DIY Event (এসো নিজে করি):- একটি বৃত্তের মাঝে ম্যান্ডেলা আর্ট // ১০% বেনিফিশিয়ারি @shy-fox
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি বৃত্তের মাঝে ম্যান্ডেলা আর্ট। আশা করছি আপনাদের কাছে আমার আজকের আর্ট টি ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- রাবার
- পেন্সিল কাটার
- জেল পেন
- মোম রং
- পেন্সিল কম্পাস
তাহলে চলুন শুরু করা যাক আজকের ড্রয়িংটি
১ম ধাপ
- প্রথমে আমি পেন্সিল কম্পাস দিয়ে অনেকগুলো বৃত্ত অঙ্কন করে নিয়েছি। ছোট থেকে বড় মাপ অনুযায়ী বৃত্ত গুলো অঙ্কন করে নিয়েছি।
২য় ধাপ
- তারপর আমি বৃত্ত টির মাঝখানে রং করি।
৩য় ধাপ
- তারপর আমি একটির পর একটি পর্যায় ক্রমে বৃত্ত গুলো তে ডিজাইন করা শুরু করি।
- বৃত্ত গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করি।
- এভাবে আমি সব গুলো বৃত্তের মধ্যে ডিজাইন করি।
৪র্থ ধাপ
- এরপর আমি ডিজাইন গুলোর মাঝখানে মোম রং দিয়ে রং করি। এখানে আমি লাল,কমলা,হলুদ এবং এই রং গুলোর ভিতরের বিভিন্ন শেড ব্যবহার করি রং করার জন্য।
সর্বশেষ ধাপ
- এভাবে আমি সব খালি জায়গা গুলো রং করি। এবং আমি আমার ড্রয়িং টি সম্পন্ন করি।
আপু আপনার ম্যান্ডেলা আর্ট মানে অসাধারণ কিছু। আপনি এত সুন্দর ভাবে আপনার সৃজনশীলতা আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তোলেন যা সত্যিই প্রশংসার দাবিদার। আমি কখনো ম্যান্ডেলার করিনি তবে ভাবছি চেষ্টা করব। জানি ম্যান্ডেলা আর্ট অনেক ধৈর্য্য একটি ব্যাপার। আপনি এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে আর্ট টি করে আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন। এই জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে জানাই ধন্যবাদ।
জি আপু এই আর্ট গুলো অনেক ধৈর্য্যর প্রয়োজন। আশা করছি খুব তাড়াতাড়ি আপনার ম্যান্ডেলা আর্ট দেখতে পারবো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
অসাধারণ লেগেছে আপু, যা বলে বুঝাতে পারবোনা। আপনার এত সুন্দর মান্ডালা আর্টটি সত্যিই চোখ জুড়ে গেছে সাথে প্রাণও। আপনি অনেক সুন্দর সুন্দর রেসিপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রয়িং গুলো আমাদের উপহার দেন দেখে খুবই ভালো লাগে। এবং মাঝে মাঝে নিজের কাছে খারাপও লাগে যে আমি এত ভালো ড্রইং করতে পারিনা। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। এবং খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইলো।
আপনার মান্ডালা আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে। আসলেই জাস্ট অসাধারণ হয়েছে। ড্রয়িং টি করতে নিশ্চয়ই অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার মাঝে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🙂
আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্টটি এককথায় অসাধারণ। বেশ সুন্দরভাবে এই চিত্রটি ফুটিয়ে তুলেছেন, এবং তার সাথে কালার গুলো বেশ সুন্দর বাছাই করেছেন যর জন্য এটি এত সুন্দর ভাবে ফুটে উঠেছে ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও!! দারুন হয়েছে তো আর্টটি। যদিও আমি ম্যান্ডেলা আর্ট তেমন পারিনা। আপনার আর্ট দেখে ভালো লাগলো। ধাপে ধাপে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল।
চেষ্টা করলে অবশ্যই পারবেন। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াও আপু আপনার ম্যান্ডালা আর্ট টি দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও আপনার বৃত্তের ম্যান্ডেলা আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে ।এটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।কালারটি আপনি খুবই চমৎকার ভাবে করেছেন। যেটি আপনার আর্ট টিকে আরো বেশি সুন্দর করে তুলেছে ।প্রতিটি ধাপের বর্ণনা ছিল অসাধারণ। যেটি আমার কাছে খুবই ভাল লেগেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
জ্বি আপু চেষ্টা করেছি কালার কম্বিনেশন টা ঠিক রাখার। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হেহেহে আরে ডিরেক্টর সাহেবা যে এতো দারুন মেন্ডালা অংকন কই থেকে শিখলেন। অনেক সুন্দর লাগছে আপু।
বেশ গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন সব মিলিয়ে দারুন।শুভ কামনা রইলো।
নিজের মাথা থেকে বের করছি এই আইডিয়া 😁😁 মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
ওয়াও অসাধারণ হয়েছে মান্ডাল আর্টি। কালার গুলো খুব সুন্দর ফুটে উঠেছে। খুব নিখুঁতভাবে ধৈর্য সহকারে সম্পন্ন করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে সত্যিই অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
আপু অসম্ভব সুন্দর হয়েছে আপনারা আঁকা বৃত্তের মাঝে মান্ডালা আর্ট টি। ডিজাইনগুলো কালারফুল হওয়াতে সবচেয়ে বেশি ভালো লাগছে। সুন্দর কালার কম্বিনেশন নিয়ে পুরো আর্টটি কমপ্লিট করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।