DIY Event (এসো নিজে করি):- ময়ূরের একটি পেখমের ম্যান্ডেলা আর্ট // ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরো একটি মান্ডালা ড্রয়িং শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে ময়ূরের একটি পেখম এর ম্যান্ডেলা আর্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

1637582716507.png

20211122_174345900.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • ড্রইং খাতা
  • পেন্সিল
  • রাবার
  • জেল পেন

20211122_161039426.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি পেন্সিল দিয়ে ময়ূরের একটি পেখম অঙ্কন করে নিয়েছি। প্রথমে পেখম এর উপরের অংশটি অঙ্কন করি। এবং পরে দুইপাশে আরো কয়েকটি পালক অঙ্কন করে নিয়েছি। অংকনের মুহূর্তের কিছু ফটোগ্রাফি এখানে শেয়ার করেছি।

20211122_161748198.jpg

20211122_162556870.jpg

20211122_163117342.jpg

দ্বিতীয় ধাপ

  • এরপর আমি সম্পূর্ণ ড্রইং টি জেল পেন দিয়ে অঙ্কন করে নিয়েছি।

20211122_163335917.jpg

20211122_164119629.jpg

তৃতীয় ধাপ

  • এরপর আমি জেল পেন দিয়ে পেখম এর একদম উপরে কিছু অংশ ডিজাইন করি।

20211122_164514025.jpg

20211122_165256102.jpg

20211122_165336040.jpg

চতুর্থ ধাপ

  • এরপর আমি পাশের পালক গুলোতে জেল পেন দিয়ে ডিজাইন করি।

20211122_170646159.jpg

20211122_171715509.jpg

20211122_172058720.jpg

20211122_172644988.jpg

20211122_172945513.jpg

20211122_173505894.jpg

20211122_174111287.jpg

সর্বশেষ ধাপ

  • সম্পূর্ণ পেখম টি তে ডিজাইন করে আমি আমার আজকের ড্রয়িং টি শেষ করি। এবং পরে আমার নামের একটি সাইন দিয়ে দেই।

20211122_174345900.jpg

20211122_175820090.jpg

এভাবে সম্পন্ন হয় আমার আজকের ড্রয়িং। আশা করছি আপনাদের কাছে ভাল লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 4 years ago 

মান্ডালা আর্ট আমার বরাবরই খুব পছন্দ। আর আপনি সব সময় আর্ট খুব ভালো করেন। খুব সুন্দর হয়েছে আপনার আর্ট টি। উপস্থাপনা খুব সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে এই ম্যান্ডেলা আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 

ময়ূরের পেখমের ম্যান্ডেলা আর্ট দেখতে খুব সুন্দর হয়েছে। সত্যি আপনার অংকন এর প্রসংশা না করে পারছিনা।
ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।
শুভকামনা রইল।।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ম্যান্ডালা আর্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন। অনেক ভালো লাগে আপনার ম্যান্ডালা আর্ট।আপনার জন্য শুভকামনা রইল আপু। ❤️❤️

 4 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 

আপু আপনার এই ময়ূরের পেখমের মান্ডালা আর্টটি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি আসলে এই মান্ডালা আর্ট গুলো খুব সুন্দর ভাবে করেন।যা দেখতেই ভালো লাগে অনেক বেশি।শুভকামনা রইলো আপনার জন্যে।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

ময়ূরের পেখমের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। আপনি আপনার অংকনের প্রতিটি ধাপ দারুন ভাবে উপস্থাপন করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। অসাধারণ হয়েছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 4 years ago 

আপনি ময়ূরের একটি পেখমের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর ভাবে করেছেন। খু্বই দক্ষতার সাথে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার অঙ্কনের হাত অনেক ভালো। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 

ওয়াও অসাধারণ ভাবে এটি অঙ্কন করেছেন আপনি। ময়ূরের পেখমের ম্যান্ডেলা আর্ট খুব খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এটি দেখতে খুব অসাধারণ দেখাচ্ছে। ধাপগুলো অসাধারণ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য আপু

 4 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 years ago 

ময়ূরের পেখম এর অনেক সুন্দর একটি মান্ডালা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে আসলে আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন সেটা আমরা জানি নতুন করে আর আপনার আর্ট এর প্রশংসা আর করব না খুবই সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ময়ূরের পেখমের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেই মনে হচ্ছে খু্বই দক্ষতার সাথে সময় নিয়ে ধৈর্য সহকারে আপনি আর্ট টি করেছেন শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110656.41
ETH 4298.54
USDT 1.00
SBD 0.83