সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা "আমার বাংলা ব্লগে" কাজ করার অনুভূতি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আমার বেশ কিছু অনুভূতি উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার এই কাজ করার অনুভূতি গুলো ভালো লাগবে।
সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অত্যন্ত প্রিয় মডারেটর
@alsarzilsiam ভাইকে। সে সাথে সকল মডারেটর ভাই-বোনদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আসলে আমি যদি আমার অনুভূতি গুলো শেয়ার করা শুরু করে তাহলে হয়তো আজকে সারাদিনে সবগুলো বলে শেষ করতে পারবো না, তারপরেও আমি আমার স্মৃতির মধ্যে থাকা বিশেষ মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।
আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই
@rme দাদাকে এজন্যই যে আমার বাংলা ব্লগ এর মত এত চমৎকার একটি কমিউনিটি আমাদেরকে উপহার দেওয়ার এবং এই কমিউনিটিতে আমরা আমাদের নিজের মাতৃভাষা বাংলায় মনের ভাব প্রকাশ করতে পারছি। ভাষার প্রতি কতটুকু ভালোবাসা ও শ্রদ্ধা থাকলে মানুষ নিজেকে বাংলা ভাষার জন্য বিসর্জন দিতে পারে সেটা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আমাদের অনেক ভাই-বোন তার বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। সেই বাংলা ভাষাকে আজ বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং বাঙালিকে ও বিশ্ব দরবারে পরিচিতি করার উদ্দেশ্যে দাদার যে মহৎ একটি উদ্যোগ আর সেই উদ্যোগী হল আমার বাংলা ব্লগ। এইজন্য আমরা অনেক অনেক বেশি গর্বিত।
"আমার বাংলা ব্লগে" করা আমার কিছু ডাই।
প্রথমে আমি স্টিমিট এ যখন যোগদান করি, স্টিমিট কি আমি সেটা জানতামই না। শুধু এতটুকই জানতাম যে এই এখান থেকে ভালো কিছু ইনকাম পাওয়া যায়। তারপর আমি ধীরে ধীরে এখানে কাজ করা শুরু করি। আমি আমার কাকার হাত ধরে এই স্টিমিটে যাত্রা শুরু করি। সেই সাথে তিনি আমাকে দিয়ে ধীরে সব কাজ বুঝিয়ে দিয়েছেন এবং আমিও আস্তে আস্তে বুঝে নিয়ে এ কাজগুলো শুরু করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি শুরু হওয়ার আগে আমি বিভিন্ন কমিউনিটিতে কাজ করতাম যদিও তেমন কোনো আশানুরূপ ইনকাম হতো না, তারপরও লেগে থাকতাম। এরপর কাকা একদিন আমাকে এসে আমার বাংলা ব্লগ এর ব্যাপারে বললো এবং আমাকে বলেন এখানে কাজ করার জন্য। আমিও মোটামুটি আমার বাংলা ব্লগে কাজ শুরু করে দিলাম। যদিও কাকা এই কমিউনিটিতে কাজ করেনা কিন্তু সব রকম খোঁজ খবরই তিনি রাখতেন এবং আমাকে মোটামুটি আপডেট গুলো দিয়ে দিতেন।
আমার বাংলা ব্লগে আমার কিছু পেন্সিল আর্ট।
আমরা বাসায় অনেক রকম সৃজনশীল কাজ করে থাকি কিন্তু এই কাজগুলো বাসার লোক ব্যতীত অন্য কাউকে দেখাতে পারি না কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে আমরা পুরো বিশ্বের কাছে আমাদের সৃজনশীল কাজ গুলো উপস্থাপন করতে পারছি এবং সেখান থেকে আমরা আমাদের উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছি। তাই একদিকে যেমন নিজের প্রতিভা গুলোকে প্রতিনিয়ত এই কাজ করার মাধ্যমে বিকশিত করতে পারছি অন্যদিকে আমরা আমাদেরকে অর্থনৈতিক ভাবে নিজেকে উন্নত করতে পারছি। আমি তেমন কখনোই বাসায় রান্না করতাম না কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটি কারণে আমি নিজে থেকে অনেক রকম রান্না করতে পেরেছি ও শিখেছি। সেই সাথে নিজের অনেক সৃজনশীল কাজ যা আগে কখনো করতাম না কিন্তু এখন প্রতিনিয়ত করে যাচ্ছি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর বদৌলতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগে অনেক কিছুই করতে চাইতাম না প্রথম প্রথম আমার বাংলা ব্লগে যখন কাজ করছি তখন কিন্তু যে কোন কাজ করতে গেছে অনেক সময় লেগে যায় কিন্তু এখন প্রতিনিয়ত কাজ করাতে অভ্যস্ত হয়ে গেছি আগের মতো এখন আর কষ্ট হয় না।
