বাস্তব অভিজ্ঞতা// "নিজের ভালো পাগলেও বুঝে" এ বিষয়ের উপর আমার অভিব্যক্তি ।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতার আলোকে "নিজের ভালো পাগলেও বুঝে" এই বিষয়টি উপর আমার অভিব্যক্তি প্রকাশ করার চেষ্টা করব। ভালো-মন্দ নিয়েই আমাদের জীবন বা বলতে পারেন দুনিয়ায়। দুনিয়াতে যেরকম ভালো মানুষ আছে ঠিক সেরকম খারাপ মানুষের অভাব নাই। মানুষ যতই খারাপ হোক যখন নিজের বেলায় কোন ক্ষতি হবে এরকম কোন বিষয় থাকে তখন সে কখনই তার খারাপ রূপটা প্রদর্শন করে না তখন সে চেষ্টা করে কিভাবে সে নিজেকে ভালো একজন মানুষ বা কিভাবে তার ভালো হয় সেটা প্রকাশ করার জন্য।
"নিজের ভালো পাগলেও বোঝে" এই কথাটি আগে মুরুব্বিদের মুখে অনেক শুনতাম। কিন্তু এখন বাস্তবে তা যখন চোখের সামনে বেশ কিছু উদাহরণ নিয়ে আসে তাহলে এটিকে আর বিশ্বাস না করি কিভাবে, এটি আসলে একটি বাস্তব সত্য কথা। বাস্তবিক পক্ষে আমরা সকলেই নিজের ভালোটাই চাই কেউ কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আমার খারাপ চাই বা ক্ষতি চাই, এটা আসলে কখনো সম্ভব না। তবে হ্যাঁ এরকমও লোক খুঁজে পাওয়া যাবে যে কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে। হয়তো আপনারা কখনো তা কল্পনা করতে পারেননি, আমি যার কথা বলতে যাচ্ছি। তিনি হচ্ছেন আমাদের গর্ভধারিনী মা যিনি সন্তানের জন্য যত খারাপ হোক তার জীবনে, এমন কি মৃত্যু পর্যন্ত বরণ করতে সদা প্রস্তুত। যাইহোক আমরা সবাই আমাদের গর্ভধারিণী মাকে যথাযথ সম্মান করে তার মুখে সারা জীবন যাতে হাসি ফুটিয়ে রাখতে পারি আমরা সবাই চেষ্টা করব। আজকে আর ওই দিকে যাব না আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে "নিজের ভালো পাগলেও বুঝে"। দুইটি উদাহরণ দেওয়ার মাধ্যমে এই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হয়তো এই উদাহরণগুলোর ভেতর থেকে আপনারা নিজেরাও এ বিষয়টি সম্পর্কে কিছু বাস্তব ধারণা পেয়ে যাবেন এটা আমার বিশ্বাস।
কিছুদিন আগে আমি একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ প্রচন্ড বুকে জ্বালা পড়া শুরু করে, বুঝতে পারলাম গ্যাসের সমস্যা হচ্ছে। তাই রাস্তার পাশে একটি মেডিসিন শপে গিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ চাইলাম খাওয়ার জন্য এর মধ্যে একটা মহিলা (পাগল) আমার পাশে এসে দাঁড়ালো। আমি না দেখে হঠাৎ একটু ভয়ে আচমকা লাফ দিয়ে উঠলাম। এবং তাকে বললাম যে আপনি এভাবে কিছু না বলে আমার পাশে এসে দাঁড়ালেন কেন? মহিলাটি (পাগল) বলতেছে তুমি আমাকে ভয় পেলে কেন আমি কি বাঘ না ভাল্লুক তোমাকে খেয়ে ফেলবো? তখন আমি কিছুটা অপ্রস্ত ভাবেই বলে ফেললাম না তুমি তো বাঘও না ভাল্লুক ও না তুমি একটা পাগল। পাগল বলাতে সে কিছুটা রেগে গেল। তখন মহিলাটি (পাগল) বলল এই তুমি আমাকে পাগল বললে কেন আমি তো পাগল না আমি মানুষ। তখন আমি সেখান থেকে ঔষধ নিয়ে তাকে দুঃখিত বলে হাতে আরও ২০ টাকা দিয়ে চলে আসলাম। এতে করে সে অনেক খুশি হয়ে গেল।
