DIY Event (এসো নিজে করি):- রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি// ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরো একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙ্গিন কাগজের তৈরি ওয়ালমেট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

20211218_190622750.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • পেন্সিল কম্পাস
  • কলম
  • কার্ডবোর্ড

20211218_154041222.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি পেন্সিল কম্পাস দিয়ে দুটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি কার্ডবোর্ড এর মধ্যে। তারপর আমি বৃত্ত দুটি কেটে নিয়েছি।

20211218_154940236.jpg

  • এরপর একটি গোল ফ্রেম বানিয়ে নিয়েছি।

20211218_155253347.jpg

দ্বিতীয় ধাপ

  • তারপর আমি গোল ফ্রেমের উপর সাদা কাগজ লাগিয়ে দিয়েছি।

20211218_160244287.jpg

তৃতীয় ধাপ

  • এরপর আমি কালো রঙের কাগজ চিকন চিকন করে কেটে নিয়েছি।

20211218_161541717.jpg

চতুর্থ ধাপ

  • তারপর আমি কালো রঙের চিকন কাগজ গুলো গোল ফ্রেমের ভিতরে লাগিয়ে নিয়েছি।

20211218_161842391.jpg

20211218_162227962.jpg

20211218_162619569.jpg

পঞ্চম ধাপ

  • তারপর আমি রঙিন কাগজের অনেকগুলো লাভ আকৃতির কাগজ কেটে নিয়েছি।

20211218_164532860.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর আমি গোল ফ্রেমের উপর লাভ আকৃতির কাগজ গুলো লাগিয়ে দিয়েছি।

20211218_164749898.jpg

20211218_165104304.jpg

সপ্তম ধাপ

  • এরপর আমি ছোট এক টুকরো কাগজ কেটে নিয়েছি।

20211218_165433673.jpg

  • এরপর সেটি মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।

20211218_165452145.jpg

অষ্টম ধাপ

  • তারপর আমি কাগজ টিকে একটি পাতার মতো করে কেটে নিয়েছি।

20211218_165554953.jpg

নবম ধাপ

  • তারপর আমি পাতাটির পাশে কাঁচি দিয়ে ডিজাইন করে কেটে নেই।

20211218_165653946.jpg

দশম ধাপ

  • তারপর আমি পাতাটি দুই পাশ থেকে ভাঁজ করে নেই।

20211218_170501426.jpg

পাতাটির ভাঁজ খোলার পর

20211218_170432206.jpg

এভাবে আমি কয়েকটি রঙিন কাগজ দিয়ে পাতা বানিয়ে নিয়েছে।

20211218_174944565.jpg

একাদশ ধাপ

  • তারপর আমি পাতাগুলোর মাথায় সুতা লাগিয়ে দিয়েছি।

20211218_181959036.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর সুতা সহ পাতাগুলো গোল ফ্রেমের পিছনে লাগিয়ে দিয়েছি।

20211218_183516032.jpg

  • এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের ওয়ালমেট।

20211218_190622750.jpg

20211218_190524548.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

বাহ রঙিন কাগজের আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আমাদের বুঝার সুবিধার্থে আপনার ওয়ালমেট দেখতে চমৎকার দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটেছে দেয়ালে লাগালে সৌন্দর্য এবং ঘরের সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা থাকলো আগামীদিনের পথচলা সফল হোক

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 
রঙিন কাগজ ব্যবহার করে আপনি দারুন ওয়ালমেট তৈরি করেছেন। আমার খুবই ভাল লাগল। লাভ চিহ্ন গুলো আপনি দারুন ভাবে তৈরি করেছে।ন প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার কাছে নিচের অংশটুকু বেশী আকর্ষণীয় মনে হয়েছে, কারন লাভ চিহ্নগুলোর তুলনায় পাতার দৃশ্যগুলো বেশী ফুটেছে।

তবে আইডিয়াটা ভালো ছিলো, অনেকেই এই ধরনের ওয়ালমেট তবে তাদের সকলের উপরের অংশে ফুলের মতো দৃশ্য ছিলো । কিন্তু আপনি একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছেন, এটা ভালো দিক ছিলো। ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার রঙিন কাগজের ওয়ালমেট টি অসাধারণ ছিল আমার খুবই পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে আপনার রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন। এবং অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর রঙ্গিন কাগজের ওয়ালমেট উপহার দেওয়ায় আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে হয় আমিও অনেক পছন্দ করি। আপনার ওয়ালমেট অনেক ব্যতিক্রমধর্মী হয়েছে কিন্তু দেখতে সুন্দর লাগছে। ওয়ালমেট তৈরি বর্ণনাগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা পড়তে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজের অলমেট অনেক সুন্দর হয়েছে। ওয়ালমেট তৈরির ধাপগুলো ছবি সহ বর্ণনা দেওয়ার জন্য পোস্টটি আরো প্রাণবন্ত হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অলমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালম্যাটটি অনেক সুন্দর ছিল।ওয়ালম্যাট এর ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে।ধাপে ধাপে খুব সুন্দরভাবে ওয়ালম্যাট বানানোর পদ্ধতিও দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে ।আপনি বরাবরই আমাদের মাঝে রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে থাকেন ,আপনার এই ওয়ালমেট গুলো সত্যিই অনেক ভাল হয় ।আপনার তৈরি এই রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেখলেই বোঝা যায় আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে ওয়ালমেট গুলো তৈরি করে থাকেন ।আপনি আজকে যেই ওয়ালমেট তৈরি করেছেন এটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার চমৎকার ভাবে আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন ।এত সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ব্যাতিক্রম কিছু দেখলাম ♥️
খুব ভালো ছিল ওয়ালমেটটি।
পাতাগুলো খুব সুন্দর লাগছিল ❣️
খুব ভালো এগিয়ে যান দোয়া রইল 🥀

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74