মাল্টা ফল দিয়ে পুতুল তৈরি//ফল ডেকোরেশন// 10% beneficiaries @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলামুআলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকদিন আগে এইরকম একটি পোস্ট তৈরি করেছিলাম। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিন্ন ধরনের পোস্টটি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাল্টা ফল দিয়ে খুব সুন্দর ফল ডেকোরেশন করা যায়। আজকে আমি মাল্টা ফল দিয়ে সুন্দর একটি পুতুল তৈরি করব। আমাদের বাসায় যখন কোন অনুষ্ঠান হয় কিংবা স্পেশাল কোন গেস্ট আসে তখন আমরা বিভিন্ন ফল দিয়ে ফল ডেকোরেশন করি। যেগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে। সেই কথা ভেবে আজকে আমি মাল্টা ফল ডেকোরেশন শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

মাল্টা ফল ডেকোরেশন এর সর্বশেষ ফটোগ্রাফি

20220618_124647821.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মাল্টা ফল
  • ধারালো ছুরি
  • চিকন কাঠি
  • লং

20220618_121021295.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি মাল্টার উপরে এবং নিচের দিকে কিছুটা অংশ কেটে নিয়েছি। যে কোন একটা পাশ থেকে উপর থেকে ছোট ছোট দুটি অংশ কেটে নিব।
20220618_121731163.jpg20220618_122248975.jpg
দ্বিতীয় ধাপ
  • তারপর অপর একটি গোল অংশের মধ্যে দুটি লং দিয়ে চোখ বানিয়ে নিয়েছি।
20220618_122428397.jpg20220618_122508187.jpg
তৃতীয় ধাপ
  • এরপর চোখের উপরের দিকে দুটো ফাঁকা জায়গা করে নিয়েছি। তারপর ফাঁকা জায়গা করে ভিতরে ছোট ছোট টুকরো দুটি ঢুকিয়ে দিয়েছি। এভাবে কান তৈরি করে নিয়েছি।
20220618_122737430.jpg20220618_122821360.jpg
চতুর্থ ধাপ
  • তারপর মালটার মাঝখানের অংশ টা ভিতরে ফাঁকা করে নিয়েছি।
20220618_122917345.jpg20220618_123347739.jpg
পঞ্চম ধাপ
  • তারপর মাঝখানের টুকরো টির মধ্যে কিছু ডিজাইন করে নিয়েছি।

20220618_123542153.jpg

ষষ্ঠ ধাপ
  • তারপর উপরের দিকে একপাশে একটি ছাতার মত করে মাল্টার টুকরো দিয়ে দিয়েছি। এটি একটি কাঠি দিয়ে আটকিয়ে দিয়েছি।

20220618_124417209.jpg

সর্বশেষ ধাপ
  • তারপর খালি জায়গার মধ্যে মাল্টা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এভাবে তৈরি হয়ে গেল মাল্টা দিয়ে পুতুল তৈরি।

20618_124533791.jpg

20220618_124652132.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। 💖💕

Sort:  
 2 years ago 

মালটা দিয়ে এত সুন্দর পুতুল বানিয়েছেন যা না দেখলে বিশ্বাস হতো না। আপনার এত সুন্দর মাল্টার পুতুলটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মাল্টা ফল দিয়ে পুতুল তৈরি অনেক সুন্দর হয়েছে। বাসায় স্পেশাল গেস্ট আসলে আপনি সুন্দর ভাবে ফল ডেকোরেশন করেন জেনে ভালো লাগলো। এভাবে সুন্দর ভাবে উপস্থাপন করলে দেখতে অনেক ভালো লাগে। সুন্দর একটি ডেকোরেশন পদ্ধতি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে মালটা ফল দিয়ে পুতুল তৈরি করেছেন। আপনি অনেক সুন্দর করে কাজটি সম্পন্ন করেছেন। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago (edited)

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ওয়াও,, নিঃসন্দেহে দারুন একটা হাতের কাজ উপহার দিয়েছেন আপু 👌👌। আমার তো দুর্দান্ত লাগলো পুরো হাতের কাজ টা। মালটার সাথে লবঙ্গ দিয়ে এমন চোখ বানানো এই ব্যাপারটা আরো চমৎকার লেগেছে আপু। দেখতে সহজ লাগলেও পুরো কাজ টা ফুটিয়ে তোলা বেশ কঠিন আছে। অনেক মিষ্টি ভাবে পুরো কাজটা করেছেন সত্যি।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক চমৎকার ছিল হাতের কাজটি। বেশ পুতুল পুতুল লাগছিল এটি। আমার কাছে আইডিয়াটি অসাধারণ লেগেছে। চোখ গুলো লবঙ্গ দিয়ে তৈরি করাতে সুন্দর দেখাচ্ছে আর কানগুলো বেশ কিউট দেখাচ্ছে। সবমিলিয়ে খুব সুন্দর হয়েছে 👌

 2 years ago 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে মাল্টা ফল দিয়ে পুতুল তৈরি করেছেন। অসম্ভব ভালো লাগলো আমার। আপনাদের বাড়িতে মেহমান আসলে বিভিন্ন ধরনের ফল দিয়ে ডেকোরেশন করেন সুন্দরভাবে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনি অনেক সুন্দর করে মাল্টা ফল দিয়ে পুতুল তৈরি করেছেন। আপনাদের বাড়িতে গেস্ট আসলে বিভিন্ন ধরনের ফল দিয়ে ডেকোরেশন করেন। খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফল ডেকোরেশন গুলো আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন মালতা ফল দিয়ে তৈরি পুতুলটি। আমিও কিছুদিন আগে লেবু দিয়ে এমন মজার কিছু ডেকোরেশন তৈরি করার চেষ্টা করেছিলাম। যাইহোক এভাবেই ভাল কাজগুলো নিয়ে এগিয়ে যান এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ফল ডেকোরেশন গুলো আমার কাছে ও ভালো লাগে। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকাম।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি গেস্ট আসলে এমন ভাবে ডেকরেশন করে তাদের সামনে পরিবেশন করা সম্ভব। দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও কিছু সুন্দর অনুভব করবে । মালটা দিয়ে আপনি সুন্দর একটা পুতুল তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 
মাল্টা ফল দিয়ে পুতুল বানানো বিশ্বাসই হচ্ছে না। এত সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।লবঙ্গ দিয়ে চোখ তৈরি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65