"আমার বাংলা ব্লগে" আমার আরও একটি চিত্রাংকন।
আমার বাংলা ব্লগ এমন একটি পরিবার যে পরিবারে একে অপরে সুখে-দুখে, বিপদে-আপদে এগিয়ে আসে যেখানে নেই কোন ভেদাভেদ, নেই কোন হানাহানি, নেই কোন হিংসা প্রতিহিংসা। এরকম একটা কমিউনিটিতে কাজ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। এই কমিউনিটিতে অনেক চমৎকার চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়, যে প্রতিযোগিতা আমরা আমাদের নিজেদের প্রতিভা গুলোকে সকলের মাঝে তুলে ধরেতে পারছি। সেখান থেকে বাছাই করে প্রতিযোগীদের বিজয়ী ঘোষণা করা হয়। এরকম একটি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে অনেকগুলো প্রতিযোগীদের মধ্যে একটি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অনেক বেশি আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছি। তাছাড়া এই কমিটির তত্ত্বাবধানে ডিস্কড সার্ভারে আমাদের জন্য তৈরি করা হয়েছে হাসি, আড্ডা, বিনোদন, খেলাধুলার সহ সবরকম এন্টারটেনমেন্ট করার মত এবং সকলের মত বিনিময় করার মত হাংআউট এর মত এমন একটি মাধ্যম সেটাই হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি। এই হ্যাঙ্গআউট যখন শুরু হয় তখন অধীর আগ্রহে অপেক্ষা করি সেই পুরো সপ্তাহে অনেক পরিশ্রম করে অর্জন করা সুপার অ্যাক্টিভ লিস্টে নিজের নামটা শোনার জন্য। আরো অপেক্ষায় থাকি আমাদের সহকর্মীদের সেই দুর্দান্ত পারফরম্যান্স এর অপেক্ষায় যেখান থেকে অনেক বিনোদন পেয়ে থাকি।
আমার বাংলা ব্লগে কিছু ম্যান্ডেলা আর্ট।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এবিপি স্কুল নামে যে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে, আসলে মানুষকে সহযোগিতা করার মন মানসিকতা থাকলে এবং মানুষের জন্য কতটুক চিন্তা-ভাবনা করলে একজন মানুষ কিছুই জানে না সেই মানুষকে হাতে-কলমে শিখিয়ে পড়িয়ে স্টিমিট প্লাটফর্মে কাজ করার মতো করে গড়ে তোলে। আসলে সত্যি বলতে আমরা দাদার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। স্টিমিট প্লাটফর্মে যখন কাজ করি তখন অনেক কিছুই জানতাম না। আমার বাংলা ব্লগ কমিউনিটি এবিবি স্কুলের মাধ্যমে স্টিমিট প্ল্যাটফর্ম সম্পর্কে এবং "আমার বাংলা ব্লগ" কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। যা আসলে স্টিমিট প্ল্যাটফর্মের কোথাও এমন কোন সিস্টেম নেই যেখানে হাতে কলমে কাজ করে একজন মানুষকে গড়ে তোলে। আরো রয়েছে এই কমিউনিটিতে আমরা যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তাদের জন্য বা বলতে পারেন তাদের বিপদ আপদের জন্যে
@abb-charity নামে একটি আর্থিক ব্যবস্থা। এজন্য আমরা অনেক গর্বিত এবং আনন্দিত।
"আমার বাংলা ব্লগে" আমার করা কিছু রেসিপি।
