চিকেন অনথন রেসিপি // ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হলো চিকেন অনথন রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG-20220111-WA0004.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • ময়দা- ৪ কাপ
  • মুরগির মাংস- ২০০ গ্রাম
  • গাজর- ১ টি
  • পেঁয়াজ- ৩ টি
  • কাঁচা মরিচ- ৫/৬ টি
  • ধনিয়া পাতা- পরিমাণ মতো
  • লবণ- পরিমান মত
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • মরিচ গুঁড়ো- পরিমাণ মতো
  • জিরা গুঁড়ো- হাফ চা চামচ
  • রসুন বাটা- হাফ টেবিল চামচ
  • আদা বাটা- হাফ টেবিল চামচ

IMG-20220111-WA0017.jpg

প্রথম ধাপ

  • প্রথমে একটি প্যানে পরিমান মতো তিল দিয়ে পেঁয়াজ এবং মরিচ কুচি ভেজে নিয়েছি। এরপর সেখানে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি।

1641924179485.png

দ্বিতীয় ধাপ

  • এরপর সেখানে পরিমাণমতো লবণ, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবং মরিচগুঁড়ো দিয়ে দিয়েছি। এবং সবকিছু খুব ভালোভাবে নেড়ে নিয়েছি।

1641924293770.png

তৃতীয় ধাপ

  • এরপর আমি সেখানে মুরগির মাংস দিয়ে দিয়েছি। তারপর মুরগির মাংস গুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর সেখানে গাজর কুচি দিয়ে দিয়েছে। এবং সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ধনিয়া পাতা দিয়ে সেগুলো চুলা থেকে নামিয়ে ফেলেছি।

1641924513003.png

চতুর্থ ধাপ

  • তারপর আমি ময়দা তে পরিমাণ মত লবণ এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিয়েছি। তারপর পরিমাণমতো পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি।

1641924378303.png

পঞ্চম ধাপ

  • তারপর আমি ডো থেকে কিছুটা পরিমান আটা নিয়ে একটি রুটি তৈরি করে নিয়েছি।

IMG-20220111-WA0008.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর রুটি টি চারকোনা করে কেটে নিয়েছি। এরপর মাঝখান বরাবর আবার কেটে নিয়েছি। তারপর এটির ভিতরে ভেজে রাখা মুরগির মাংস গুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। এরপর সেটিকে নিচের ছবিতে দেখানো পদ্ধতিতে ভাজ করে নিয়েছি।

1641924423358.png

সপ্তম ধাপ

  • এভাবে করে আমি সবগুলো অনথন বানিয়ে নিয়েছি।

IMG-20220111-WA0003.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর একটি কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে সেগুলো ভেজে নিতে হবে।

IMG-20220111-WA0002.jpg

IMG-20220111-WA0001.jpg

তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। এটি খেতে খুবই সুস্বাদু এবং মচমচে। বিশেষ করে ভিতরের পুর টি খেতে ভীষণ সুস্বাদু লাগে।

IMG-20220111-WA0000.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ইতি
@isratmim

Sort:  
 3 years ago 

আপনার চিকেন অনথন নামটি আমার মনে হয় এর আগে কখনো শুনিনি, সম্পূর্ণ নতুন একটা ইউনিক রেসিপি এবং নাম টাও ইউনিক। আপনি আপনার নিজের মতো করে দারুন একটা রেসিপি আমাদের মাঝে উপহার দিয়েছেন সত্যি ভালো লাগলো আপনার রেসিপিটি দেখে।
আমাদের সাথে অনেক সুন্দর করে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। এবং আমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

চিকেন অনথন রেসিপি আমার বেশ ভালো লাগে এটি খেতে বেশ সুস্বাদু। আপনি খুব সুন্দর ভাবে চিকেন অনথন রেসিপি সম্পন্ন করেছেন এবং ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার রান্না করা চিকেন অন্থন রেসিপির ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে,খেতে খুবই সুস্বাদু হবে।রেসিপি রান্না করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

  • এ ধরনের রেসিপি গুলো আমার খুবই ভালো লাগে । খেতে দারুন হয়ে থাকে। মাংসগুলো খুব সুন্দর ভাবে বিতরে দিয়েছেন। খুব অসাধারণ একটি পোস্ট করেছেন আপনি। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে বর্ণনা করেছেন । শুভকামনা রইল আপনার জন্য। এ ধরনের পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এতদিন অন্থন শুধু চাইনিজ রেস্তোরাঁতেই খেয়েছি। আপনার পোস্টটি দেখে মনে হচ্ছে এখন নিজেই বাড়িতে বানাতে পারব। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

একদিন বাসায় বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু অনেক সুন্দর করেই আপনি চিকেন অনথন তৈরি করেছেন। আসলে এটি খেতে অনেক সুস্বাদু হয়। আমার কাছেও খুব ভালো লাগে। আপনার উপস্থাপনা দেখে অনেক ভালো লাগলো। আর অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের সাথে সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

চিকেন অনথন রেসিপি তা আমি আগে কখনোই খাইনি, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই রেসিপিটা অনেক ইউনিক লেগেছে। রেসিপি টা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদিন খেয়ে দেখবেন একটি অনেক সুস্বাদু হয়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর একটি রেসিপি এটি। বিকেলের নাস্তায় চায়ের সাথে জমে যাওয়ার মত। আসলেই এই চিকেন অনথন দেখেই খেতে ইচ্ছে করতেছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এককথায় লোভনীয়। চাইনিজ এর আনথন গুলোতে কিছুই থাকে না ভিতরে। আপনার রান্নার প্রক্রিয়া টি দারুন। রেসিপিটি শিখে রাখলাম বাসায় ট্রাই করবো। ধন্যবাদ।

 3 years ago 

জি ভাইয়া বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56556.00
ETH 2492.21
USDT 1.00
SBD 2.22