একটি প্রজাপতির কালারফুল আর্ট // 10% beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি কালারফুল আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে সাইন পেন দিয়ে একটি প্রজাপতির কালারফুল ড্রয়িং। আশা করছি আপনার আজকের ড্রয়িং টি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20220411_161258184.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • ড্রইং খাতা
  • পেন্সিল
  • রাবার
  • সাইন পেন
  • জেল পেন

20220223_200400650.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি ড্রইং খাতায় পেন্সিল দিয়ে একটি প্রজাপতির মাঝখানের অংশ এবং একপাশ অঙ্কন করি।

20220223_201554697.jpg

  • এক পাশের ডানায় কিছু কিছু জায়গা খালি রেখে কিছু ডিজাইন করি।

20220223_202931581.jpg

দ্বিতীয় ধাপ

  • এরপর সম্পূর্ণ ড্রয়িং টি আমি সাইন পেন দিয়ে অঙ্কন করি।

20220223_203209367.jpg

20220223_203543339.jpg

তৃতীয় ধাপ

  • এরপর আমি অন্যপাশের ডানায় কিছু ছোট ছোট ফুল অংকন করি।

20220223_204010829.jpg

চতুর্থ ধাপ

  • ছোট ছোট ফুলগুলো এমন ভাবে অঙ্কন করতে হবে যেন বোঝা যায় এটি প্রজাপতির আরেকটি ডানা।

20220223_205522291.jpg

পঞ্চম ধাপ

  • এভাবেই আমি বিভিন্ন রঙের সাইন পেন ব্যবহার করে ছোট ছোট ফুল গুলো দিয়ে প্রজাপতির ডানা অঙ্কন করি।

20220223_211207619.jpg

সর্বশেষ ধাপ

  • এরপর আমি কালো রংয়ের সাইন পেন দিয়ে প্রজাপতির অন্যপাশের ডানার মধ্যে খালি জায়গা বাদ রেখে ভিতরের অন্য জায়গা গুলো রং করি।

20220223_211956574.jpg

20220223_213011817.jpg

  • এভাবে আমি আজকের ড্রয়িং টি শেষ করি

20220411_161322275.jpg

20220411_161258184.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

Sort:  
 2 years ago 

ম্যান্ডেলা আর্ট নামে কি একটা আর্ট প্রচলিত আছে যা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তবে আপনার আজকের আকা প্রজাপতির মধ্যে সৃষ্টিশীলতা আছে। দারুন শিল্প নৈপুণ্য ফুটিয়ে তুলেছেন প্রজাপতির মধ্যে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কি ছবি আঁকলেন দেখে তো অবাক। প্রজাপতির একটি পাখা পুরাই ফুল নাকি প্রজাপতিটা ফুলের উপর বসে আছে। একটু অসুবিধা হয়েছিল। অসাধারণ বললেও কম হয়ে যাবে। অংকন চালিয়ে যান।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রজাপতির কালারফুল আর্ট এটি দেখতে খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ। শুভেচ্ছা রইল...

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে চিন্তাশীল মনোভাব আমাদের দক্ষতাঃ কে বাড়িয়ে তোলে। আর আপনি দক্ষতাকে কাজে লাগিয়ে অসাধারণ একটি প্রজাপতির আর্ট করেছেন, দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। দারুন ছিল প্রজাপতিটি তৈরীর প্রতিটি ধাপ, এবং কালারফুল হওয়ায় বেশী সুন্দর লাগছে।

 2 years ago 

সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

এক কথায় অসাধারন একটি অঙ্কন করেছেন আপু ।এত সুন্দর করে আপনি একটি প্রজাপতির এক অংশ এবং পাশের অংশে ফুল দিয়ে ডিজাইন করেছেন তা দেখতেই তো একদম ইউনিক দেখাচ্ছে। খুব ভালো লাগলো আমার কাছে আপু ।আপনার অংকন দেখেই আজকে মুগ্ধ হয়ে গেলাম ।আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। শুভকামনা রইল

 2 years ago 

আপনার প্রজাপতির কালারফুল আর্ট টি অসাধারন ছিল। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

একটি প্রজাপতির কালারফুল আর্ট করছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ অসাধারণ! কি সুন্দর একটি প্রজাপতি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুব সুন্দর হয়েছে। সত্যি আপনার হাতের কাজ অনেক নিখুঁত। আপনি প্রতিরোধ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর ভাবে দক্ষতার সাথে আপনি একটি প্রজাপতির কালারফুল আর্ট তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রজাপতির খুব সুন্দর মান্ডালা এবং কালারফুল একটি চিত্র প্রস্তুত করেছেন সত্যি আপনার বুদ্ধির তারিফ না করে আর পারছিনা ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56