ভিন্ন ধরনের একটি জেল পেন আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে ভিন্ন ধরনের একটি জেল পেন আর্ট মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। গত সপ্তাহে একটা মধুবনী আর্ট শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের জেল পেন আর্ট শেয়ার করছি। আজকের এই আর্টের মধ্যে আমি পাহাড়ের মাঝে সূর্যাস্তের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনেকদিন এই ধরনের আর্ট করা হয় না। অনেকদিন পর এই ধরনের আর্ট করলাম। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- পেন্সিল কম্পাস
- জেল পেন
- মার্কার পেন
- কালার পেন্সিল
প্রথমে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত অংকন করে নিয়েছি। এবার আমি বৃত্তের ভিতর বেশ কয়েকটা ছোট বড় পাহাড় অঙ্কন করে নিয়েছি।
পাহাড়ের আশেপাশে আমি আকাশে মেঘ অংকন করে নিয়েছি।
এবার আমি পেন্সিল কম্পাস দিয়ে বাকি জায়গা গুলোতে বিভিন্ন মাপের বৃত্ত চাপ এঁকে নিলাম।
এবার আমি পাহাড় এবং আকাশের মেঘ মার্কার পেন দিয়ে অঙ্কন করে নিয়েছি।
এবার আমি জেল পেন দিয়ে পাহাড়ের মধ্যে কিছু ডিজাইন করে নিলাম।
এবার আমি আকাশের মেঘের মধ্যে জেল পেন দিয়ে সিম্পল কিছু ডিজাইন করে নিলাম।
সবশেষে আমি উপরের বৃত্তচাপ গুলোর মধ্যে সিম্পল কিছু ম্যান্ডেলা ডিজাইন এর মত করে নিলাম। মাঝখানের অংশটা রং করে নিয়েছি সূর্যাস্তের মত। পাহাড়ের মধ্যে সূর্যাস্ত দেখা যাচ্ছে এরকম একটা দৃশ্য আর্ট করেছি। এভাবেই আমি আজকের আর্ট শেষ করলাম।
ধন্যবাদান্তে
@isratmim
ম্যান্ডেলা আর তো অনেক দেখেছি তবে আপনার আটটি সম্পূর্ণ ভিন্ন। সব থেকে ভালো লেগেছে আপনার মেন্ডেলা আর্টের বিষয়বস্তুটি। নিঃসন্দেহে এসব আর্ট করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন এবং খুব মনোযোগ সহকারে আঁকতে হয়। আপনার প্রতিভাকে সাধুবাদ জানাই।
এটা ঠিক বলেছেন আপনি। এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
সুন্দর একটি জেল পেন আর্ট করেছেন আপু। জেল পেন আর্ট দেখতে দারুন হয়েছে। কালো কালি দিয়ে নিখুঁতভাবে আপনি আপনার আর্ট সম্পন্ন করেছেন দেখে খুব ভালো লাগলো। সূর্যের মতো অংশটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। পাহাড় গুলো দারুন ভাবে গেছেন। মোটকথা আর্টটি দারুন হয়েছে। আর্ট সম্পূর্ণ করার প্রসেস আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যিই আপনার আজকের চিত্র কোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে জেল পেন দিয়ে পাহাড়ের মত চিত্র অঙ্কন করে তার মধ্যে সুন্দর ডিজাইন করে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।
আমার চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনি জেল পেন দিয়ে অনেক চমৎকার আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের আর্ট করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
দেখে মনে হচ্ছে পাহাড়ের মাঝে সূর্য উকি দিচ্ছে। আপনার জেল পেন আর্টটি কিন্তু দারুণ হয়েছে। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন আপনি।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আপনার মতো আমিও একেক সময়ে একেক ধরনের আর্ট করার চেষ্টা করি। পোস্টের কোয়ালিটি বাড়ানোর জন্য ভিন্ন ধরনের আর্ট করা উচিত। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। জেল পেন দিয়ে খুব সুন্দর আর্ট করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।
পাহাড়ের কোলে সূর্য যার মাথার ওপর ম্যান্ডেলা আর্ট। কী অপূর্ব লাগছে। সূর্যের রঙেই যেন চারপাশ আলোকিত হয়ে রয়েছে। চমৎকার এঁকেছেন। এই ধরণের ফিউশন ম্যান্ডেলা আর্টগুলো আজকাল খুবই ট্রেন্ডি৷ সেই লকডাউনের সময় থেকে বিখ্যাত হতে শুরু করেছিল।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে বেশ ভিন্ন ভিন্ন কিছু আর্ট পোস্ট শেয়ার করেন। যেগুলো দেখলে আপু বেশ ভালো লাগে মুগ্ধ হয়ে যায়। আপনি আজকে এত সুন্দর করে জেল পেন দিয়ে চমৎকার একটি আর্ট করলেন। যেটি দেখে আমার ভীষণ ভালো লেগেছে। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজে সার্থকতা ।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
জেল পেন আর্ট অনেক সুন্দর হয়েছে দেখে মুগ্ধ হলাম, এতো সুন্দর চিত্র অংকন করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চমৎকার মন্তব্য করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।