DIY (এসো নিজে করি):- দোলনায় দোল খাওয়া মেয়ের একটি পেপার ক্রাফট// ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরো একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙ্গিন কাগজের তৈরি ওয়ালমেট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

20220117_135003622.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • কার্ডবোর্ড
  • সাইন পেন

20220117_112748859.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি কার্ডবোর্ড বর্গাকৃতির করে কেটে নিয়েছি। তারপর এর থেকে একটু বড় মাপের সাদা কাগজ কেটে নিয়েছি। এরপর সাদা কাগজটি কার্ডবোর্ডের উপর লাগিয়ে নিয়েছি।

1642424465203.png

দ্বিতীয় ধাপ

  • এরপর আমি বর্গাকৃতির টুকরো করে রঙিন কাগজ কেটে নিয়েছি। এরপর সেটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে মাঝখান দিয়ে একটি ভাজ করে নিয়েছি। তারপর দুই দিক থেকে দুটি ভাঁজ করে ফুলের কলির মত কেটে নিয়েছি।

1642424494873.png

ভাঁজ খোলার পর

20220117_122224171.jpg

তৃতীয় ধাপ

  • তারপর আমি একইভাবে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি।

20220117_125531947.jpg

চতুর্থ ধাপ

  • তারপর আমি ফুলের কলি গুলো বাঁকা করে নিয়েছি কাঁচি ব্যবহার করে।

20220117_131205528.jpg

পঞ্চম ধাপ

  • এরপর আমি ফুলের মাঝখানে সাইন পেন দিয়ে কালো রং করে ডিজাইন করি।

20220117_132454144.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর আমি সবুজ রঙের রঙিন কাগজ দিয়ে ঘাসের মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি।

20220117_132505453.jpg

সপ্তম ধাপ

  • তারপর আমি ঘাসগুলো বাঁকা করে নেই।

20220117_132618234.jpg

অষ্টম ধাপ

  • এরপর আমি কাগজগুলো কার্ডবোর্ডের নিচে লাগিয়ে নিয়েছি। এখানে আমি দুটি কাগজ ঘাসের মতো করে কেটে নিয়েছি এবং লাগিয়ে দিয়েছি।

20220117_133308334.jpg

নবম ধাপ

  • এরপর আমি কার্ডবোর্ডের উপর একটি গাছ অংকন করি সাইন পেন দিয়ে।

20220117_133801043.jpg

20220117_133933975.jpg

দশম ধাপ

  • তারপর আমি গাছের ডালগুলোর চারদিকে ছোট ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

20220117_134100484.jpg

  • এই ভাবে করে আমি সবগুলি ফুল লাগিয়ে নিয়েছি।

20220117_134456134.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর আমি দোলনায় বসে থাকে একটি মেয়ে অঙ্কন করি সাইন পেন দিয়ে।

20220117_134621497.jpg

20220117_134907204.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ইতি
@isratmim

Sort:  
 2 years ago 

দোলনায় দোল খাওয়া একটি মেয়ের পেপার ক্রাফট আপনি খুবই চমৎকার ভাবে করেছেন। যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেটি দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে কিভাবে আপনি এটি তৈরি করেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেপার ক্রাফট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙ্গিন পেপার দিয়ে অনেক সুন্দর একটা গাছ তৈরি করেছেন। গাছটার মধ্যে মেয়েটাকে দোলনায় বসে থাকতে দেখে আমার খুবই ভালো লেগেছে এই আসলেই অসম্ভব সুন্দর একটা ক্রাফট তৈরি করেছেন। আসলে দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর ছিল। আমার খুবই ভালো লেগেছে আপনার এই ক্রাফট দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কৌশলটি দারুন লেগেছে ছবি আঁকার। আমার কাছে মনে হয়েছে একাধারে টুডি এবং থ্রিডি ইমেজ এর সমন্বয়। যাই হোক সব মিলিয়ে ঠিকঠাক ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এরকম সুন্দর ফুল ওয়ালা একটা গাছে দোল খেতে পেলে সত্যি দারুণ হতো। আপনার বানানো পেপার ক্রাফটটি চমৎকার হয়েছে। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

দোলনায় দোল খাওয়া সুন্দর একটি পেপার ক্রাফট আপনি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে কালার কম্বিনেশন টা সুন্দর ভাবে ফুটেছে ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি আর্ট ও তার সাথে রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটি জিনিস তৈরি করেছেন। প্রথমে আর্ট করার পর সেটাকে আবার রঙিন পেপার দিয়ে সাজিয়েছেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাছাড়া ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো,, ❤️❤️

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

ওয়াও আপনার অসাধারণ প্রতিভা।

আপনার প্রজেক্টিভ বেশ ভালো লাগছে। খুব মনোরম দৃশ্য তৈরি করেছেন আপনি। মনে হচ্ছে একটি মেয়ে মনের আনন্দে দোলনায় দোল খাচ্ছে।

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি পেপার ক্রাফট টি আমার কাছে দারুণ লেগেছে আপু। আপনার কাজ গুলো সত্যিই অসাধারণ হয়। এই পেপার ঘরে সাজিয়ে রাখলে দারুন লাগবে। সব মিলিয়ে এককথায় দারুণ ছিলো। এভাবেই এগিয়ে চলুন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

➡️ খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপনি। এটি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে মেয়েটি বসে থাকার মুহূর্তটা আমার খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর করে বর্ণনাও করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য এরকম।
 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60268.51
ETH 3201.96
USDT 1.00
SBD 2.43