লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
প্রথমে আপনাদের সাথে যে ফুড ফটোগ্রাফি শেয়ার করলাম সেটা হচ্ছে কাঁচা আমের শরবত। এই রেসিপিটা আপনাদের সাথে বেশ আগে শেয়ার করা হয়েছিল। তখনই পরিবেশনের সময় ফটোগ্রাফি টা করে রেখেছিলাম। গরমের সময় এরকম ঠান্ডা কাঁচা আমের শরবত কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন। প্রত্যেক বছর আমের সময়টাতে এরকম শরবত তৈরি করা হয়। এটা আমার খুব পছন্দ।
এখানে আপনাদের সাথে আরো লোভনীয় একটা খাবারের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটা হচ্ছে আলু দিয়ে ঝাল ঝাল শুটকি চচ্চড়ি। এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের। বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। তবে অনেকেই শুটকির গন্ধ সহ্য করতে পারে না। তবে আমার শুটকির যে কোন রেসিপি খুবই পছন্দ। এরকম ঝাল ঝাল করে চচ্চড়ি করলে খেতে আরো বেশি ভালো লাগে।
এখানে আপনাদের সাথে যে খাবারের ফটোগ্রাফি টা শেয়ার করলাম সেটা হচ্ছে চিংড়ি বিরিয়ানি। মাংসের বিরিয়ানি কমবেশি খাওয়া হয়েছে তবে চিংড়ি বিরিয়ানি আমি এটা প্রথমবারের মতো তৈরি করেছিলাম। তাই কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। রেসিপিটা আপনাদের সাথে অনেক আগে শেয়ার করা হয়েছে। চিংড়ি মাছের যেকোনো কিছু আমার খুবই ভালো লাগে খেতে আর এই বিরিয়ানি টাও সত্যি অসাধারণ ছিল।
এই খাবারটা তো কমবেশি সবারই পছন্দ। বিকেলবেলা হলেই এ ধরনের খাবার গুলো খেতে ইচ্ছে করে। এই ফুচকাটা বাসায় তৈরি করেছিলাম। বাইরের ফুচকা তেমন একটা খাওয়া হয় না। চেষ্টা করে সব সময় বাসায় তৈরি করে খাওয়ার। একদিন তৈরি করে এভাবে পরিবেশন করেছিলাম দেখতে ভালো লাগছিল তাই ফটোগ্রাফি টা করেছি।
এটা হচ্ছে মুরগির মাংসের রেজালা। সব সময় খাসির মাংসের রেজালা খাওয়া হয়েছে তবে মুরগির মাংসের রেজালা প্রথমবারের মতো তৈরি করেছিলাম। এটাও খেতে সত্যি অসাধারণ ছিল। মুরগির মাংস সব সময় একভাবে খেতে ভালো লাগে না তাই একটু ভিন্নভাবে ট্রাই করেছি। রেসিপি টা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু।
সবশেষে যেই ফটোগ্রাফি টা শেয়ার করলাম এটা হচ্ছে মিনি সিঙ্গারার ফটোগ্রাফি। এই সিঙ্গারা গুলো মাঝেমধ্যেই আমরা বাসায় তৈরি করি। তৈরি করাও বেশ সহজ তবে একটু সময় লাগে আর খেতেও তেমনি সুস্বাদু। বিকেলের নাস্তা এরকম গরম গরম সিঙ্গারা হলে তো আর কিছুই দরকার হয় না।
ধন্যবাদান্তে
@isratmim









https://x.com/IsratMim16/status/1967055697117675678?t=xGkZMdrrTg8x6DQSKwCN4w&s=19
আপু আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আসলে এমন খাবার দেখলে লোভ সামলানো মুশকিল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
এত মজার মজার খাবারের ফটোগ্রাফি দেখে আমি তো এই সন্ধ্যা বেলায় লোভ সামলাতে পারছি না। এখানে থাকা প্রতিটা খাবারই আমার খুবই পছন্দের। পছন্দের খাবারগুলোর ফটোগ্রাফি শেয়ার করে আপনি লোভ লাগিয়ে দিলেন এটা কিন্তু ভালো হলো না। ইচ্ছে করছে এখনই সবগুলো খেয়ে ফেলতে। নিশ্চয় খাবার গুলো খুব মজা করে খেয়েছিলেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আজকে আপনি মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। আবারো ফটোগ্রাফি দেখলে কিন্তু এমনিতে ভালো লাগে। আপনার প্রতিটা খাবার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমার প্রিয় একটি খাবারের ফটোগ্রাফিও আছে এইখানে। আলু এবং শুটকি দিয়ে রেসিপি করলে খেতে কিন্তু ভালো লাগে। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। মুরগির মাংসের রেজালা এবং চিংড়ি বিরিয়ানি দেখেই খেতে ইচ্ছে করছে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার রেসিপি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।