একটি মজার ঘটনা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে করতে আমরা আমাদের দৈনন্দিন কাজের সাথে "আমার বাংলা ব্লগের" কাজগুলোকে এতটা গুরুত্ব দিয়ে দিয়েছি যে গুরুত্বের ফলে আমি সব সময় অনেক টেনশনে থাকি এই কারণ যে আমার রেগুলার রুটিন মাফিক একটি পোস্ট, বেশ কিছু পোস্ট পড়ে কমেন্ট করা এবং আমার পোষ্টের কমেন্টে রিপ্লাই দেওয়া সেইসাথে ডিস্কডে আড্ডা দেওয়া। মজার ঘটনাটি হল আমি রাতে অনেক সময় স্বপ্নেও দেখি যে আমার পোস্ট, পোষ্টের কমেন্ট এবং পোস্ট এর রিপ্লাই করা বাকি রয়েছে সেজন্য অনেক সময় লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে পড়ি। একবার তো এরকম রাতে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ি, পরে আমি বেশ কিছুক্ষণ ডিস্কডে আড্ডা দেওয়ার পর আমার ঘুম আসে।
পরিশেষে বলতে চাই এই কমিউনিটির প্রত্যেক অ্যাডমিন মডারেটর ও ফাউন্ডার সহ সবাই যথেষ্ট উদ্যমী ও পরিশ্রমী। আসলে আমরা বাঙালি আমরা কোন কাজ করতে গেলে তোয়াক্কা করি না কোন নিয়ম নীতি। যদিও আইন আছে কিন্তু আইন পালনে যথেষ্ট উৎসাহী নয়। আর সে কারণেই আমরা কোন কাজ করতে গেলে সবাই চেষ্টা করি কিভাবে সর্টকাটে করে যাওয়া যায় এবং কিভাবে অল্প সময়ে ভালো কিছু ইনকাম করা যায়। এ বিষয়গুলো আমরা যতই চিন্তা ভাবনা করি বা যতই সর্টকাটে চিন্তা করি কিন্তু আসলে এটা কখনো ভাল হয় না, হলেও এটা খুব একটা দীর্ঘস্থায়ী হয় না। আমি এমন অনেক কমিউনিটি দেখেছি যেখানে তারা তাদের নিয়মকানুনে অটল ছিল না, যার কারণে একটা সময় তাদের কমিউনিটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু "আমার বাংলা ব্লগ" এমন একটি কমিউনিটি যেখানে আইন- কানুনগুলো ভালভাবে পরিচালনা করার জন্য প্রতিনিয়ত আমাদের ফাউন্ডার, এডমিন ও মডারেটর তারা তাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সব রকম সুবিধা অসুবিধা জানানোর মাধ্যমে এই কমিউনিটিকে স্টিমিট প্ল্যাটফর্মের অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। আর এই কারনেই আমরা যারা এ কমিউনিটির সাধারণ ইউজার রয়েছি তারা খুব সুন্দর সুশৃংখলভাবে আমাদের সৃজনশীল কাজ গুলো যেমন উপহার দিয়ে যাচ্ছি স্টিমেট প্লাটফর্মে, তেমনি আমরা আমাদের অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠছি।
এই কমিউনিটিকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে এবং এই জন্য আমাদের এই কমিউনিটির ফাউন্ডার, এডমিন ও মডারেটর সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। কমিউনিটি প্রত্যেকেই এতটা আন্তরিক যে তা আপনাদের কে বলে বোঝানো সম্ভব নয়।
এই ছিলো আমার আজকের "আমার বাংলা ব্লগ" নিয়ে আমার অনুভূতি মূলক পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
হাহাহা আপনি একদম ঠিক বলেছেন আমিও মাঝে মাঝে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ি কমেন্টস করার জন্য । পরে আবার নিজে নিজে হেসে ঘুমিয়ে পড়ি । ভালো লাগলো আপনার অনুভূতি ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্ট টি পড়ার জন্য। শুভকামনা রইলো অনেক।
আপনার পুরো ব্লকটি পড়ে খুবই আনন্দিত। আপনি আপনার কাকার হাত ধরে আমার বাংলা ব্লগে পদার্পণ করেছেন। আর সত্যিই বলেছেন দাদা একজন মহান মানুষ। যার কৃতিত্বে আমরা আমার বাংলা ভাষায় ব্লগ লিখতে পারছি। আর আপনি এটাও ঠিক বলেছেন, আমরা বাঙালিরা কোন কিছু তোয়াক্কা করি না, মেনে চলতে চাই না এবং কি ডিসিপ্লিন বলতে কিছুই বুঝি না। অর্থাৎ এক কথায় হ-য-ব-র-ল। যাইহোক আমার বাংলা ব্লগে আপনার কাজ করার অনুভূতি অনুপ্রেরণা অসাধারণ ছিল। আর আপনি ঠিকই বলেছেন এখানে শুধু অর্থনৈতিক ইনকামের জন্য নয় এখানে নিজের সৃজনশীলতা এবং কি নিজেকে উপস্থাপন করার মত একটা