দ্বিতীয় উদাহরণ যেটি সেটি হল একদিন আমি রিচার্জ এর দোকানে গেলাম রিচার্জ করতে সেখানে মধ্যবয়স্ক একটা প্রতিবন্ধী ছেলে আসলো। একটা কাগজে রিচার্জের নাম্বার, টাকার এমাউন্ট সেইসাথে টাকাও নিয়ে আসলো। ছেলেটি এসেই সাথে সাথে দোকানদারকে তোতলাতে তোতলাতে বলা শুরু করলো আঙ্কেল আংকেল এই নাম্বারে ৩০ টাকা রিচার্জ দাও। ছেলেটার দিকে তাকাতে আমার কেমন যেন একটা মায়া লেগে গেল। কত বড়, সুস্বাস্থ্যের অধিকারী মাশাল্লাহ অনেক সুন্দর একটা ছেলে কিন্তু আল্লাহতালা তাকে দুনিয়াতে পাঠিয়েছে প্রতিবন্ধী করে। আল্লাহ যা করে আমাদের মঙ্গলের জন্যই করে এই ভেবে নিজেকে আবার সান্তনা দিয়ে দিলাম। তারপর আমি দোকানদারকে বললাম যে আপনি ওকে তাড়াতাড়ি রিচার্জ দিয়ে দেন। ছেলেটি কাগজটা দোকানদারকে দিল কিন্তু টাকাটা দোকানদারকে দিচ্ছে না। কারণ হলো সে বোঝাতে চায় আগে রিচার্জ দাও পরে আমি তোমাকে টাকা দিব। কিন্তু দোকানদার টাকা ছাড়া তো রিচার্জ দেবে না। তখন আমি দোকানদারকে বললাম আপনিও রিচার্জ টা দিয়ে দেন ও টাকা না দিলে আমি টাকা দিয়ে দেব, এই নেন আপনি টাকাটা বুঝে নেন।
এখানে আমি বোঝাতে চেয়েছি যে পাগল এটা বুঝে যে তাকে পাগল বলা যাবে না পাগল বললে তো লোকে তাকে খারাপ ভাববে যদিও সে পাগল। সে নিজেকে লোকজনের কাছে খারাপ বোঝাতে চায় না। সে একজন মানুষ এটাই সে দাবী করে। তারপর প্রতিবন্ধী ছেলেটি সে এটা ভালো করেই জানে যে দোকান থেকে কিছু কিনতে হলে আগে তারটা সে বুঝে নেবে, তারপর দোকানদারকে সে টাকা দেবে। প্রতিবন্ধী হলেও এই বিষয়টা সে ভালই বুঝতে পেরেছে। এই উদাহরণ থেকে আমি মনে করি যে নিজের ভালো পাগলেও বোঝে এই কথাটা বাস্তব সত্য। আর হ্যাঁ এখানে আমি যে দুইটা উদাহরণ দিয়েছি আমি কাউকে ছোট করার জন্য এই উদাহরণগুলো দেই নাই, বাস্তবে আমার সামনে যা ঘটেছিল সে ঘটনাগুলো তুলে ধরার মাধ্যমে আজকের মূল বিষয়টির উপর নিজের অভিব্যক্তি প্রকাশ ঘটিয়েছি মাত্র।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সত্যি আপু নিজের ভালো পাগলেও বোঝে,যে যায় বলুক এটা আমি ও মানি আপু।আসলে পাগলকে পাগল বলাতে রাগ করল কিন্তু ২০ টাকা দেওয়াতে পাগল ঠিক। প্রতিবন্ধী ছেলেটা ও বোঝে আগের নিজের জিনিস বুঝে নিতে হবে। ধন্যবাদ আপনাকে শিক্ষামূলক একটা পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রথম যার কথা বললেন সেই মহিলাটা তো পাগল এটা আমি বুঝতে পেরেছি। তবে দ্বিতীয় লোকটা যিনি প্রতিবন্ধী ছিলেন আমার মনে হয়েছে উনি কিছুটা সেয়ানা পাগল। হা হা হা... তবে এটা সত্যি কথা যে আমরা আমাদের নিজেদের ভালো অবশ্যই বুঝি, যদিও কিছু কিছু ক্ষেত্রে এই কথাটার ব্যতিক্রম হয়ে যায়। খুব সুন্দর গুছিয়ে লিখেছেন পোস্টটা আপু।
ঠিকই বলেছেন দ্বিতীয় প্রতিবন্ধী ছেলেটাও সেয়ানা পাগল ছিলেন। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
একদম সঠিক কথা বলছেন আপু আপনি আপন ভালো পাগলেও বুঝে। এ পৃথিবীতে যত খারাপ মানুষ থাকুক না কেন কিংবা যে যেমনই হোক না কেন কিন্তু নিজের ভালোই খুব ভালোভাবে বুঝে। সেটা যতই মস্তিষ্ক ভিগড়ে হোক কিংবা প্রতিবন্ধী হোক বা একজন গর্ভধারিণী মা সব সময় নিজের ভালোটাই বুঝে। নিজের সন্তানের ভালোটাই বুঝে। খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে আপনি বিষয়টি আমাদের সাথে শেয়ার করলেন।
এটি আমারও মনে হয় সবাই সবার স্বার্থ বুঝলেও মা নিজের স্বার্থ বোঝে না। তিনি সবসময় সন্তানদের ভালো চান। সুন্দর সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
।
এই কথা প্রায় প্রায় আমার আব্বা বলে থাকে। কথাটা একদম মানসম্মত এবং বাস্তবতা সাথে বড় মিল। আরে এ বিষয়কে ভিত্তি করে আজ আপনি আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন যা পড়ে সত্যি খুবই ভালো লেগেছে আমার। তবে আজ আপনি পাগল ও সেয়ানা পাগলদের কাহিনী উপস্থাপন করেছেন। যাইহোক সব মিলে বেশ ভালো লাগলো আপনার এই পোস্ট পড়তে গিয়ে।
আমার পোস্ট পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।