বেলুন হাতে নিয়ে একটি মেয়ের পেপার ক্রাফট // ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরো একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙ্গিন কাগজের তৈরি ওয়ালমেট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20220109-WA0000.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • পেন্সিল কম্পাস
  • পেন্সিল
  • কার্ডবোর্ড
  • সাইন পেন

20220105_194153843.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি কার্ডবোর্ড থেকে বর্গাকৃতির মতো করে কাগজ কেটে নিয়েছি।

20220105_194725476.jpg

দ্বিতীয় ধাপ

  • এরপর আমি কার্ডবোর্ডের আকারের চেয়ে কিছুটা বড় আকার অনুযায়ী একটি সাদা কাগজ কেটে নিয়েছি।

20220105_195241030.jpg

তৃতীয় ধাপ

  • এরপর আমি কার্ডবোর্ড এর ওপর সাদা কাগজটি লাগিয়ে নেই। এবং বাড়তি কাগজগুলো চারদিকে ভাঁজ করে লাগিয়ে নেই।

1641697515890.png

চতুর্থ ধাপ

  • এরপর আমি কার্ডবোর্ড থেকে চিকন করে কাগজ কেটে নিয়েছি। এবং সেটি কালো কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি।

20220105_201609988.jpg

পঞ্চম ধাপ

  • তারপর আমি চিকন কাগজগুলো বর্গাকৃতির কাগজের উপর চারদিকে কোনাকোনি করে কেটে ফ্রেম বানিয়ে নেই।

20220105_202251084.jpg

ষষ্ঠ ধাপ

  • এরপর আমি বিভিন্ন রঙিন কাগজ থেকে ছোট ছোট কাগজ গোল করে কেটে নেই। সবগুলো একই মাপে কেটে নিয়েছি।

20220105_205031810.jpg

সপ্তম ধাপ

এরপর আমি বৃত্তাকার কাগজ গুলোর মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।

20220105_210253204.jpg

অষ্টম ধাপ

  • তারপর আমি বৃত্তাকার কাগজগুলো একটির উপর আরেকটি করে বেলুনের মত বানিয়ে নিয়েছি। একটি বেলুন বানানোর জন্য পাঁচটি বৃত্ত একসাথে লাগিয়ে নিয়েছি।

20220105_205126185.jpg

20220105_205214942.jpg

20220105_205425835.jpg

নবম ধাপ

  • তারপর আমি একইভাবে সবগুলো রঙিন কাগজের এরকম বেলুন বানিয়ে নিয়েছি।

20220105_211431709.jpg

দশম ধাপ

  • তারপর আমি ফ্রেমের মধ্যে সাইন পেন দিয়ে একটি মেয়ে অঙ্কন করি।

20220105_211823113.jpg

একাদশ ধাপ

  • এরপর সম্পূর্ণ মেয়েকে কালো রং করে দেই।

20220105_211943018.jpg

20220105_212051376.jpg

দ্বাদশ ধাপ

  • এরপর আমি কাগজ দিয়ে বানানো বেলুনগুলো ফ্রেমের উপরের অংশে লাগিয়ে নেই।

20220105_212406688.jpg

বেলুনের নিচের অংশে সুতা বোঝানোর জন্য বেলুন গুলো নিচে কালো সাইন পেন দিয়ে একটি করে দাগ দিয়ে দেই।

20220105_212501544.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর আমি চিকন চিকন করে রঙিন কাগজ কেটে নিয়েছি। এবং ফ্রেমের নিচের অংশের আটা দিয়ে কাগজগুলো লাগিয়ে দেই।

20220105_213139821.jpg

20220105_213709880.jpg

তৈরি হয়ে গেল আমার আজকের রঙিন কাগজের ওয়ালমেট।

IMG-20220109-WA0000.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ইতি
@isratmim

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার বেলুন হাতে একটি মেয়ের পেপার ক্রাফট। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । যে কেউ দেখে খুব সহজেই বানাতে পারবে। আপনাকে ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 
আপনার বানানো পেপার ক্রাফটটি আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। রঙিন কাগজ ও মোটা কাগজ এর মাধ্যমে কত সুন্দর ভাবে আপনি আজকের কাজটি করেছেন। আমার কাছে এই ধরনের কাজ গুলো বেশ ভালো লাগে। আপনার জন্য রইল শুভকামনা আপু।
 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালম্যাট খুব সুন্দর হয়েছে। সময় পেলে আপনাকে ফলো করে বানানোর চেষ্টা করবো।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার বেলুন হাতে একটি মেয়ের পেপার ক্র্যাফট খুবই সুন্দর হয়েছে। দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। এটি দেয়ালে টাঙ্গানো হলে মনে হয় আরো চমৎকার লাগবে। একেবারেই ইউনিক একটি ক্রাফট আপনি তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আইডিয়াটা কিন্তু দারুণ। অদ্ভুত একটি জিনিস তৈরি করেছেন। একটি মেয়ে বেলুন হাতে দাঁড়িয়ে আছে। বেলুনগুলো বাস্তবিকভাবেই আছে কিন্তু মেয়েটি ছবির মধ্যে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আইডিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মুগ্ধ করার মতো ছিল আপু। বিভিন্ন রঙের বেলুনগুলো দেখতে চমৎকার লাগছে। কাজটি দেখে মনে হচ্ছে বেশ সময় নিয়ে সম্পন্ন করেছেন। ব্যক্তিগতভাবে আপনার বেলুন হাতে নিয়ে একটি মেয়ে দাড়িয়ে থাকা অবস্থায় পেপার ক্রাফটি ভালো লেগেছে। ধন্যবাদ আপু

 3 years ago 

জি ভাইয়া কিছুটা সময় তো লেগেছেই। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে বেলুন হাতে একটি মেয়ে দাড়িয়ে আছে দৃশ্যটি তৈরি করেছেন।বেলুনগুলোর কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার পেপার ক্রাফট অসাধারণ হয়েছে 👌
বিশেষ করে আপনার চিন্তা ভাবনার তারিফ করতে হয়। খুব ভালো কিছু দেখলাম ✨
বেলুন 🎈 আর মেয়েটার অবয়ব সুন্দর ফুটে উঠেছে।
খুব ভালো ছিল সবকিছু 🪄
শুভ কামনা রইল ♥️

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

  • খুবই চমৎকার একটি কাজ করে দেখাইছেন। এটি খুবই অসাধারণ ছিল। এটি ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে খুবই অসাধারণ লাগবে। এক কথায় আমার কাছে এটি খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60268.51
ETH 3201.96
USDT 1.00
SBD 2.43