দেওয়ালের উপর ফুল গাছের পেইন্টিং // 10% beneficiaries @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে জল রং দিয়ে করা একটি পেইন্টিং শেয়ার করবো। এটি হচ্ছে দেওয়ালের উপর ফুল গাছের পেইন্টিং। আশা করছি আপনাদের সবার কাছে এই আর্ট টি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পেইন্টিং টি।

পেইন্টিং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20221019_115928368.jpg

যারা নিয়মিত বা কম বেশি আমার পোস্টগুলো ভিজিট করেন তারা হয়তো জেনে থাকবেন যে আমি এ ধরনের পেইন্টিং গুলো একদমই করি না। আসলে আমি জলরঙের পেইন্টিং গুলো তেমন একটা করতে পারি না। বলতে গেলে এটি আমার প্রথম পেইন্টিং। একবার চেষ্টা করার পর এটি করতে পেরেছি। জানিনা কতটুকু ভালো হয়েছে। প্র্যাকটিস করতে করতে হয়তো একদিন ভালো করবো।

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • জল রং
  • পেইন্টিং ব্রাশ

received_5679472115432790.jpeg

প্রথম ধাপ

প্রথমে আমি সম্পূর্ণ ড্রয়িং খাতা পেইন্টিং ব্রাশ দিয়ে হলুদ রং করে নিয়েছি। তারপর হলুদ রঙের উপর দিয়ে আঁকাবাঁকা করে কিছু দাগ দিয়ে দিয়েছি। যেন এটি একটি দেওয়াল বোঝা যায়।

20221019_114938387.jpg

দ্বিতীয় ধাপ

এরপর আমি দেওয়ালের একপাশে দুটি সবুজ রঙের শেড একসাথে মিক্স করে সেখানে সবুজ রং করে দিয়েছি। এবং পরে সবুজ রং দিয়ে পাতার মতো করে এঁকে নিয়েছি।

20221019_114210460.jpg

তৃতীয় ধাপ

এভাবে ছোট ছোট পাতা অঙ্কন করার পরে আমি লাল রং দিয়ে কয়েকটি ফুলের মত করে এঁকে নিয়েছি।

20221019_114712646.jpg

চতুর্থ ধাপ

এরপর সাদা এবং গোলাপি রং একসাথে মিক্স করে এরকম আরো কয়েকটি ছোট ছোট ফুল অঙ্কন করে নিয়েছি।

20221019_115102051.jpg

পঞ্চম ধাপ

তারপর গাছের ফাঁকে ফাঁকে কালো রং দিয়ে চিকন চিকন ডালপালা একে নিয়েছে।

20221019_115439141.jpg

সর্বশেষ ধাপ

এভাবে আমি আমার আজকের পেইন্টিং টি শেষ করি।

20221019_115928368.jpg

এই ছিলো আমার আজকের পেইন্টিং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

Sort:  
 2 years ago 

আপনার পেইন্টিংটি দেখে অনেক ভালো লাগলো কারণ ব্যতিক্রম একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার পেইন্টিং এর কালার কম্বিনেশন টা অনেক চমৎকার ছিল।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত হলাম। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

বাহ বেশ চমৎকার পেইন্টিং করেছেন। অনেক চমৎকার ভাবে ধাপ উপস্থাপন করেছেন। ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার ব্যবহার করাতে আরো বেশি ভালো লাগছে। এভাবেই সুন্দর কাজগুলো নিয়ে এগিয়ে যান। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রথম পেইন্টিং জলরঙের হলেও খুব সুন্দর করে ফুটিয়ে তুলেচেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। এভাবে আমাদের মাঝে নতুন নতুন ক্রিয়েটিভিটি শেয়ার করে আশছেন। এগিয়ে যান আপু আমার বাংলা ব্লগ পরিবারের সকলেই আছে আপনার সাথে।

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন ‌। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রথম জল রংয়ের পেইন্টিং হলেও আমার কাছে একবারও মনে হয়নি এটি কাঁচা হাতের কাজ। বেশ পরিপাটি সুন্দর একটি অংকন উপহার দিয়েছেন। তবে আজকে অংকন করতে একটু কষ্ট হয়েছে মনে হয়। দু একদিন অংকন করলে আরো চমৎকার অংকন উপহার দিতে পারবেন।
আমার কাছে অংকনের মূল বিষয়বস্তু খুব ভালো লাগলো, আর অংকন দূরদান্ত হয়েছে 👌

 2 years ago (edited)

আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত হলাম।ধন্যবাদ আপনাকে। সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য ‌। আপনার জন্য রইল অনেক শুভকামনা।

 2 years ago 

কে বলেছে আপনি জলরং দিয়ে অংকন করতে পারেন না।এইতো চমৎকার একটি চিত্র বানিয়ে ফেলেছেন।সব কিছুই একদম পারফেক্ট। আশা করি এরকম চিত্রকর্ম আরো পাবো। ধন্যবাদ সুন্দর একটি জল রঙের পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগে আমার কাছে সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।

 2 years ago 

জি আমি দেখেছি আপনি এ ধরনের আর্ট খুব একটা করেননা। যদিও এটি আপনার প্রথম পেইন্টিং কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর লাগছে দেওয়ালের ওপর ফুল গাছের পেইন্টিং টি। এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

আপু জলরং দিয়ে দেয়ালের উপর ফুল গাছের পেইন্টিং টি দারুন হয়েছে আপু। কালার কম্বিনেশন গুলো দুর্দান্ত ছিল।আমিও দেখি বাসায় একদিন ট্রাই করবো পেইন্টিং টি। ধন্যবাদ সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

দেয়ালের উপর ফুল গাছের পেইন্টিংটি দারুন হয়েছে আপু। কালার কম্বিনেশন বেশ ভাল হয়েছে।অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও খুব চমৎকার একটি পেইন্টিং করেছেন। তবে প্রথম হলেও খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার পেইন্টিং। আশা করি সামনে আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর পেইন্টিং দেখতে পাবো। এভাবেই ভালো ভালো কাজের মাধ্যমে সামনে এগিয়ে যান আমরা আছি আপনার পাশে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করব আমি সামনের দিকে আরো সুন্দর সুন্দর পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য । শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু এর আগে আপনি এরকম পেইন্টিং না করলেও, আজকের পেইন্টিংটি কিন্তু দারুণ হয়েছে।খুবই চমৎকার করে আপনি দেওয়ালের উপর ফুল গাছের পেইন্টিংটি সু সম্পন্ন করে,, আমাদের সাথে শেয়ার করেছেন।। এ জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ♥♥

 2 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68501.73
ETH 2459.44
USDT 1.00
SBD 2.63