প্রথমবারের মতো অনলাইন থেকে কেনাকাটা

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


20240510_151651.jpg

জামা কাপড় অনলাইন থেকে কখনো কেনা হয়নি। এই প্রথম অনলাইন থেকে একটা বোরকা অর্ডার দিলাম। অনলাইন থেকে অর্ডার দেই না কারণ ভয় থাকে ঠিক ভাবে পার্সেল আসবে নাকি কিংবা প্রোডাক্ট টা যেমন দেখাচ্ছে এবং ডিটেলস যেমন বলছে তেমন হবে কিনা। অনেক ভেবে চিন্তে তারপর এখানে অর্ডার দিলাম।

Screenshot_20240509_184736_Facebook.jpg

কয়েকদিন ধরেই ভাবছি একটা বোরকা কিনবো। কিন্তু মাঝখানে ঈদের কেনাকাটা করতে গিয়ে আর কিনা হয়নি। গতকাল সকালের দিকে বাজারে গিয়ে কয়েকটা বোরকা দেখেছি তবে একটাও পছন্দ হয়নি। আর দাম অনেকটাই বেশি বলেছে। তারপর বাসায় এসে অনলাইনে কয়েকটা দেখলাম। যদিও আগে থেকেই পছন্দ করা ছিল। তারপর সেখান থেকে কয়েকটা পেজে প্রাইস দেখলাম। তারপর একটা পেজে একটা বোরকা খুবই পছন্দ হয়েছে। আর দাম অনেকটাই কম ছিল আমার মতে। আর অগ্রিম কোন টাকাও নেয় নি। তাই অর্ডার টা কনফার্ম করে দেই। এই বোরকাটার নয়টা কালার ছিল। প্রথমে আমি সুরমা কালার টার কথা জিজ্ঞেস করলে তারা জানায় যে এটা এভেলেবেল নেই। তারপর ল্যাভেন্ডার কালার টা জিজ্ঞেস করলে বলে সেটাও স্টক আউট। তারপর আবারও সবগুলো কালার দেখে নুড কালারটা অর্ডার দিয়েছিলাম। এই কালার টাও খুবই সুন্দর। অর্ডার কনফার্ম করার পর জিজ্ঞেস করলাম কবে ডেলিভারি পাব। তারা জানায় দুদিনের মধ্যেই পেয়ে যাব।

20240510_143425.jpg

তবে আজকে দুপুরের দিকেই তারা ডেলিভারি করে দেয়। অর্ডার দিয়েছি গতকাল সন্ধ্যার পর। এত তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাব এটা ভাবি নি। তবে একদিক দিয়ে ভালো হয়েছে তাড়াতাড়ি ডেলিভারি পেয়েছি, কারণ এই প্রোডাক্টটা কেমন হবে সেই চিন্তায় ছিলাম অর্ডার দেওয়ার পর থেকে। আজকে দুপুরের দিকেই ডেলিভারি ম্যান কল দিয়ে বলে আপনার পার্সেলটা চলে এসেছে। তারপর আমি নিচে নামি। তারা আগে থেকেই বলে দিয়েছে ডেলিভারি ম্যান এর সামনে থেকেই যেন পুরোটা চেক করে নিই। যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন করার ব্যবস্থা ছিল। আমি পুরোটা ভালোভাবে চেক করলাম। সবকিছু যেমনটা দেওয়ার কথা ছিল ঠিকঠাক ছিল। সবমিলিয়ে মোট পাঁচটা পার্ট। একটা ইনার বোরকা একটা কুটি, হিজাব, বেল্ট এবং নিকাব। আর কাপড়টা তারা বলেছিল চেরি কাপড় দেবে ঠিক তেমনটাই দিয়েছে। বাসায় আনার পর সবাই বলেছে দাম হিসেবে অনেক ভালো হয়েছে। বিশেষ করে উপরের প্রিন্টের কুটি টা সবার পছন্দ হয়েছে। এই সেম জিনিসটা আমি বাজারে দেখেছিলাম বলেছিল 2000 এর উপরে দাম পড়বে। আর এখানে আমার প্রোডাক্ট আর ডেলিভারি চার্জ সব মিলিয়ে 1620 টাকা পড়েছে।

20240510_151545.jpg

গতকাল সন্ধ্যায় অর্ডার দেওয়ার পর পর স্টিমিট থেকে অল্প কিছু টাকা তুলি এই টুকটাক কেনাকাটার জন্য। আরো বেশ কিছু কেনাকাটা রয়েছে সেগুলোও করব। আসলে নিজের ইনকামের টাকা থেকে নিজের জন্য কিছু করাটাও অনেকটা প্রশান্তির। নিজের মতো করে সবকিছু করা যায়। কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ইনকামের টাকা থেকে আম্মুকে ফ্রিজ কিনে দিয়েছি। নিজের ইনকামের টাকা থেকে নিজের জন্য কিংবা পরিবারের জন্য কিছু করতে পারলে আসলেই ভালো লাগে। এজন্য আমরা সবাই এই কমিউনিটির প্রতি কৃতজ্ঞ।

20240510_151410.jpg20240510_151313.jpg
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 months ago 

