DIY // রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি প্রজাপতির অরিগামি তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর প্রজাপতির অরিগামী তৈরি। আসলে কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। যার কারণে এগুলো খুব একটা করা হয় না। কিন্তু পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি ডাই প্রজেক্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই ডাইগুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ডাই প্রজেক্টটি ভালো লাগবে।

প্রজাপতির অরিগামীটির সর্বশেষ কয়েকটি ফটোগ্রাফি

IMG-20230628-WA0016.jpg

IMG-20230628-WA0017.jpg

IMG_20230628_171436.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • ঘাম
প্রথম ধাপ
  • প্রথমে আমি একটি বেগুনি কালারের রঙিন কাগজ নিয়ে একটা নির্দিষ্ট মেজারমেন্টে কাগজটি কেটে নিলাম। তারপর কাগজটিকে দুই ভাঁজ করে নিলাম। এরপর প্রজাপতির পাখার সেইফ নিয়ে কেচি দিয়ে কাগজ কেটে নিলাম।
IMG_20230628_170608.jpgIMG_20230628_170639.jpg

IMG_20230628_170727.jpg

দ্বিতীয় ধাপ
  • এবার আমি আরেকটি রঙিন কাগজের ছোট্ট একটি টুকরো নিয়ে পরিমাণ মতো করে কেটে নিলাম। তারপর আগের কেটে নেওয়া কাগজের মধ্যে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম।

IMG_20230628_170800.jpg

IMG_20230628_170826.jpg

তৃতীয় ধাপ
  • এবার আমি ঘাম দিয়ে যে কাগজটি লাগিয়েছিলাম তার বরাবর করে দাগ দিয়ে নিলাম।

IMG_20230628_170849.jpg

চতুর্থ ধাপ
  • তারপর আমি হাত দিয়ে কাগজটির চতুর্দিক ভাঁজ করে নিলাম।

IMG_20230628_170912.jpg

পঞ্চম ধাপ
  • এরপর আমি মাঝখানে চেপে ধরে চতুর্দিকে ভালো করে ভাঁজ করে নিলাম দু'পাশেই।

IMG_20230628_171042.jpg

IMG_20230628_171129.jpg

ষষ্ঠ ধাপ
  • এবার আমি ছোট্ট একটি কাগজ নিয়ে এর মধ্যে ঘাম লাগিয়ে যে কাগজটি প্রজাপতি তৈরি করেছি তার মাঝখানে লাগিয়ে দিলাম।

IMG_20230628_171158.jpg

** সর্বশেষ ধাপ**
  • তারপর আমি ছোট ছোট করে আরো দুটি কাগজের টুকরো নিয়ে ভাঁজ করে দুইটা স্টিক তৈরি করলাম। এবং সেগুলোকে চ্যাপ্টা করে পুরোপুরি ভাজ করে নিলাম। এরপর ঘাম দিয়ে এই দুটোকে প্রজাপতির মাথার উপরে লাগিয়ে দিলাম।

IMG_20230628_171341.jpg

IMG_20230628_171403.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
Sort:  
 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি। আপনার তৈরি প্রজাপতি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে দুইটা প্রজাপতি ভিন্ন ধরনের কাগজ দিয়ে তৈরি করার কারনে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপু।

 last year 

অসাধারণ আপু রঙ্গিন কাগজ দিয়ে খুব চমৎকার প্রজাপতি তৈরি করেছেন। আসলে বাহারি রঙের বৈচিত্র্যময় প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগে। আজকে আপনি খুব সুন্দর করে অত্যান্ত দক্ষতার সহকারে রঙিন কাগজের প্রজাপতি তৈরি করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 last year 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। প্রজাপতির অরিগামি টা দেখতে খুবই চমৎকার লাগছে। এই ধরনের কাজ করতে অনেক সময়ের প্রয়োজন হয়। দেখে বোঝাই যাচ্ছে খুবই দক্ষতার সাথে প্রজাপতি টি তৈরি করেছেন।

 last year 

রঙিন কাগজ দিয়ে এই প্রজাপতি দেখতে আসলে বেশ ভালো লাগছে। রঙিন প্রজাপতিগুলো তৈরীর পদ্ধতি আপনার এই পোষ্টের মাধ্যমে শিখলাম। অসাধারণ কাজ এটি। ধন্যবাদ জানাই আপনাকে।

 last year 

প্রজাপতির অরিগামি দেখতে অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। প্রজাপতি তৈরির পদ্ধতি দেখে অনেক ভালো লাগলো। দেখতেও বেশ সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

অনেক সুন্দর করে প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

রঙিন কাগজের প্রজাপতি খুব সুন্দর হয়েছে আপু।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

প্রজাপতি আমার অনেক বেশি ভালো লাগে। তাইতো প্রজাপতি দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তবে প্রজাপতি এত সুন্দর করে বানানো যায় তা জানতাম না ।রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে আপনি প্রজাপতি তৈরি করেছেন কাঁচি দিয়ে কাটার খুবই নিখুঁত হয়েছে ধন্যবাদ আপনাকে।


Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan


Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

Join our steemit Facebook page steemit community

 last year (edited)

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি প্রজাপতি তৈরি করেছেন আপু।আপনি প্রজাপতির অরিগামিটি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটি অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62255.52
ETH 2449.42
USDT 1.00
SBD 2.63