নুডুলস এবং কলার পাটিসাপটা পিঠা রেসিপি // ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি নাস্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যেহেতু শীতকাল চলে এসেছে তাই এখন সময় বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার। আজকে আমি সেই ধরনের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে নুডুলস এবং কলার পাটিসাপটা পিঠা। এই রেসিপিটি আমি ধাপে ধাপে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ
- নুডুলস ১ প্যাকেট
- কলা ২ টি
- ডিম ২ টি
- গুঁড়ো দুধ ৪/৫ টেবিল চামচ
- চিনি হাফ কাপ
- সুজি ১ কাপ
- তরল দুধ হাফ কাপ
- লবণ পরিমান মত
প্রথম ধাপ
- প্রথমে আমি একটি পাতিলে পরিমান মত পানি নিয়ে নিয়েছে। তারপর পানি গুলো ভালো করে গরম করে নিয়েছি। এরপর সেখানে নুডুলস এর প্যাকেট থেকে নুডুলস নিয়ে সেগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পর সেগুলো একটি ঝুড়িতে পানি আলাদা করে নিয়েছে।
দ্বিতীয় ধাপ
- এরপর আমি কলা দুটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি সেখানে শুধুমাত্র ডিমের কুসুম দিয়ে দিয়েছি। তারপর আমি সেখানে তিন থেকে চার চামচ তরল দুধ দিয়ে নিয়েছি।
- এরপর সব কিছু ভাল করে মেখে নিয়েছে।
তৃতীয় ধাপ
- এরপর একটি প্যানে কলা দিয়ে তৈরি ডো টি দিয়ে দিতে হবে।
চতুর্থ ধাপ
- এরপর সেখানে গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিতে হবে। এবং কিছুক্ষণ ভেজে নিতে হবে।
পঞ্চম ধাপ
- ৫ থেকে ৬ এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।
ষষ্ঠ ধাপ
- এরপর আমি সিদ্ধ করে রাখা নুডুলস এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়েছি।
সপ্তম ধাপ
- এরপর আমি ধাপে ধাপে সুজি, পরিমাণমতো চিনি এবং পরিমান মত লবন দিয়ে সবকিছু ভালো করে মেখে নিয়েছি।
অষ্টম ধাপ
- এরপর আমি চুলার উপর একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি।
নবম ধাপ
- এরপর আমি নুডুলস দিয়ে তৈরি ডো টি সেখানে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। এবং 2 পাশ ভালো করে ভেজে নিয়েছি।
সর্বশেষ ধাপ
- এরপর আমি সেটার উপর কলা দিয়ে তৈরি ডো টি দিয়ে সেটিকে দুপাশ থেকে মুড়িয়ে নিয়েছি। এটিকে দেখতে অনেকটা পাটিসাপটা পিঠার মত। এরপর আমি অনেকগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছে।






















পাটিসাপটা পিঠা খেয়েছি কিন্তু নুডুলস ও কলা দিয়ে তৈরি করা পাটিসাপটা পিঠা কিন্তু খাইনি কিন্তু আপনার এই রেসিপিটি তৈরি করা বা এর ধাপগুলো দেখে বোঝা যাচ্ছে এটা খুবই মজার হবে তাই একবার অবশ্যই এই পাটিসাপটা পিঠা বাসায় তৈরি করে দেখব।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু এভাবে লোভ দেখিয়ে খাওয়া কি আদও ঠিক হচ্ছে।শুধু নুডুলস খেয়েছি রুটি দিয়ে কিন্তু এমন রেসিপি কখুনো খাঈ ও ণাঈ আবাড় দেখিও নাই আমার কাছে নতুন লাগছে।দেখেই বোঝা যাচ্ছে অনেক মজাদার ছিলো শুভ কামনা আপু।
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি অনেক সুন্দর একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন। আমি পাটিসাপটা পিঠা অনেকবার খেয়েছি যা খেতে অনেক সুস্বাদু। এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন নারিকেল পাটিসাপটা 2 পাটিসাপটা ইত্যাদি।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নুডুলস এবং কলার পাটিসাপটা পিঠাটি দারুন সুন্দর হয়েছে।আমার কাছে একদম ইউনিক একটি রেসিপি লাগছে।এরকম রেসিপি এর আগে আমি কখনও দেখিনি।আজই প্রথম দেখলাম।প্রতিটি ধাপ খুবই সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
নুডুলস আর কলা দিয়ে বানানো পাটিসাপটা পিঠা খেতে কেমন লেগেছে আপু? একদম নতুন একটি রেসিপি আপনি শেয়ার করেছেন কখনো খাইনি জানিনা কেমন লাগে খেতে। প্রতিটি ধাপে ধাপে আপনি খুব সুন্দর ভাবে পিঠাটি বানানোর পদ্ধতি দেখিয়েছেন। ধন্যবাদ।
রেসিপিটি আসলেই অনেক ভালো লেগেছিল আপু। আপনি এটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভাল লাগবে। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নুডলস এবং কলার পাটিসাপটা দারুণ। নুডলস এর পাটিসাপটা প্রথম দেখলাম। তবে অনেক সুন্দর তৈরি করেছেন। সুন্দর ছিল পিঠাটা।
এবং আপনার উপস্থাপনা টাও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর পিঠার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু আপনার রেসিপিটি একদম ইউনিক হয়েছে। এরকম রেসিপির কথা কেউ কখনো চিন্তা করেনি। কিন্তু আপনি সেটি এত সুন্দর করে বানিয়ে ফেলেছেন। দেখে মনে হচ্ছে যে মজা হয়েছে আপনার নুডুলসের পাটিসাপটা পিঠা। বানানোর পুরো প্রস্তুত প্রণালি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মজার একটি পাটিসাপটা পিঠা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
পাটি সাপটা পিঠা খেয়েছি কিন্তু নুডুলস এবং কলার পাটিসাপটা পিঠা খাওয়া হয়নি কোন দিন। আপনার প্রস্তুত প্রণালী পড়ে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।
ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছে।
শুভকামনা রইল
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
নুডুলস আর কলার পাটিসাপটা পিঠা আগে কখনো খাওয়া হয়নি তবে আপনার তৈরি পিঠার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তেলে ভাজা পিঠা গুলো আমার কাছে অনেক মজা লাগে।যাই হোক আপনার সুবাদে নতুন একটি রেসিপি সম্পর্কে জানতে পারলাম। অনেক অনেক শুভকামনা রইল আপু 💚
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব খুব সুন্দর একটি রেসিপি আপু। কখনো দেখিই নাই এমনকি শুনিও নাই যে এভাবে কোনো পিঠা তৈরি করা যায়। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি পাটিসাপটা পিঠা। আর এরমধ্যে ভিন্নতা নিয়ে এসে রেসিপিটি ইউনিক করে তুলেছেন। অনেক ধন্যবাদ আপু
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।