ক্লে দিয়ে বিভিন্ন রকমের সবজি তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
সবজিগুলোর সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
প্রথমে আমি মটরশুঁটি তৈরি করার জন্য সবুজ রঙের ক্লে নিলাম। এবার সবুজ রঙের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিলাম। তারপর কিছুটা ক্লে নিচে দেখানো ছবির মত একটু চ্যাপ্টা করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার এই চ্যাপ্টা অংশের ভিতর বলগুলো সিরিয়ালে বসিয়ে দিলাম। এরপর দুইপাশ থেকে দুইটা অংশ মিলিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
এভাবেই আমি মটরশুঁটি তৈরি করে নিয়েছি।
এবার গাজর তৈরি করার জন্য আমি কমলা রঙের ক্লে নিলাম। তারপর এগুলোকে গাজরের শেপ দিয়ে দিলাম হাত দিয়ে। এরপর উপরে সবুজ অংশ দিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
সবশেষে গাজরের মধ্যে কিছু ছোট ছোট দাগ দিয়েছি।
এবার মরিচ তৈরি করার জন্য আমি লাল রঙের ক্লে নিলাম। এরপর এটাকে মরিচের শেপে তৈরি করে নিয়েছি। মরিচের ওপরে সবুজ ডাটা দিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
এবার সবুজ রংয়ের ক্লে দিয়ে ছোট একটা বল তৈরি করে নিয়েছি এবং এর চারপাশে লম্বা কয়েকটা ডাটা দিয়ে দিলাম। এরপর ডাটা গুলোর পেছনে পাতা দিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
এবার পাতাগুলোর ভিতরে সাদা বল দিয়ে ফিলআপ করে দিলাম। এভাবেই আমি ফুলকপি তৈরি করে নিয়েছি।
সবশেষে এবার ভুট্টা তৈরি করব। এটার জন্য আমি হলুদ রঙের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিলাম। এবার অনেকগুলো বল কে একসাথে করে নিয়েছি।
![]() | ![]() |
---|
তারপর বলের আশেপাশে পাতা দিয়ে দিলাম সবুজ রঙের। এভাবেই ভুট্টা তৈরি করে নিলাম।
সবশেষে আমি গাজরের মত করে মুলা তৈরি করে নিলাম সাদা রঙের ক্লে দিয়ে। সেটার ছবি এখন খুঁজে পাচ্ছি না। যাইহোক এভাবে সবকিছু তৈরি করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দেখছি ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে সবজি বানিয়ে। গাজর,মটরশুটি,ফুলকপি, পাকা মরিচ,ভুট্টা অসাধারণ সব সবজি।ধাপে ধাপে সবজি তৈরি পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ক্লে দিয়ে ধাপে ধাপে সবজি গুলো বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার জন্য রইল শুভকামনা।
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে বিভিন্ন রকমের সবজি তৈরি করেছেন। আপনার তৈরি করা সবজি গুলো দেখতে একদম বাস্তবের মতো লাগছে। ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে তৈরি করেছেন।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
বাহ আপু আপনি তো দারুন সব সবজি তৈরি করেছেন। আপনার তৈরি করা সবজি গুলো সত্যি একদম বাস্তবের মত লাগছে। দারুন ভাবে তৈরি করেছেন তার সাথে প্রতিটি ধাপ ও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপু শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
আরে বাহ্ ক্লে দিয়ে তো দেখছি আপনিও ধামাক্কা পোস্ট করেছেন। আপনার এমন সুন্দর সুন্দর সবজি দেখলে তো যে কেউ মনে করবে যে সত্যিকারের সবজি। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর সবজি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চমৎকার মন্তব্য করেছেন আপনি। ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
ক্লে দিয়ে বানানো জিনিস গুলো আমার কিন্তু বেশ লাগে।আপনি তো আপু শীতের বেশকিছু সবজি ক্লে দিয়ে আজ তৈরি করলেন।খুবই চমৎকার হয়েছে সবগুলো সবজি দেখতে।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
আরে বাহ ক্লে দিয়ে তো দেখি অনেকগুলো সবজি তৈরি করেছেন।দেখতে খুবই কিউট লাগছে। আমার তো অনেক ভালো লেগেছে।বাচ্চারা এসব দিয়ে খেলতে খুবই পছন্দ করবে।ক্লে ব্যবহার করে কিউট কিউট সব সবজি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
এটা ঠিক বলেছেন। বাচ্চারা এগুলো দিয়ে খেলতে খুবই পছন্দ করে। আমার তৈরি করা সবজি গুলো দেখে তো আমাদের পাশের রুমে একটা ছেলে আমাকে বলছে তাকে তৈরি করে দেওয়ার জন্য ।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
শীতকালীন সবজি আমার খুবই প্রিয়। আপনি দেখছি ক্লে দিয়ে খুব সুন্দর করে তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। মনে হচ্ছে বাস্তবিক কোন সবজি দেখতে পাচ্ছি। এই ধরনের কর্মদক্ষতাকে সবসময় সাধুবাদ জানাই। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
ক্লে ব্যবহার করে অনেক কিছুই তৈরি করা যায়। আপনি শীতকালের বেশ কিছু চমৎকার সবজি তৈরি করে নিয়েছেন। ফুলকপি মটরশুঁটি গাজর মুলো সবগুলোই বেশ জীবন্ত লাগছে দেখতে। ছোটবেলায় আমরা মাটি দিয়ে বানাতাম এবং সেইগুলোকে শুকনো করে ওপর থেকে রঙ দিতাম। আর এখন দেখুন সবকিছুই রঙিন পাওয়া যায় ভীষণ ভালো লাগলো আপনার ক্লে দিয়ে তৈরি করা সবজিগুলো।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।