DIY // সিম্পল কালারফুল প্রজাপতির আর্টsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি সিম্পল কালারফুল প্রজাপতির আর্ট। আজকের এই আর্ট টি কিছুটা ভিন্ন ভাবে করার চেষ্টা করেছি। আসলে আমার কাছে মনে হয় আর্ট করা থেকেও কি নিয়ে আর্ট করবো সেটা সিলেক্ট করা কিছুটা কষ্টের। আমার তো ভাবতে ভাবতেই টাইম চলে যায় 😜। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। আশা করছি আমার আজকের ড্রয়িং টি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20221215_230251771.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • সাইন পেন
  • স্কেল

20221215_223705655.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি স্কেল দিয়ে একটি দাগ দিয়ে দেই। পরে দাগের একপাশে প্রজাপতির অর্ধেক অংশ অঙ্কন করি।

20221215_224013032.jpg

দ্বিতীয় ধাপ

তারপর আমি জেল পেন দিয়ে বর্ডার গুলো গাঢ় করে অঙ্কন করে নেই। তারপর বর্ডারের কাছাকাছি কিছু ডিজাইন করে দেই।

20221215_224450962.jpg20221215_225044656.jpg
তৃতীয় ধাপ

এরপরে আমি ডানার মধ্যে সবুজ সাইন পেন দিয়ে রং করে দেই এবং পরে জেল পেন দিয়ে আরো কিছু ডিজাইন করে দেই।

20221215_225418653.jpg20221215_225733673.jpg
চতুর্থ ধাপ

পরে ডানার বাকি অংশ ডিজাইন করে দেই এবং রং করি। তারপর প্রজাপতিটির আশেপাশে কিছু লতাপাতার মত অংকন করে দেই।

20221215_230034431.jpg20221215_230158724.jpg
এভাবেই আজকের ড্রয়িং টি শেষ করি

20221215_230256536.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

Sort:  
 2 years ago 

ফুলের উপর বসে থাকা দারুন একটা প্রজাপতি চিত্র অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনার তৈরি করা এই প্রজাপতিকে আমি বিলুপ্তপ্রায় প্রজাপতি বলব কেননা সবুজ রঙের প্রজাপতি দেখতে পাওয়াই যায় না।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি। সবুজ রঙের প্রজাপতি
আমিও কখনো দেখিনি। যেহেতু এটি আর্ট তাই মন থেকেই করলাম।

 2 years ago 

আপনার আর্টটি আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে প্রজাপতির কালারটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে সত্যিই সুন্দর একটি প্রজাপতি সামনে বসে আছে। ধন্যবাদ আপু অংকনটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার আর্টট খুব সুন্দর হয়েছে আপু। মনে হচ্ছে সত্যি একটা প্রজাপতি। আপনি জেল পন ও সাইন পেন দিয়ে দারুন একটি আর্ট শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মত আমারও বেশিরভাগ সময় কেটে যায় কি পোস্ট করব কি আর্ট করব সেটা নিয়ে ভাবতে ভাবতে!! আপনি কিন্তু খুব সুন্দর একটি প্রজাপতির কালারফুল চিত্রাংকন করেছেন। যদিও সিম্পল বাট অসাধারণ। আপনাকে ধন্যবাদ সুন্দর এই আর্টের জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আর্ট করার জন্য যতটা সময় না লাগে তার থেকে বেশি সময় লাগে কি আর্ট করব সেটা চিন্তা করতে। আসলে মাথায় কোন সুন্দর কিছু চিন্তা আনতে বেশ কিছু সময় লেগে যায়। আমার ক্ষেত্রেও এমনটা হয়। যাইহোক অবশেষে সুন্দর একটি প্রজাপতির চিত্র অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো। ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন আপু।আমারও একই অবস্থা হয় যখন আর্ট করতে বসি।কি আকঁবো কি আকঁবো ভেবেই সময় পর হয়ে যায়😅।তবে আপনার আকাঁ সিম্পল কালারফুল প্রজাপতির আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। আমার আর্ট করতে খুব ভালো লাগে। সময় পেলেই আর্ট করার জন্য বসে পরি।যাই হোক আপনার আকাঁ প্রজাপতির আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সিম্পল কালারফুল প্রজাপতির আর্ট দেখতে অসাধারণ লাগতেছে আপু।‌‌রংকরাতে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। সবুজ জেল পেন ব্যাবহার করার কারনে রং চমৎকার ফুটে উঠেছে। আপনার আর্ট গুলো আমার কাছে সব সময়ই ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে আমাকে কাজে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিক বলছেন আপু আসলে কি আর্ট পোস্ট করবো তা নিয়ে চিন্তা করতে হয় অনেক।কারণ আমার বাংলা ব্লগের মধ্যে সুন্দর ও সৃজনশীল অনেক আর্ট পোস্ট লক্ষ্য করা যায়।আপনি খুব সুন্দর এবং সিম্পল একটি কালারফুল প্রজাপতি অংকন করেছেন যা দেখতে অনেক সুন্দর হয়েছে।আপু বেশ ভালো লেগেছে আপনার আজকের আর্ট।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

প্রজাপতি আমার খুব ভালো লাগে। আপনি সিম্পল একটা প্রজাপতি অংকন করেছেন।প্রজাপতির কালার খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সাইন পেন দিয়ে আপনি খুব চমৎকার একটি প্রজাপতির আর্ট করেছেন। আমার নিজেরও এরকম আর্ট গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু আপনার আর্ট এর কালার টা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। এত সুন্দর একটি অংকন করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63