রঙিন কাগজ দিয়ে ফুলের অরিগামী
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই তৈরি করে শেয়ার করছি। রঙিন কাগজ দিয়ে অনেকদিন হলো অনেক আমি তৈরি করা হয় না। ইদানিং আসলে সেরকম একটা সময় পাওয়া হয় না তাই এগুলো তৈরিও করা হয় না। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করে শেয়ার করছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
অরিগামিটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- গ্লু
- কাঁচি
প্রথমে হলুদ রঙের কাগজ বর্গাকৃতির ছোট করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর কাগজটা আবারও কয়েকবার মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর আমি আরো কয়েকটি ভাঁজ করে নিয়েছি। এবং পাপড়ির মতো কেটে নিয়েছি।
![]() | ![]() |
---|
তারপর ভাসতে আস্তে আস্তে খুলে ফেললাম এবং ফুলের মত তৈরি করে দিলাম ।
![]() | ![]() |
---|
আমি বেশ কয়েকটা ফুল তৈরি করে নিয়েছি।ফুল গুলো এক একটি করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
এরপর কালো রঙের কাগজটি কেটে নিলাম।
![]() | ![]() |
---|
কালো রঙের কাগজ দিয়ে ছোট ফুলটি বানিয়ে বড় ফুল মধ্যে বসিয়ে দিলাম। এবং সবুজ রঙের কাগজ দিয়ে পাতা তৈরি করলাম।
![]() | ![]() |
---|
তারপর একটি সবুজ কাগজের স্টিক তৈরি করলাম। এরপর পাতা এবং স্টিক একসাথে ফুলের সাথে লাগিয়ে দিলাম। এভাবে অরিগামিটি তৈরি করলাম।
![]() | ![]() |
---|
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1975876367758799125?t=RWX89UmiiftpA3n8FR2Mrg&s=19
ওয়াও আপু আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ফুলের অরিগামি তৈরি করছেন। অরিগামি পোস্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন অরিগামি পোস্টগুলো দেখতে আমার কাছেও বেশ ভালো লাগে এবং এরকম কাজগুলো করতে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে এখন কম বেশি প্রত্যেকেই চমৎকার ধরনের ডিজাইন করে থাকে তবে আপনার ফুলের অরিগামী টি এতটাই সুন্দর হয়েছে যে যা বলে প্রকাশ করার মত নয়। প্রত্যেকটা ধাপ এবং বর্ণনা খুবই সুন্দর এবং সহজ ভাষায় উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ফুলের অরিগামী তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে।
আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর করে ফুলের অরিগামী তৈরি করেছেন। আর কাগজের এই অরিগামী গুলো দেখতে এমনিতে ভালো লাগে। আপনার বানানো এই ফুল যদি কাউকে গিফট করেন সে কিন্তু অনেক খুশি হবে। ধন্যবাদ কাগজ দিয়ে এত সুন্দর একটি ফুল এর অরিগামী তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একেবারে চমৎকার একটি ফুল তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকে এই রঙিন কাগজ দিয়ে এত চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফুল তৈরি করার ধাপগুলো যেভাবে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন শেষ পর্যন্ত এই ফুলটি একেবারে চমৎকার দেখা যাচ্ছে৷