ম্যান্ডেলা আর্ট// একটি চরকির ম্যান্ডেলা আর্ট।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আমি আপনাদের সাথে আমার করা ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও ম্যান্ডেলা আর্ট গুলো করতে আসলে অনেক সময়ের প্রয়োজন। অনেক ব্যস্ততা এবং সামনে পরীক্ষা চাপ থাকার কারণে খুব একটা ম্যান্ডেলা আর্ট করা হয় না তার পরেও সেখান থেকে কিছুটা সময় বের করে আমি আজকে আপনাদের সাথে একটি চরকির মান্ডালা আর্ট। করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। যতটুক জানি ম্যান্ডেলা আর্ট করলে মনে একটা প্রশান্তি আসে। পড়ালেখার চাপের ভিতরে এরকম একটি আর্ট করতে গেলে যদিও সময় লাগে তারপরেও অনেকটা ভালো লাগে কারণ একটা বিষয় ছেড়ে আরেকটা বিষয় মধ্যে গেলে তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে, সম্ভবত এই অনুভূতিটাই ভালো লাগার অনুভূতি।তাহলে চলুন শুরু করা যাক।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- পেন্সিল কম্পাস
- জেল পেন
- প্রথমে আমি পেন্সিল এবং পেন্সিল কম্পাস দিয়ে কয়েকটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি। এরপর প্রতিটা বৃত্তের কাজ সম্পন্ন হওয়ার পর পেন্সিল কম্পাসের সাহায্যে জেলপেন দিয়ে আবারও বৃত্তগুলো অংকন করে নিব।
- এবার আমি সবচেয়ে ছোট বৃত্তটি বা মধ্যখানের বৃত্তটি জেলপেন দিয়ে দুটো ছোট ছোট বৃত্ত ব্যতীত সম্পূর্ণ বৃত্তটি ভরাট করে নিলাম। তারপর পরের বৃত্তটির মধ্যে ঢেউ ঢেউ করে বেশ কিছু ডিজাইন অঙ্কন করে নিলাম। এরপর ঢেউ ঢেউ ডিজাইনগুলোর ভিতরে বেশ কিছু দাগ দিয়ে নিলাম।
- তারপর বৃত্তটির উপরে ফাঁকা জায়গাগুলো জেলপেন দিয়ে গাড় করে ভরাট করে দিলাম।
- এরপর পরবর্তী বৃত্তের মধ্যে আরো বেশ কিছু ফুলের পাপড়ি মত করে অংকন করে নিলাম। তারপর সেই ফুলের পাপড়িগুলোর ভিতরে বেশ কিছু ডিজাইন অঙ্কন করে নিলাম। এরপর ওই বৃত্তটির উপরের অংশে ফাঁকা জায়গাগুলো গাড়ো করে জেলপেন দিয়ে ভরাট করে দিলাম।
- এবার আমি এরপরের বৃত্তটির মধ্যে ছোট ছোট করে বেশ কিছু দাগ টেনে একটি ডিজাইন অংকন করে নিলাম। তারপর বৃত্তটির মধ্যে কিছুটা দূরত্বে জেলপেন দিয়ে ফোটা ফোটা করে আরেকটি ডিজাইন অংকন করে নিলাম। এরপরের বৃত্তটি ফাঁকা রেখে তার পরের বৃত্তটির মধ্যে আরেকটি ডিজাইন অঙ্কন করে নিলাম।
- এ পর্যায়ে এসে আমি বৃত্তগুলোর বাহিরে সর্বশেষ ত্রিভুজাকৃতির বেশ কিছু ডিজাইন দিয়ে দিলাম।
- তারপর ত্রিভুজাকৃতিক ডিজাইন গুলোর ভিতরে ছোট ছোট বেশ কিছু দাগ টেনে আরেকটি ডিজাইন তৈরি করে আমি আমার আজকের চরকির ম্যান্ডেলা চিত্রাংকটি সম্পন্ন করলাম।
আসলেই আপু ম্যান্ডেলা আর্ট করতে একটু বেশিই সময় লাগে ৷ আপনি ব্যস্ততার মাঝেও সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে ভালো লাগলো ৷ আর্টটি অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট সুন্দর ভাবে শেয়ার করার জন্য ৷
আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার সামনে পরীক্ষা, তারপরও আপনি সময় বের করে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এ ধরনের ম্যান্ডেলা আর্ট করতে আসলেই অনেক সময় প্রয়োজন হয়। অল্প সময় তৈরি করা যায় না । চরকির ম্যান্ডেলা আর্টটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপু ভালই এঁকেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।সত্যিই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।পড়াশোনার চাপ সামলে নিয়ে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।
এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু আপনার এত সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। প্রতিটা ধাপ খুব নিখুত ভাবে তুলে ধরেছেন। আপনাদের ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে।ধন্যবাদ আপু এত সুন্দর চরকির ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।দারুন হয়েছে। এ ধরনের ম্যান্ডেলা আর্ট করতে সময়ের দরকার হয়। আপনি সময় নিয়ে খুব সুন্দর একটি চরকির ম্যান্ডেলা আর্ট করলেন।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ঠিকই বলেছেন এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
আপু আপনি অনেক সুন্দর একটি চরকির ম্যান্ডেলা আর্ট করেছেন।চরকির ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে আপনি প্রথমেই পেন্সিল এবং পেন্সিল কম্পাস দিয়ে খুবই চমৎকার ভাবে বৃত্ত তৈরি করে নিয়েছিলেন। তারপর বৃত্তটি খুবই নিখুঁতভাবে ডিজাইন করেছেন। যার কারণে চরকির ম্যান্ডেলা আর্টটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ম্যান্ডেলার গুলো খুবই ভালো লাগে দেখতে। অসাধারন একটি চিত্র অঙ্কন করেছেন। এই চিত্রটি ধাপে ধাপে সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করলেন। সত্যিই আপনার চিত্রাঙ্গন দক্ষতা অসাধারণ।
সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
মান্ডালা চিত্রগুলা উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগে।
আপনি ছোট ছোট নকশার মাধ্যমে অনেক সুন্দর ভাবে বড় একটি চিত্র প্রস্তুত করেছেন সত্যিই এর সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে।।
শুরু থেকে ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যে কেউ ইচ্ছা করলে আঁকতেও পারবে আপনার মত করে।।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য।।
আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য। আপনার জন্য শুভকামনা রইল।
Share on Twitter
পরীক্ষার ব্যস্ততার মধ্যেও আপনি এত সুন্দর একটি চরকির ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করলেন। অবশ্য আপনার করা ম্যান্ডেলা আর্টগুলো বেশ সুন্দর হয়। আজকের আর্টটিও দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে। মনে হচ্ছে অনেক সময় নিয়ে ধাপে ধাপে ম্যান্ডেলা আর্টটি আপনি আমাদের জন্য করেছেন।
হ্যাঁ অনেক সময় নিয়ে এ আর্টটি সম্পন্ন করেছিলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।