আর্ট // অর্কিড ফুলের অংকনের মাধ্যমে বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময়।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি সিম্পল পেন্সিল আর্ট। এই আর্টটি হল জারসহ একটি চমৎকার অর্কিড ফুলের পেন্সিল আর্ট। আজকের এই আর্টটি কিছুটা ভিন্ন ভাবে করার চেষ্টা করেছি। এই ধরনের আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে বিভিন্ন ধরনের ফুল, পাখি ও বিভিন্ন রকম জিনিস যেগুলো আর্ট করার পর চোখের দৃষ্টি সেখান থেকে সরানো যায় না।

ফুল আমার খুবই প্রিয় বিশেষ করে ফটোগ্রাফি করতে গিয়ে যখনই কোন ফুল সামনে পাই আগে সবার আগে প্রাধান্য দিয়ে থাকি এই ফুলের। ফুল সৌন্দর্যের প্রতীক আর এই সৌন্দর্যকে কেউ পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই আজকের এই ফুলের চিত্রাঙ্গন এর মাধ্যমে আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমার নিজের হাতে অঙ্কন করা ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানালাম। অঙ্কনটি শুধুমাত্র পেন্সিল দিয়ে করেছি আর পেন্সিল দিয়ে করাতে এটাকে ভালোভাবে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি তাই রং করার চিন্তাভাবনার করিনি। আশা করি এই অবস্থায় আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি এই জারসহ অর্কিড ফুলের পেন্সিল আর্টটি করেছি তা ধাপে ধাপে আপনারা দেখে আসবেন।

ড্রয়িংটির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG_20230611_102838.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • কাটার
  • রাবার
  • রুলার ও
  • কটনবার।

IMG_20230611_103027.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিলের সাহায্যে একটি জার অঙ্কন করে নিলাম।

IMG_20230611_103245.jpg

দ্বিতীয় ধাপ
  • তারপর জারের মধ্যে কিছু ডালপালা ও পাতা অংকন করে নিলাম।

IMG_20230611_103307.jpg

তৃতীয় ধাপ
  • তারপর সেই কাণ্ডগুলোকে ধরে একটি অর্কিড ফুল অঙ্কন করে নিলাম।

IMG_20230611_104936.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি আরেকটি অর্কিড ফুল ও পাতা অঙ্কন করে নিলাম।

IMG_20230611_104959.jpg

পঞ্চম ধাপ
  • এবার আমি জারের ভিতরে ফুলের কান্ড ও পানি গুলো অঙ্কন করে নিলাম।

IMG_20230611_105020.jpg

ষষ্ঠ ধাপ
  • এবার আমি জারটি, পানি ও ফুলের কাণ্ড গুলো পেন্সিল দিয়ে ঘষে আরো গাড়ো করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20230611_105056.jpg

সপ্তম ধাপ
  • তারপর জারটির উপরের অংশের ফুলের কান্ডগুলো ও পাতাগুলো পেন্সিল দিয়ে ঘষে আরো গাড়ো করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20230611_105120.jpg

অষ্টম ধাপ
  • এবার আমি অর্কিড ফুলটিকে পেন্সিল দিয়ে ঘষে গাড়ো করে আরো ফুটিয়ে তুললাম।

IMG_20230611_105144.jpg

চূড়ান্ত ধাপ
  • তারপর বাকি ফুলটি ও পেন্সিল দিয়ে ঘষে গাড়ো করে ফুটিয়ে তুললাম আর এতে করে আমার চিত্রাঙ্কনটি সম্পন্ন হয়ে গেল।

IMG_20230611_105205.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন অর্কিড ফুলের অংকনের মাধ্যমে বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ ফুর্তিতে শুভেচ্ছা বিনিময়। আপনার তৈরি ফুল দেখতে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে শুভেচ্ছা বিনিময়ের পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির শুভ জন্মদিনে এবং দ্বিতীয় বছরের শুভেচ্ছা জানানোর জন্য দারুন একটি আর্ট করেছেন আপু। অর্কিড ফুলের চিত্র অঙ্কন খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

মূল্যবান মন্তব্য প্রকাশিত করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আর্ট/অর্কিড ফুলের অংকনের মাধ্যমে বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ ফুর্তিতে শুভেচ্ছা বিনিময়।

বাহ্ অসাধারন লাগতেছে আপু আপনার তৈরি করা আর্টটি। নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। আমিও ঠিক আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। এধরনের আর্ট গুলো আপনার কাছে থেকে আশাকরি আরো পাবো ইনশাআল্লাহ। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

চেষ্টা করব এধরনের আর্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনাকেও জানাই, আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন। অর্কিড ফুলের অংকনের মাধ্যমে খুবই সুন্দর ভাবে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। সত্যি অর্কিড ফুলের সৌন্দর্যতা দেখে আমি তো একেবারেই মুগ্ধ। পেন্সিলের সাহায্যে খুবই সুন্দর করে এই ফুলের আর্ট করেছেন আপনি। খুবই সুন্দর করে ফুলগুলোর সৌন্দর্যতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সব মিলিয়ে সম্পূর্ণটা জাস্ট অসাধারণ হয়েছে এটা কিন্তু বলতেই হয়। ‌

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপনি খুব সুন্দর একটি ফুল এঁকেছেন। পেন্সিলে আঁকা চিত্রগুলো আসলে অনেক সুন্দর হয় যদি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। রঙিন ফুলের চেয়েও আমার কাছে এরকম ফুল গুলো বেশি ভালো লাগে। আপনার হাতের কাজ বেশ ভালো দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

খুব সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ঠিক একই রকম একটি আর্ট আমি অনেকদিন আগে করেছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

অর্কিড ফুলের চিত্রাংকন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। আপনি বরাবরই চমৎকার আর্ট আমাদেরকে উপহার দিয়ে থাকেন। আপনার আর্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই। যাইহোক দারুণ একটি অংকনের মাধ্যমে ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা বিনিময় করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 102917.32
ETH 3431.53
USDT 1.00
SBD 0.55