DIY Event (এসো নিজে করি):- একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট // ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার আরো একটি মান্ডালা শেয়ার করতে যাচ্ছি। আজকের মানডালা আর্ট আমার করা অন্যান্য ম্যান্ডেলা আর্ট গুলো থেকে কিছুটা ভিন্ন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে। কালার কম্বিনেশন এর ব্যাপারটা আমি আসলে খুব ভালো একটা পারিনা। তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি এর ড্রইং এর কালার কম্বিনেশন ঠিক রাখার।

20211204_163417741.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • ড্রইং খাতা
  • পেন্সিল
  • রাবার
  • কাটার
  • মোম রং
  • জেল পেন
  • পেন্সিল কম্পাস

20211204_144919929.jpg

তাহলে চলুন শুরু করা যাক আজকের ড্রইংটি

প্রথম ধাপ

  • প্রথমে আমি ড্রইং খাতায় পেন্সিল দিয়ে প্রজাপতির একপাশ অঙ্কন করে নেই। এবং পেন্সিল দিয়ে ভিতরে হালকা কিছু দাগ দিয়ে নেই পরে রং করার জন্য।

20211204_145835155.jpg

20211204_150629877.jpg

দ্বিতীয় ধাপ

  • এরপর আমি প্রজাপতিটির অন্যপাশে পেন্সিল কম্পাস দিয়ে কয়েকটি অর্ধবৃত্ত অংকন করি।

20211204_151111594.jpg

20211204_151354112.jpg

তৃতীয় ধাপ

  • এরপর আমি অর্ধবৃত্ত গুলো জেল পেন দিয়ে দাগ বরাবর অঙ্কন করি।

20211204_151524496.jpg

20211204_152016086.jpg

চতুর্থ ধাপ

  • তারপর আমি বৃত্ত গুলোর ভিতরে জেলপেন দিয়ে ডিজাইন করা শুরু করি।

20211204_152726225.jpg

20211204_153043156.jpg

20211204_154242332.jpg

20211204_155902950.jpg

  • এভাবে আমি প্রজাপতিটির অন্যপাশের অর্ধবৃত্ত গুলো জেল পেন দিয়ে ডিজাইন করে দেই।

20211204_160659371.jpg

পঞ্চম ধাপ

  • এরপর আমি প্রজাপতির একপাশে রং করা শুরু করি। এখানে আমি তিনটি রং ব্যবহার করেছি। কমলা রং এবং কমলা রঙের হালকা একটি শেড এবং লাল রং।

20211204_161207297.jpg

সর্বশেষ ধাপ

  • পেন্সিল দিয়ে দাগ দেওয়া জায়গাগুলোতে কালো রং করি এবং বাকি জায়গাগুলোতে ওই তিনটি রং দিয়ে রং করি। তারপর প্রজাপতির চারপাশে কালো এবং সাদা রঙের একটি ডিজাইন করে দেই।

20211204_161347238.jpg

  • এভাবেই শেষ হলো আমার আজকের ড্রয়িং।

20211204_163417741.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 4 years ago 
আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনার হাতের কাজ দেখে। আসলেই ম্যান্ডেলা অঙ্কন করতে অনেক ইচ্ছা শক্তি ও ধৈর্য শক্তির প্রয়োজন হয়। আপনি তার পরীক্ষা দিলেন। আসলেই আপনি এতো সুন্দর করে অঙ্কন করেছেন দেখার মত ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার হাতের মধ্যে মনে হচ্ছে জাদু আছে এবং আপনারা আকার ধরনটি খুবই ভালো। আপনার জন্য শুভকামনা রইল আপু।
 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনি আমাকে একটি সুন্দর পেইন্টিং দেখান, আপনার তৈরি বাটিকের রঙটি আমার পছন্দ হয়েছে, এটি শেষ করতে অনেক সময় লাগবে।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 

ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব। আপনার চেষ্টা অবশ্যই সফল হয়েছে। ম্যান্ডেলা আর্টটা সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটাও ভালো ছিল। ধাপে ধাপে সুন্দর করে বর্ননা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

একটি প্রজাপতির ম্যান্ডেলার খুবই সুন্দর হয়েছে। আপনার দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110879.08
ETH 4309.90
USDT 1.00
SBD 0.83