জায়গা। আপনার আমার বাংলা ব্লগ এ কাজ করার অনুভূতি গুলো আমাদের মাঝে এত সুন্দর করে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ টি পড়ার জন্য ব্লগ টি পড়ে আনন্দিত হওয়ার জন্য । আমি অনেক খুশি হয়েছি। চেষ্টা করেছি আমার অনুভূতি গুলো আপনাদের সামনে উপস্থাপন করার। কতটুকু পেরেছি জানি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলা ব্লগ এ কাজ করার আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন, এবং আপনার মনের যে ভাব ছিল সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।
আপনাকে ধন্যবাদ সুন্দর গঠনমূলক মূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার স্বপ্নের মধ্যেও এই কমিউনিটি ঢুকে গেছে শুনে অনেক ভালো লাগলো। আসলে কেউ যখন অন্তর থেকে কোন কিছু ভালোবাসে বা পছন্দ করে তখন অবস্থা এমনই হয়। আমার ক্ষেত্রেও আপনার মতই অবস্থা হয়েছে। দারুন লিখেছেন আপনার অনুভূতি। ধন্যবাদ আপু
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করার অনুভূতি শেয়ার করেছেন। আমার বাংলা ব্লগ একটি আবেগের জায়গা। এর অনুভূতি যতই বলি ততোই কম হয়ে যাবে। যাইহোক আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন ভাইয়া অনুভূতির কথা গুলো যতই বলি শেষ হতে চায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ।সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আসলে ঠিক বলেছেন আপু আমিও এর আগে কোন কমিউনিটিতে কাজ করতাম তখন কিন্তু খুব একটা ভালো লাগতো না। আসলে বাংলা ব্লগে আসার পর থেকে শুধুমাত্র ইনকাম নয় আমাদের মানসিক এবং হাসি আনন্দ সব কিছুই যেন আর এখানেই পাই। এখানে কাজ না করলে মনে হয় যেন কিছু একটা মিস করে গেছি। আপনার আগের অনেক কাজ গুলো দেখতে পেলাম বেশ ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা আপনার জন্য রইল অনেক।
ওয়াও আপু আপনার তৈরি করা আমার বাংলা ব্লগের অনুভূতি গুলো অনেক চমৎকার করে তুলে ধরছেন। আমি ও আমাদের সবার প্রিয় ব্লগে অনেক ধরে কাজ করছি । এখানে কাজ করে আমি অনেক মজা পায়, তাছাড়াও আমাদের সবার প্রিয় দাদা ।ওনি অনেক সুন্দর মনের মানুষ একজন।আপনি অনেক সুন্দর সুন্দর ডাই পোস্ট আর রেসিপি গুলো শেয়ার করে,আপনার অনুভূতি গুলো বিষয় দেখে আমার অনেক দারুণ লাগলো। অনেক ধন্যবাদ আপু সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগা আমার সার্থকতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আসলেই আপু এক কাজ অনেক দিন করলে আসলে সেই কাজের প্রতি ভালোবাসা জমে যায়। আর সেটা নিয়ে একটা আলাদা টেনশন হয়। সেজন্যই আমারও রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। যখনই আমার ঘুম ভেঙ্গে যায় তখনই আমি নোটিফিকেশন চেক করি খুব ভালো লাগলো আমার আপনার এই এখানে কাজ তার অনুভূতি পরে অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনি ঠিকই বলেছেন, একই কাজ কয়দিন ধরে করলে সেটার প্রতি ভালোবাসা জমে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। শুভকামনা রইল অনেক আপনার জন্য।
আপনি যথার্থই বলেছেন যে আমরা বাসায় প্রতিনিয়ত যে সৃজনশীল কাজ করে থাকি ।সেগুলো একভাবে ঘরের মধ্যেই বন্দী থাকতো কিন্তু আমার বাংলা ব্লগের কারণে আমাদের সৃজনশীলতাকে আমরা বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারছি। ধন্যবাদ সুন্দর অনুভূতির জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।