আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি মান্ডালা আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি ল্যাম্প পোস্টের ম্যান্ডেলা আর্ট। আশা করছি আমার আজকের ড্রয়িং টি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

প্রয়োজনীয় উপকরণ
- ড্রইং খাতা
- পেন্সিল
- পেন্সিল কম্পাস
- জেল পেন
- স্কেল

প্রথম ধাপ
- প্রথমে আমি পেন্সিল এবং স্কেল দিয়ে ল্যাম্প পোষ্টের স্ট্যান্ড অংকন করি।

- এরপর আমি স্ট্যান্ডের পাশে কিছু ডিজাইন করি।

দ্বিতীয় ধাপ
- এরপর আমি ল্যাম্প পোস্টের ল্যাম্প টি অংকন করি।

তৃতীয় ধাপ
- এরপর আমি সম্পূর্ণ ড্রইং টি জেল পেন দিয়ে অঙ্কন করি।

চতুর্থ ধাপ
- তারপর আমি ল্যাম্প এর মধ্যে কিছু মান্ডালা ডিজাইন করে দেই।

পঞ্চম ধাপ
- এরপর ল্যাম্প স্ট্যান্ড এর মধ্যে ডিজাইন করি।

সর্বশেষ ধাপ
- এরপর আমি ল্যাম্প পোস্টের অপর পাশে কিছু মান্ডালা ডিজাইন করে দেই।


- এভাবেই আমি আমার আজকের ড্রয়িংটি শেষ করি।



এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ইতি
@isratmim
আপনার আজকের এই ম্যান্ডেলা পোস্ট টি দেখেই মনে হচ্ছে যে এতটা কষ্ট করে এবং সময় নিয়েই আপনি তৈরি করেছেন যা সুন্দর না হলে কি করে হবে। দারুন হয়েছে আপু, এইরকম গর্জিয়াস কাজগুলো সময় নিয়ে করলে আরও বেশি সুন্দর হয় যা আপনার অঙ্কনে ফুটে উঠেছে।
অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ল্যাম্প পোস্টের ম্যান্ডেলা আর্ট ভীষণ সুন্দর হয়েছে।
আর এই আর্ট বেশ কঠিন, কিন্তু কি চমৎকার করে দেখালেন।
শুভ কামনা এবং দোয়া সবসময়ই রয়েছে ❣️
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
একটি ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। আপনি খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। আর্টের ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
একটি ল্যাম্প পোস্টের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর আর্ট হয়েছে।আপনি বরাবর অনেক ভালো আর্ট করেন ।আর্টের প্রতিটা ধাপ খুবই ভালো করে আমাদের মাঝে প্রেজেন্ট করছেন ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। আপনার কাজগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে। আপনি এই ম্যান্ডেলা আর্ট খুবই নিখুঁতভাবে করেছেন। দেখতে অসাধারণ লাগছে শুভকামনা আপনার জন্য।
সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ল্যাম্পোষ্টের দারুন একটি মান্ডালা প্রস্তুত করেছেন আসলে মান্ডালা আর্ট গুলা দেখতে অনেক সুন্দর হয় আপনি অনেক সময় নিয়ে ধৈর্য ধারণ করে প্রস্তুত করেছেন ধন্যবাদ
সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার ল্যাম্প পোস্টের ম্যান্ডেলা আর্ট আমার খুবই ভালো লেগেছে আপু, অসাধারণ একটি সৃজনশীলতা তুলে ধরেছেন, সত্যি আপনি অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন, আপনারা ম্যান্ডালা অঙ্কণটি আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইলো আপনার জন্য আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।
আমি মনে করি এটা দারুন ছিল। একটা ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ম্যান্ডেলা করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং দক্ষতা প্রয়োজন হয় সেটা আপনার আছে। প্রতিটি ধাপ দক্ষতার সহিত তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল
এর আগে অনেক অনেকবার দেখেছি,এই রকম লাম্প পোস্টের ম্যান্ডেলা।সবার গুলোও বেশ সুন্দর হয়েছে,আজকে আপনার টাও খুব সুন্দর ছিলো।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার তৈরিকৃত মান্ডেলা চিত্রটি সত্যি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে শিষের শেষে খুবই চমৎকার লেগেছে। আমাদের মাঝে এত সুন্দর একটি চিত্র প্রদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষত আপু আমার মান্ডেলা চিত্র খুবই ভালো লাগে। আমিও এক সময় মান্ডেলা চিত্র কুইয়াট করতাম কিন্তু এখন একটু সমস্যার কারণে সেদিকে সেরকম সময় দেওয়া হচ্ছে না। যাইহোক শুভেচ্ছা রইল প্রিয় আপু।
সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।