু ফটোগ্রাফি এবং পার্কের সামনের দিকের কিছু ফটোগ্রাফি শেয়ার করব।
প্রথম

20221003_143540849.jpg

এটি হচ্ছে হিল ভিউ পার্ক এর মেইন গেট। গেটের মধ্যে বিভিন্ন ধরনের রঙিন পাথর দিয়ে ডিজাইন করা। টিকিট কাউন্টারের উপরের দিকে করা ডিজাইন টিও কিন্তু দেখতে খুবই সুন্দর।

দ্বিতীয়

20221003_165001455.jpg

গেটের পাশেই ছিল ছোট্ট একটি পুকুর। সেখানে অনেকগুলো পদ্মফুল ছিল। তার পাশাপাশি কৃত্রিমভাবে তৈরি করা ঝর্ণাও ছিল।

তৃতীয়

20221003_143638817.jpg

গেটের একপাশে দেয়ালের মধ্যে ছিল বিভিন্ন বিশেষ স্থানের নাম এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের নামসহ ছবি। তার সামনে ছোট ছোট গাছ দিয়ে খুব সুন্দর ভাবে ডেকরেশন করা।

চতুর্থ

20221003_143330084.jpg

মেইন গেটের পাশেই রয়েছে একটি রেস্টুরেন্ট। উপরের ছবিটির মধ্যে গ্লাস দিয়ে তৈরি করা যে ঘরটির দেখা যাচ্ছে এটিই সেই রেস্টুরেন্ট। বিভিন্ন ধরনের গাছ দিয়ে রেস্টুরেন্টটি ডেকোরেশন করা। দেখতে খুবই সুন্দর। তবে ভিতরে যাওয়া হয়নি। যেহেতু একদিনে দু'জায়গায় গিয়েছিলাম তাই হাতে সময় কিছুটা কম ছিল।

পঞ্চম

20221003_143140447.jpg

ষষ্ঠ

20221003_142247236.jpg

এখানে আপনাদের সাথে পাহাড়ি রাস্তায় কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। পার্কে যাওয়ার রাস্তা টা খুবই সুন্দর। দুইপাশে পাহাড় বিভিন্ন ধরনের গাছ এবং লেক। আমার কাছে এই রাস্তাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আকাবাকা রাস্তা এবং উপরের ছবিটি দেখলেই বুঝতে পারবেন যে রাস্তা টি নিচের দিক থেকে উপরের দিকে উঠছে।

সপ্তম

20221003_142803023.jpg

অষ্টম

20221003_142529769.jpg

IMG-20221003-WA0008.jpg

Location

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। সত্যি বলতে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 2 years ago 

অও,পূজার ছুটিতে ঘুরতে যাওয়ার মজাই আলাদা।
হিল ভিউ পার্ক - ভাটিয়ারীর পরিবেশটি সত্যিই দারুণ।সবুজ ঘাসে বসে বসে জলের ফোয়ারা দেখতে বেশ লাগে।আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে আঁকাবাঁকা রাস্তা ,লেক। তাছাড়া সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম।ছবিগুলো সুন্দর ছিল আপু,দারুণ সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আঁকাবাঁকা রাস্তা ,লেক এর ফটোগ্রাফিটি আমার সবচেয়ে পছন্দের পছন্দের একটি ফটোগ্রাফী। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম দিদি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চট্টগ্রামে যাওয়ার পোস্টটি পড়া হয়নি তবে আজকের এই পোস্ট বেশ ভালো লেগেছে। মেইন গেটের পাশে যে সবুজ ঘেরার রেস্টুরেন্ট ছিল সেটা অনেক ভালো লেগেছে তাছাড়া রাস্তার দুই পাশে সবুজ গাছপালা সম্পূর্ণ ফটোগ্রাফিটি অনেক সুন্দর ছিল।

 2 years ago 

পাহাড়ি রাস্তা গুলো দেখতে আসলেই খুব সুন্দর। দুইপাশে সবুজ প্রকৃতি মাঝখানে রাস্তা। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হিল ভিউ পার্ক ভ্রমন করেছেন জেনে খুব ভালো লাগলো । হিল ভিউ পার্কের পরিবেশ খুবই সুন্দর। নিশ্চয়ই পার্কের মধ্যে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন । ফটোগ্রাফি গুলো অনেক দুর্দান্ত হয়েছে ‌আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

