পুরাতন ক্যালেন্ডার দিয়ে বুক মার্ক তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
বুকমার্ক গুলোর সর্বশেষ ফটোগ্রাফি
- পুরাতন টেবিল ক্যালেন্ডার
- গ্লু
- অফসেট পেপার
- পোস্টার রং
- তুলি
- জেল পেন
এখানে আমি টেবিল ক্যালেন্ডার থেকে কয়েকটা কাগজ নিয়ে নিলাম।
এবার এই কাগজগুলোকে বুকমার্কের শেপে একটু লম্বা করে কেটে নিয়েছি এবং চারদিকের কোনাগুলো রাউন্ড শেপে কেটে নিলাম।
এবার এই ক্যালেন্ডার গুলোকে অফসেট পেপার দিয়ে পেঁচিয়ে কভার করে নিয়েছি।
এবার একটা শক্ত কাগজগুলোতে নিজের ইচ্ছামত ডিজাইন করে নিলাম। প্রথমে লাল ফুলের ডিজাইন করে নিয়েছি। একটা গাছ থেকে ফুলের পাপড়ি গুলো উড়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য একে নিলাম এবং উপরে একটা লেখা লিখে নিলাম।
![]() | ![]() |
---|
এবার অন্য আরেকটা বুকমার্ক নিলাম ডিজাইন করার জন্য। এখানে আমি কয়েকটা কালারের আঁকাবাঁকা ঢেউয়ের মতো করে কিছু কালার করে নিয়েছি। এভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন টা করে নিলাম। এবার এর উপরে জেল পেন দিয়ে পাতা এঁকে নিলাম। এভাবে আরেকটা বুকমার্ক আমি ডিজাইন করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার অন্য আরেকটা বুক মারকে একটা পাতা একে নিলাম এবং উপর একটা লেখা লেখে নিলাম।
![]() | ![]() |
---|
এবার পাতাগুলো বিভিন্ন কালার করে নিয়েছি। এভাবে এই ডিজাইন টাও সম্পন্ন করলাম।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1966539182630719910?t=uw15l5uAmTe_YPchP8qIyA&s=19
যারা প্রতিনিয়ত অনেক বেশি বই পড়ে থাকে, তাদের জন্য এরকম বুক মার্ক গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই ধরনের বুকমার্ক গুলো আমার কাছে দেখতে অনেক বেশি কিউট লাগে। আপনি তো দেখছি আজকে খুবই চমৎকার দেখতে বুকমার্ক তৈরি করেছেন, যা দেখেই আমার অসম্ভব ভালো লেগেছে। পুরাতন ক্যালেন্ডার কে আপনি অনেক সুন্দর ভাবে ব্যবহার করেছেন।
আমার তৈরি করা বুকমার্ক আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
পুরাতন ক্যালেন্ডার ব্যবহার করে বুকমার্ক তৈরি করার আইডিয়াটা আমার কাছে জাস্ট চমৎকার লেগেছে। এরকম আইডিয়া থাকলে তো সবকিছুকেই কাজে লাগানো যায়। খুবই কিউট লাগছে আপনার তৈরি করা বুকমার্ক গুলো। কালারফুল করার কারণে আরো বেশি ভালো লেগেছে দেখে। এত সুন্দর বুকমার্ক তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
পুরাতন ক্যালেন্ডার দিয়ে সুন্দর বুকমার্ক তৈরি করেছেন।আসলেই আপনার বুদ্ধি খাটিয়ে এটি তৈরি করেছেন।তবে এই আর্টকে আমরা বহো আর্ট বলি।ধন্যবাদ আপু।
চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর বানিয়েছেন বুক মার্কগুলো। আর ক্যালেন্ডার দিয়ে বানানোর কারনে বেশ শক্ত হয়েছে বুক মার্কগুলো। তাই ব্যবহার করতে বেশ ভালো লাগবে। আর ডিজাইনগুলোও বেশ সুন্দর এঁকেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য রইল শুভকামনা।
বাহ আপু খুব সুন্দর হয়েছে আপনার বুক মার্ক তৈরি। আপনি পুরাতন ক্যালেন্ডার দিয়ে খুব সুন্দর করে বুক মার্ক তৈরি করেছেন। তবে জরুরী বই পড়তে আমাদের বুকমার্ক খুব প্রয়োজন হয়। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বুকমার্ক তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কাছ থেকে সবসময় অনেক সুন্দর কিছু পোস্ট দেখে আসছি। সব সময় আপনি একেবারে নতুন নতুন কিছু জিনিস আমাদের মাঝে শেয়ার করে থাকেন৷ আজকেও যেভাবে আপনি এখানে এই পুরাতন ক্যালেন্ডার দিয়ে এই বুকমার্ক তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এটি তৈরি করার ধাপগুলো যেভাবে একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে অসাধারণ একটি পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগছে৷
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
পুরাতন ক্যালেন্ডার দিয়ে দারুণভাবে বুকমার্ক তৈরি করেছেন আপু। বুকমার্ক বেশ কাজের জিনিস। বই পড়ার সময় এই ধরনের বুকমার্ক ইউজ করতে পারলে খুবই ভালো লাগে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ক্যালেন্ডার দিয়ে বুক মার্ক তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। অসাধারণ ভাবে আপনি তৈরি করেছেন আপু। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।