অনেকদিন পর নৌকা ভ্রমন // 10% beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন আগেই পরিবারের সবাই মিলে বিকেলবেলা নৌকা ভ্রমনে গিয়েছিলাম। যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম জায়গাটা আসলেই খুব সুন্দর। শহরে থাকার কারণে এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতেই পাই না। ওইখানকার দৃশ্যগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। তাই ফটোগ্রাফিও করেছি। ভাবলাম আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই জায়গাটির নাম হচ্ছে কানাইয়া। এটি কোন নদী নয়। বর্ষাকালে এখানে পানির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। যার কারণে অনেক মানুষ এখানে নৌকা ভ্রমন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। এর আগেও আমি একবার গিয়েছিলাম এখানে। বসন্ত কালে জায়গাটি আরো বেশি সুন্দর লাগে। কারণ গ্রামে চিকন রাস্তার পাশে অনেকগুলো কৃষ্ণচূড়া ফুল গাছ থাকে। সে সময় জায়গাটির সৌন্দর্য আরো বেড়ে যায়।

প্রথম

20220624_183102009.jpg

সূর্যাস্তের সময় এই ছবিটা তুলেছিলাম। পানির ওপর রক্তিম আকাশের প্রতিফলন সত্যিই দারুণ লেগেছে আমার কাছে।

দ্বিতীয়

20220624_170410272.jpg

সেখানে একটি ব্রিজ রয়েছে। ব্রিজের উপর থেকে এই ছবিটি তোলা।

তৃতীয়

20220624_170611862.jpg

এই নৌকাগুলো দিয়েই নৌকা ভ্রমন করে সবাই। ছোট বড় সব ধরনের রয়েছে। তবে বড় গুলোর চেয়ে একদম ছোট গুলোতে ঘুরতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যারা সুন্দর ফটোসেশন করতে চায় তাদের জন্য এই ছোট নৌকা গুলোই বেস্ট। আমাদের ফ্যামিলির অনেকজন মিলে গিয়েছিলাম যার কারণে আমরা বড়ই নিয়েছিলাম। তবে ছবিতে যেমনটা দেখা যাচ্ছে সে রকম না সেটা আবার ভিন্ন রকমের ছিল।

চতুর্থ

20220624_170712377.jpg

এই ছবিটিতে যে ছোট ছোট ঘর গুলো দেখা যাচ্ছে এগুলো হলো রেস্টুরেন্ট। এগুলোর ভিতরেও খুব সুন্দর।

পঞ্চম

20220624_170836066.jpg

ষষ্ঠ

20220624_175211529.jpg

সপ্তম

20220624_180607417.jpg

অষ্টম

20220624_180619282.jpg

এই ফটোগ্রাফি গুলো নৌকায় বসেই করেছিলাম।

IMG-20220624-WA0009.jpg

এটা আমি আর কি🤭। এত সুন্দর জায়গায় গিয়েছি ছবি না তুললে তো যাওয়া অসুম্পূর্ণ থাকবে। তাই তুললাম কয়েকটা😜

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Location

Sort:  
 2 years ago 

পরিবারের সবাই এভাবে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। প্রথম এবং দ্বিতীয় ছবি দুটি একটু বেশি সুন্দর লেগেছে আমার কাছে। আর আপনাকে শেষে দেখে আরও বেশি ভালো লাগছে 🤪🤪।

 2 years ago 

একদম ঠিক বলেছেন পরিবারের সাথে ঘুরতে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম। জায়গাটা আসলেই খুব সুন্দর ছিল। আর এত সুন্দর জায়গায় আমাকে দেখে মনে হয় ভালো লেগেছে 🤭😜। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

জায়গাটির নাম খুবই অদ্ভুত কানাইয়া। তবে পরিবেশটা এত সুন্দর এত মনোরম যে একবার গেলে বারবার যেতে মন চাইবে। প্রথম যে ছবিটা আপনি শেয়ার করেছেন যে সেটি অনেক সুন্দর হয়েছে ।নৌকা ভ্রমণ করতে আসলে আমার কাছেও অনেক ভালো লাগে। খুবই আনন্দময় সময় কাটিয়েছেন মনে হচ্ছে।

 2 years ago 

ঠিকই ধরেছেন, সেদিন খুব সুন্দর সময় কাটিয়েছি। আর চারপাশে পরিবেশটাও খুবই মনোরম ছিল। একদম মুগ্ধ হয়ে যাওয়ার মত। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

নৌকা দিয়ে ঘুরতে সত্যিই বেশ ভালো লাগে , মজা লাগে। কিন্তু আমি সাঁতার পারি না একদমই তাই অল্প পানিতেও খুব ভয় পাই। ছোট বড় সব ধরনের নৌকায় আছে দেখা যায় এখানে। আর আশে পাশের পরিবেশটাও দারুন 👌। সূর্যাস্তের ছবি টা চমৎকার ছিল। আর জায়গাটার নাম টা বেশ মজার লেগেছে আমার কাছে।

