কিউট মিকি মাউসের ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি মিকি মাউসকে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। এই ম্যান্ডেলা আর্ট টা অনেক সময় লেগেছে শেষ করতে। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- জেল পেন
- রং পেন্সিল
- পেন্সিল কম্পাস
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা মিকি মাউস এর মাথা আর্ট করে নিলাম।
এরপর পুরো মিকি মাউস আর্ট করে নিলাম। মিকি মাউস টি দাঁড়িয়ে আছে এমন অবস্থায় আর্ট করে নিলাম।
এরপর আমি পুরো ড্রয়িংটা জেল পেন দিয়ে আর্ট করে নিলাম।
এরপর আমি কি মাউসটি রং করে নিলাম। শরীর টি কালো কালার করে নিয়েছি। জুতোগুলো হলুদ রং করে নিয়েছি।
এবার আমি মিকি মাউস টির একপাশে পেন্সিল কম্পাস দিয়ে বেশ কয়েকটা বৃত্তচাপ অংকন করে নিয়েছি। এরপর এগুলো আবার জেল পেন দিয়ে আর্ট করে নিলাম।
তারপর বৃত্তচাপ গুলোর ভিতরে ছোট ছোট ফুলের পাপড়ি অংকন করে ডিজাইন করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim












মিকি মাউস কার্টুন একসময় আমার খুবই পছন্দের ছিলো। তবে এখন কার্টুন দেখা হয় না। যাইহোক মিকি মাউসের ম্যান্ডেলা আর্টটি খুব সুন্দর হয়েছে আপু। এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।
এই ধরনের আটগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। যে কেউ দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।