Diy event (এসো নিজে করি):- কার্ডবোর্ড দিয়ে নাচ করা একজন মেয়ের ক্র্যাফট // ১০% বেনেফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে কার্ডবোর্ড দিয়ে নাচ করা একজন মেয়ের ক্র্যাফট। আশা করছি আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন শুরু করা যাক।

20211123_235248334.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • কার্ডবোর্ড
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • কলম

received_417851786509554.jpeg

প্রথম ধাপ

  • প্রথমে আমি কার্ডবোর্ডের উপর নাচ করা মেয়েটির মুখ মাথার চুলের খোপা অঙ্কন করি। এরপর আমি ধাপে ধাপে মেয়েটির জামা হাত অঙ্কন করি।

received_4657148101046068.jpeg

received_1127381958078940.jpeg

দ্বিতীয় ধাপ

  • এরপর আমি কার্ডবোর্ড থেকে কাঁচি দিয়ে কেটে নেই দাগ অনুযায়ী।

received_288524826615620.jpeg

  • এখানে আমি সম্পূর্ণ মেয়েটির ক্রাফট কার্ডবোর্ড থেকে কেটে নিয়েছি।

received_2733618830274808.jpeg

তৃতীয় ধাপ

  • এখানে আমি বিভিন্ন রং এর কাগজ লম্বা করে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন সবগুলোর মাপ এক সমান হয়।

received_385579226591342.jpeg

চতুর্থ ধাপ

  • তারপর আমি রঙিন কাগজ গুলো কে আরো ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলোর মাপ এক সমান রাখে।

received_1510271669352937.jpeg

পঞ্চম ধাপ

  • এরপর আমি নিচে দেখানো প্রক্রিয়ায় কাগজগুলো ভাঁজ করে নিয়েছি।

received_578191543240448.jpeg

received_327314202141740.jpeg

ষষ্ঠ ধাপ

  • এরপর আমি মেয়েটির জামায় ভাঁজ করা কাগজ গুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। বিভিন্ন রঙের কাগজ দেয়ায় দেখতে অনেক বেশী সুন্দর দেখাচ্ছে।

received_303221084992572.jpeg

20211123_232324839.jpg

সপ্তম ধাপ

  • এরপর আমি জামাটির উপরের অংশ একটি সাদা কাগজের উপর রেখে সে বরাবর দাগ দিয়ে কাগজ কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এরপর আমি সেই কাগজটি জামার উপরের অংশের আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেই।

20211123_232644832.jpg

20211123_233913202.jpg

সর্বশেষ ধাপ

  • এরপর আমি হাত এবং মুখের অংশগুলো কালো রং করে দেই। এবং গলায় একটি হারের মতো করে একটি কাগজ লাগিয়ে দেই। এবং হাতে আঠা দিয়ে কাগজের একটি টুকরো হাতের চুড়ির মতো করে বানিয়ে নিয়েছি।

20211123_235248334.jpg

received_3851964858362876.jpeg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ক্রাফট পোস্ট ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। পোস্ট পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

নাচ করা একটি মেয়ের ক্রাফট অনেক সুন্দর হয়েছে আপু। আপনি প্রতিটি ধাপ দারুন ভাবে উপস্থাপন করেছেন। আপনার আইডিয়া টা একদম ইউনিক ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago (edited)

আপনার কাজটি খুব ভালো লাগলো আমার।
কি সুন্দর একটি নাচ করা মেয়ের ক্রাফট তৈরি করেছেন। রঙের সামঞ্জস্য বেশ ভালো ছিল রঙিন কাগজ সংমিশ্রণে।
শুভ কামনা সবসময়ই রয়েছে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে নাচ করা একজন মেয়ের ক্র্যাফট
তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার সুন্দর উপস্থাপন আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। এটি দেখে আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

নাচ করে মেয়েটির ড্রেসটা খুব সুন্দর হয়েছে ।কাগজগুলো দিয়ে আপনি খুব সুন্দর ভাবে ভাঁজ করে করে তৈরি করেছেন দেখে বুঝাই যাচ্ছে না যে এগুলো কাগজ দিয়ে তৈরি ।মেয়েটির ক্রাফট কার্ডবোর্ডের উপর তৈরি করা খুব কঠিন আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন। ভালো হয়েছে অনেক ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার বাংলা ব্লগ মানেই ক্রিয়েটিভিটির রাজ্য আর আপনি সেই রাজ্যের একজন রাজকন্যা। আমি আপনার প্রত্যেকটি কাজ দেখি এবং আমার অনেক বেশি ভালো লাগে। আজকেরটা অন্যান্য দিনের মতোই স্পেশাল হয়েছে। এভাবে কাগজ দিয়ে জামার ডিজাইন করা সত্যিই অনেক ক্রিয়েটিভিটির ব্যাপার। আপনার জন্য অনেক বেশি শুভেচ্ছা রইল সবসময় ভালো থাকবেন এই কামনা করি।

 3 years ago 

আপনিও অনেক সুন্দর ড্রয়িং করেন। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে নাচ করা একজন মেয়ের ক্রাফট এই কাজটি দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি কি সুন্দর ভাবে আপনি পুরো কাজটা করেছেন। মেয়েটির জামাটা তো ভীষণ সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে সত্যি সত্যি মেয়েটা নাচ করছে। অনেক সুন্দর ভাবে আপনি প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার ক্রাফট টি
খুব সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পদ্ধতিটা উপস্থাপন করেছেন। খুব সহজেই রঙিন কাগজ দিয়ে একটি মেয়ের নাচের দৃশ্য ফুটিয়ে তুলেছেন , আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে নাচ করা একটি মেয়ের ক্রাফট বাহ। দারুণভাবে করেছেন। আমার খুবই ভালো লাগলো। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আর কাগজের ব্যবহারটা খুব সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38