DIY event (এসো নিজে করি) :- কাগজের তৈরি একটি ওয়ালমেট // ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কাগজের তৈরি একটি ওয়ালমেট বানানো শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
ওয়ালমেট তৈরি করতে আমাদের যা যা লাগবে
- রঙিন কাগজ
- কাঁচি
- আঠা
- পেন্সিল কম্পাস
- স্কেল
প্রথম ধাপ
- প্রথমে আমি তিনটি মাপের কাগজ কেটে নিয়েছি। এবং প্রত্যেকটি মাপের কাগজে সাতটি করে মোট ২১ টি কাগজ কেটে নিয়েছি। এরপর কাগজের মাঝখান বরাবর একটি ভাগ দিয়ে নিয়েছি। ভাঁজ করার পর পাপড়ির মতো সাইজ করে কাগজ কেটে নিয়েছি। এরকম করে তিনটি সাইজের সবগুলো কাগজ কেটে নিতে হবে।
দ্বিতীয় ধাপ
- এরপর আমি কাগজ দিয়ে বানানো পাপড়ির মাঝখান বরাবর অল্প একটু কেটে নিয়েছি। এবং কাটার পর একটি অংশ অন্য একটি অংশের উপর উঠিয়ে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। এবং ওপরের অংশ কলম দিয়ে বাঁকা করে নিতে হবে। যেমনটা নিচের ছবিগুলোতে দেখা যাচ্ছে। এ গোল করে একটি কাগজ কেটে নিতে হবে। সেই গোলের উপর পাপড়িগুলো লাগাতে হবে। প্রথমে বড় তারপর মাঝারি এবং তারপর ছোটগুলো লাগাতে হবে।
তৃতীয় ধাপ
- এরপর আমি লম্বা করে দুটি কালো রঙের কাগজ নিয়েছি। তারপর সে গুলোকে মাঝখান বরাবর ভাঁজ করেছি। তারপর ভাঁজের খোলা অংশের বিপরীত পাশে কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে হবে। এরপর কাগজ দুটোকে একটি একটি করে গোল করে নিতে হবে। তারপর এটিকে ফুলের মাঝখান বরাবর বসিয়ে দিতে হবে।
চতুর্থ ধাপ
- এখানে আমি কালো কাগজ দিয়ে অনেকগুলো পাতা কেটে নিয়েছি।
পঞ্চম ধাপ
- পাতাগুলোর নিচে আমি লম্বা করে কাগজ দিয়ে দিয়েছি।
সর্বশেষ ধাপ
- এবার আমি ফুলটির পিছনে লম্বা করে কাগজ লাগিয়ে নিয়েছি। এরপর আমি কাগজের দুপাশেই পাতাগুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি।
আপনার ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে । আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য । আপনার জন্য জন্য শুভকামনা রইল।
মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি খুব সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার বাসার দেয়ালের খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে ওয়ালমেট।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
কাগজ দিয়ে ওয়াটমেট তৈরি করেছেন অতি নিপুণভাবে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট তৈরির পোস্ট করার জন্য।
মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কাগজ দিয়ে ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক সময় নিয়ে এটি করেছেন। আপনার জন্য শুভকামনা।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
বাহ আপি ওয়ালমেটটি অসাধারণ হয়েছে। আপনি সত্যিই অনেক দক্ষ এই কাজে। আর আপনার পোস্ট এর উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে।
আপনাকে ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আহা কত মিষ্টি হাতের কাজ। হলুদ আমার সবচেয়ে পছন্দের রং। হলুদ দিয়ে কিছু করা দেখলেই আমি তার প্রেমে পড়ে যাই 🥰🥰। খুবই সুন্দর লাগছে দেওয়ালে। আর পাতা গুলো এত নিখুঁত ভাবে বানিয়েছেন । জাস্ট ফাটাফাটি 👌👌
অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য। হলুদ রং আমার খুব পছন্দ।
প্রথম দেখাতেই আমি পাতাগুলোকে অরিজিনাল পাতা মনে করেছি। পরে পুরো পোস্টটি পড়ে বুঝলাম যে এগুলো কাগজের পাতা ।খুব সুন্দর হয়েছে আপু আপনার ফুলটি একেবারে সত্যি কারের ফুল লাগছে। প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দর করে ফুলটি আপনি তৈরি করেছেন ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। কাগজের তৈরি ওয়ালমেট তৈরি করেছেন অসাধারণ ছিল। এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ ও পরিবেশন করেছেন
অনেক ভাল লাগল এবং দেখার মত ছিল ফুলটি
মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
বাহ আপনার DIY খুব ভাল এবং খুব সহজেই মানুষ বুঝতে পারে, চমৎকার পদক্ষেপ থেকে
ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
আপনার এই ওয়ালমেট টি সত্যিই খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে এই ওয়ালমেট টি তৈরি করেছেন। এবং এটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।