অনলাইনে আমি সব সময় কেনাকাটা করে থাকি।ঠকিনি যে তা নয় প্রথম প্রথম ঠকতাম মাঝে মধ্যে তবে এখন আর ঠকি না যেমনটা চাই তেমনটাই পাই।আপনার বোরখাটা সত্যি অনেক ভালো লেগেছে আমারও।যেমনটা চেয়েছিলেন তেমনি পেয়েছেন জেনে ভালো লাগলো।আসলে নিজের ইনকামের টাকা দিয়ে কিছু কেনার অনুভুতি অন্যরকম হয়।জেনে ভালো লাগলো স্টিমিটের টাকা দিয়ে আন্টিকে ফ্রিজ কিনে দিয়েছে।ধন্যবাদ আপনাকে অনলাইনে কেনাকাটার অনুভূতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 months ago 

যাক তাহলে প্রথম বারের মত সাহস করে অনলাইন থেকে কেনাকাটা করলেন। এখন যেহেতো সাহস হয়ে গেছে, জিনিষ দেখলেই পছন্দ হবে,আর কিনতে থাকবেন। বোরকাটা সত্যিই অনেক সুন্দর ছিল। ডেলিভারি চার্য সহ ১৬২০ টাকা হলে অনেক ভালো হয়েছে। কমিউনিটিতে লেগে থাকলে ভবিষ্যতে আরো সফলতা পাবেন। ধন্যবাদ।

 2 months ago 

এটা ঠিক যেই দেখেছে সবাই বলছে বোরকাটা অনেক ভালো হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপু আপনার বোরকাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এরকম বোরকা আমি দোকানে দাম করেছিলাম। দুই হাজার টাকা দাম চাই। যেহেতো আপনি বলছেন কাপড়টা ঠিক আছে। তাহলে আর কোন চিন্তা নেই। অনলাইনেও ভালো জিনিষ পাওয়া যায়। ধন্যবাদ।

 2 months ago 

হ্যাঁ আপু বোরকা টা কেনার পর দেখলাম অনলাইনেও ভালো জিনিস পাওয়া যায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

সত্যি বলতে অনলাইন থেকে কেনাকাটা করতে গেলে সকলেরই একটু ভয় কাজ করে কারণ মাঝে মাঝে এমন কিছু পণ্য আমাদের দিয়ে দেয় যেগুলো আমরা কখনোই আশা করি না। এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি নিজের ইনকামের টাকা থেকে নিজের জন্য কিছু কিনেছেন আসলে নিজের আর্ন করা টাকা থেকে যদি কোন কিছু কেনা যায় তাহলে অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আপনার আম্মার জন্য ফ্রি কিনেছিলেন এটা জেনে অনেক বেশি খুশি হলাম। অনলাইন থেকে বোরকা কেনার অনুভূতিটা আমাদের মধ্যে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অনলাইন থেকে কেনাকাটা করা আমার তেমন একটা পছন্দের না। জীবনের প্রথম বার আপনি অনলাইন‌ থেকে একটি বোরকা অর্ডার দিয়ে কিনেছেন। আপনার অর্ডার কৃত জিনিস টি বেশ ভালোই পেয়েছেন। আসলে অনলাইন থেকে কোন কিছু অর্ডার করলে একটু ভয় থাকি। আপনি যেমনটি অর্ডার করেছেন ঠিক তেমনটিই পেয়েছেন। আর আপনি আপনার ইনকামের টাকায় বাসায় সাহায্য করতে পেরেছেন এটা জেনে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপু বর্তমান অনলাইনে জিনিসপত্র অনেক ভালো দেয়। আপনি ঠিক বলেছেন নিজের ইনকামের টাকা দিয়ে কিছু করতে পারলে অনেক ভালো লাগে। আপনি ঠিক বলেছেন বাজারে দাম অনেক বেশি। আপনার বোরকাটা দারুণ হয়েছে। ধন্যবাদ আপু।

 2 months ago (edited)

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

আপু আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আসলে আপু আমারও অনেক ভয় হয় অনলাইন থেকে কেনাকাটা করার কিন্তু যদিও আমি এখনো কেনাকাটা তেমন কিছু করি না অনলাইন থেকে।। তবে আজকে আপনার এই অনুভূতি জেনে খুবই ভালো লাগলো। আপনি একই সেম জিনিস বাজারে দেখেছেন এবং সেটার মূল্য চেয়েছিল ২০০০ টাকা কিন্তু ওই একই জিনিস অর্ডার করে বাসায় বসে পেয়েছেন মাত্র ১৬২০ টাকা এতে অনেকটাই সাশ্রয় হয়েছে। সাথে আপনার কোন ভোগান্তি হয়নি কারণ বাজারে গিয়ে কোন কিছু কেনাকাটা করার মধ্যে একটু ভোগান্তি যেন থেকেই থাকে। পোস্টটি দারুন ছিল সেই সাথে এটি দেখে এখন আমার অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা বেড়ে গেল যে হ্যাঁ সত্যি সেখানে ভালো কিছু পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

অনলাইন থেকে কেনাকাটা করলে শুধুমাত্র এই একটাই ভয়, সঠিকভাবে আসবে নাকি ভুল কোন কিছু হবে। প্রথমবারের মতো কোনো কিছু অনলাইন থেকে কিনেছেন শুনে ভালো লাগলো। আপনার কেনা বোরকাটা তো দেখছি সেম এসেছে একেবারে। আর বোরকাটা কিন্তু অনেক সুন্দর। আশা করছি বোরখাটা পড়লেও আপনাকে অনেক বেশি মানাবে। বোরকার ওপরের কুটিটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর। আপনার অভিজ্ঞতা আমাদের মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 2 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ‌। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61775.46
ETH 3455.88
USDT 1.00
SBD 2.52