 2 years ago 

সাঁতার তো আমিও পারিনা কিন্তু আমার আবার ভয় কম লাগে 🤭। আর জায়গাটার নাম আমি যেদিন প্রথম শুনেছিলাম আমিও একটু অবাক হয়েছিলাম।
উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জায়গায় টা অনেক সুন্দর আপু এবং সেই সাথে অনেক সুন্দর হয়েছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো ।আসলে শহরে সৌন্দয আর গ্রামে আলাদা।গ্রামে প্রাণ নিশ্বাস নেয়া নিমুল বাতাস ।আপনাকে দেখে বুঝা যাচ্ছে আপনি অনেক আনন্দ উপভোগ করছেন।

 2 years ago 

ঠিকই বলেছেন সেদিন সময়টা আসলেই খুব আনন্দে কেটেছিল। আর গ্রামের সৌন্দর্যের সাথে শহরে সৌন্দর্যের কোন তুলনাই হয় না।
সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপু সত্যি নৌকা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে।আর জায়গাটা ও নাম দুটি অনেক সুন্দর। পরিবেশটা ও অনেক মনোরম ও নিরিবিলি। সূর্যাস্তের ছবিটা আমার কাছে অসাধারণ লেগেছে আপু।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

পরিবেশটা আসলেও খুব নিরিবিলি। অনেক ব্যস্ততার ফাঁকে এরকম জায়গায় ঘুরতে যেয়ে মনটা একদম ফ্রেশ করে আসা যায়। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু মনি কয়েকদিন আগেই পরিবারের সবাই মিলে বিকেলবেলা নৌকা ভ্রমনে গিয়েছিলেন। যে জায়গায় ঘুরতে গিয়েছিলেন জায়গাটা আসলেই খুব সুন্দর। একদম ঠিক বলেছেন শহরে থাকার কারণে এরকম প্রাকৃতিক পরিবেশ সহজে দেখতে পাই না। ওইখানকার দৃশ্যগুলো খুবই সুন্দর। তাছাড়া নৌকাভ্রমণ আমারও দারুন লাগে।প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।এত চমৎকার একটি বিকেল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥

 2 years ago 

নৌকা ভ্রমণ আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার নৌকা ভ্রমণের পোস্ট আমি দেখেছিলাম মনে হচ্ছে। শহরের বন্দি দেওয়াল থেকে বের হয়ে এরকম প্রাকৃতিক পরিবেশে মাঝে মাঝে ঘুরতে যাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 
আসলে নৌকা ভ্রমনে মজাই আলাদা। যারা নৌকা দিয়ে কখনও ঘুরেন নি তাঁহারা কখনও এটার আনন্দ পুরোপুরি উপলব্ধি করতে পারবেন না।অনেকদিন পরে নৌকা ভ্রমনে গিয়ে খুবই উপভোগ করেছেন যা আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যায়।নৌকায় ঘুরতে যাওয়ার ফাঁকে আপনার তোলা ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে নৌকা ভ্রমনের অনুভূতির পাশাপাশি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করা জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
 2 years ago 

নৌকা ভ্রমন কমবেশি সবাই করেছে। আমার কাছে তো অনেক ভালো লাগে। নৌকা ভ্রমণটা আসলেই খুব উপভোগ করেছিলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জায়গাটি আসলেই অনেক সুন্দর ।ঠিকই বলেছেন আপু শহরে থাকার কারণে এরকম প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ করার সুযোগ তেমন একটা হয় না। সেই কবে লাস্ট নৌকায় চড়েছি মনেও নেই। কানাইয়া নামটা অনেক সুন্দর জায়গাটি কোথায় আপু? হ্যাঁ আপু এমন অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি জমে নদীর মত তৈরি হয় সেই জায়গাগুলোতে নৌকায় করে ঘুরতে আসলেই অনেক ভালো লাগে আশেপাশে পরিবেশটা অনেক বেশি সুন্দর থাকে। প্রত্যেকটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে।

 2 years ago 

আমিও অনেকদিন পর নৌকায় চড়েছি। গ্রামে যাওয়া হয় যখন বিভিন্ন কারণে নৌকায় উঠা হয়না। আমি গাজীপুরে থাকি আপু। আর এই জায়গাটা গাজীপুরের একদম গ্রাম এলাকার দিকে। খুব সুন্দর একটি জায়গা। সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে জায়গাটি কত সুন্দর। তবে জায়গাটি নাম শুনে আবার হলাম। নৌকা ভ্রমণ করতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

জায়গাটার নাম যেদিন আমি প্রথম শুনেছিলাম আমিও অবাক হয়েছিলাম। অদ্ভুত একটা নাম মনে হয়েছে সেদিন এই জায়গাটার।
গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

নৌকা ভ্রমণ সবসময়ই আনন্দের। তবে ছোট নৌকায় ঘুরতেই বেশি মজা। একটা রেস্টুরেন্ট দেখলাম ছোট ছোট ঘরের, ওটা কি নদীর মাঝখানে নাকি ? প্রথম ছবিটিতে সূর্যের রক্তিম আভা ছড়িয়েছে, সত্যিই অসাধারণ দেখাচ্ছে 😍
আর শেষের দিকটায় কাকে যেন দেখলাম চিনতে পারলাম না 😄 বলছিলেন আপনি নিজেই 🤓

 2 years ago 

রেস্টুরেন্ট গুলো প্রায় পানির মাঝখানেই। রেস্টুরেন্ট এর ভিতরের ভিউ আরো বেশি সুন্দর। তবে বিভিন্ন কারণে সেগুলোর ক্যাপচার করা হয়নি। সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41