খুব সুন্দর কিছু মুহূর্ত করেছি সেখানে। পরিবেশটা আসলে খুব সুন্দর। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চট্টগ্রামে ঘুরতে যাওয়ার ইচ্ছা অনেকদিনের। অনেক প্ল্যান করেছে কিন্তু যাওয়া হয়নি। বারবার প্রেম বাতিল করতে হয়েছে। তবে আপনার পোস্টে হিল ভিউ পার্ক - ভাটিয়ারী, চট্টগ্রাম এর ফটোগ্রাফি দেখে যাওয়ার ইচ্ছে টা আরও বেড়ে গেল।অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

চট্রগ্রাম গেলে এখানে যাওয়ার চেষ্টা করবেন আপু। আর চট্টগ্রামে অনেক ঘুরার জায়গা রয়েছে। কারণ চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সময় বের করে ঘুরতে গেলে কার না ভালো লাগে। আপনি পূজোর ছুটির সময় টি কাজে লাগিয়েছেন। বেশ কিছুদিনের ছুটিতে আপনি ঘুরতে গিয়েছেন শুনে ভালো লাগছে। হিল ভিউ পার্কের ভিতরের পরিবেশটা বেশ মনোরম। প্রাকৃতিক পরিবেশে ঘুরতে গেলে ভালো লাগে। বেশি ভালো লেগেছে আমার আপনার রেস্টুরেন্টের ফটোগ্রাফি টি। বেশ সুন্দর সময় কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

রেস্টুরেন্ট টি আসলেই খুব সুন্দর। আর পার্কের পরিবেশ টাও মনোরম। গঠন মূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি জায়গা ভ্রমন করেছেন। হিল ভিউ পার্কের বিভিন্ন সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং অতি চমৎকার বর্ণনা গুলো পড়ে মনে হচ্ছে পার্কটি প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যে অবস্থিত। এত সুন্দর স্থানে ভ্রমণ করার এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা।

 2 years ago 

ঠিকই বলেছেন, পার্ক টি প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যে অবস্থিত। মূল্যবান মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

পুজোর ছুটিতে ঘুরতে গিয়েছেন দেখে সত্যিই ভালো লাগলো। আসলে পুজোর সময় আমরা সবাই যে যার মতো করে সময়গুলো কাটানোর চেষ্টা করি। চারপাশে যখন উৎসব তৈরি হয় তখন ঘুরতে যেতে সত্যি ভালো লাগে। হিল ভিউ পার্ক জায়গাটি সত্যি অনেক সুন্দর। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো আপু।

 2 years ago 

ঠিক তাই আপু একটু ছুটি পেলেই ঘুরতে যেতে ইচ্ছে হয়। আর ঘুরাঘুরি করার মজাই আলাদা। পার্ক টি আসলেই খুব সুন্দর। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আগের পোস্টে দেখেছিলাম অনেক মজা করছিলেন আপনি।আমি এখনো যায়নি চট্রগ্রাম বাংলাদেশের প্রাকৃতিক লিলাভুভির এক অপার সৃষ্টি চট্রগ্রাম। অনেক দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন এবং আমাদের মধ্যে শেয়ার করেছেন ধন্যবাদ মিম মেডাম❤️❤️❤️

 2 years ago 

ঠিকই বলেছেন, চট্রগ্রাম প্রাকৃতিক লিলাভুভির এক অপার সৃষ্টি। পাহাড়, নদী, সমুদ্র, ঝর্না সবকিছুই রয়েছে। চেষ্টা করবেন সেখানে ভ্রমণ করার। ফটোগ্রাফী গুলো দেখে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

😍😍😍❤️

 2 years ago 

পার্কে ঘোরাঘুরি করতে বেশ ভালই আনন্দ লাগে। আপনি যে পার্কটিতে গিয়েছেন সেই পার্কটির ফটোগ্রাফি এবং রাস্তা গুলো দেখে খুবই সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

মূল্যবান মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হিল ভিউ পার্ক এর মেইন গেটের মধ্যে বিভিন্ন ধরনের রঙিন পাথর দিয়ে ডিজাইন করা দেখতে বেশ সুন্দর লাগছে।দেয়ালের মধ্যে বিভিন্ন ও ছোট ছোট গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে দারুন লাগছে।পাহাড়ি রাস্তাগুলো ফটোগ্রাফিও অনেক সুন্দর হয়েছে আপু। আমাদের মাঝে শেয়ার কারা জন্য ধন্যবাদ।

 2 years ago 

ছোট ছোট গাছ দিয়ে সাজানো টা আমার কাছেও ভালো লেগেছে। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65