DIY (এসো নিজে করি):- একটি মেয়ে দোলনায় দোল খাওয়ার দৃশ্য // ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি কালারফুল ড্রয়িং শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি মেয়ের একা বসে দোলনায় দোল খাওয়ার দৃশ্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

20220123_134844093.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • ড্রইং খাতা
  • মোম রং
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • রাবার
  • কাটার
  • জেল পেন
  • সাইন পেন

20220123_112449279.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি দুইটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি।

20220123_113556103.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর আমি বৃত্তগুলো সাইন পেন দিয়ে অঙ্কন করে নিয়েছি। এরপর সেগুলোর চারদিকে ডিজাইন করে নিয়েছি।

20220123_121947920.jpg

20220123_122625617.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর ডিজাইন গুলো ফাঁকা জায়গার মধ্যে সাইন পেন দিয়ে কালো রং করি।

20220123_123932299.jpg

চতুর্থ ধাপঃ

  • এরপর আরও কয়েকটি ডিজাইন করে দেই।

20220123_125923571.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর আমি বিভিন্ন ধরনের রং করে দেই কলিগুলোর মাঝখানে।

20220123_130424131.jpg

20220123_131518541.jpg

ষষ্ঠ ধাপঃ

  • তারপর আমি বৃত্তটির মাঝখানে দোলনায় বসে থাকা একটি মেয়ে অঙ্কন করি।

20220123_132048207.jpg

সপ্তম ধাপঃ

  • তারপর আমি গাছ এবং দোলনাটি অঙ্কন করি।

20220123_133301296.jpg

অষ্টম ধাপঃ

  • এরপর আমি সম্পূর্ণ ড্রয়িং টি রং করি।

20220123_133414223.jpg

20220123_134259319.jpg

সর্বশেষ ধাপঃ

  • এরপর আমি গাছে হলুদ পাতা অঙ্কন করি এবং গাছ থেকে ঝরে পড়ছে এমন ভাবে ও কিছু পাতা অঙ্কন করি।

20220123_134513883.jpg

  • এভাবে আমি আমার আজকের ড্রয়িং টি শেষ করি।

আমার আজকের ড্রয়িং এর কিছু ফটোগ্রাফি।

20220123_134844093.jpg

20220123_135321985.jpg

20220123_135102769.jpg

20220123_135031604.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। কেমন হয়েছে জানি না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ইতি
@isratmim

Sort:  
 3 years ago 

খুব সুন্দর করে একেছেন আপু।এভাবে কিছু অংকন দেখতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু এখন সময়ের অভাবে করা হয় না।আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একটি মেয়ের দোলনায় দোল খাওয়া চিত্র অংকন টি খুব চমৎকারভাবে আপনি অঙ্কন করেছেন। এবং অনেক সময় নিয়ে নিখুঁতভাবে আপনার অংকটি সম্পন্ন করেছেন। আর এত সুন্দর চিত্র অংকনটি আমাদের সাথে প্রতিটি ধাপ শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

কি বলব অসাধারণ হয়েছে আপনার অংকন। গোল বৃত্তের সাথে যে ডিজাইনটি করেছেন সেটার জন্য অংকটি বেশি ফুটে উঠেছে। আর গাছের মধ্যে যে হলুদ কালার দিয়েছেন পাতাগুলি তার জন্য পুরো চিত্রটাই একদম ভিন্ন রকম সৌন্দর্য ফুটে উঠেছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

❤️❤️❤️❤️

 3 years ago 

আপনার দৃশ্যটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম দোলনায় দুলতাম। আমার খুব ভালো লাগতো। আপু সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন সত্যিই অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম দোলনায় দুলতে থাকা দৃশ্য গুলো বেশ ভালো লাগে দেখতে। সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি একটি মেয়ে দোলনায় দোল খাওয়ার দৃশ্য অংকন করেছেন অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম রং করার কারনে অনেক বেশি ভালো লেগেছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সত্যিই মেয়েটার দোলনায় দোল খাওয়া দৃশ্যটি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।মোম রং দিয়ে অনেক সুন্দর ভাবে এই আর্ট সম্পূর্ণ করলেন।একটা বৃত্তের মধ্যে গাছ রং করে সেই কাছে একটা সুন্দর মেয়ে দোলনায় দোল খাচ্ছে আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর দেখায় দেখতে। বৃত্ত তার চারপাশের নকশাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

➡️ খুব অসাধারণ একটি দৃশ্য অংকন করেছেন আপনি। এটি দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে। এমন দৃশ্য রং তুলনা হয়না। আপনি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। মেয়েটিকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দোলনায় দোল খাওয়ার চিত্রটি ভালোই এঁকেছেন।দেখে মনে হয়না ছবি,বাস্তবেই কেউ দোল খাচ্ছে।সে সাথে ঝিরিঝিরি বাতাসে কিছু পাতা পড়ছে।মনে হয় বসন্তের আগমনে নতুন পাতা আসবে।তবে,গাছের কালো রঙের সাথে পাতার হলুদ রঙটি ভিন্ন দেখাচ্ছে।অনেক ভালো হয়েছে শ্রদ্ধেয়;

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যই এটি অসাধারণ ছিল। ধন্যবাদ ও শুভকামনা রইল শ্রদ্ধেয়,

 3 years ago 

আপু, সত্যিই অসাধারণ একটি ড্রয়িং আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। একটি মেয়ে দোলনায় দোল খাওয়ার ড্রয়িং সত্যি অনেক সুন্দর হয়েছে।এই ড্রয়িং টি আপনি খুবই নিখুঁত এবং দক্ষতার সাথে এঁকেছেন দেখেই বোঝা যাচ্ছে। ড্রয়িং করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এক কথায় অসাধারণ আপু।অনেক সুন্দর করে চিত্রটি ফুটে তুলেছেন। গাছের ডালে দোলনায় বসা মেয়েটিকে অনেক ভাল লেগেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24