নাটক রিভিউ // "ব্যস্ত ডাক্তার" নাটকটির তৃতীয় পর্বের রিভিউ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর মেহেরবানীতে ও আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আসলে আমি কখনো নাটক বা সিনেমা রিভিউ করিনি। তবে এবার একটু চিন্তা-ভাবনা করলাম যে একটি নাটকের রিভিউ দিয়ে শুরু করি। আসলে পড়ালেখার ব্যস্ততার কারণে এখন তেমন একটা নাটক সিনেমা দেখাই হয় না। তবে আমি আজকে যে নাটকটি রিভিউ দেওয়ার চিন্তাভাবনা করছি এই নাটকটি অনেক পুরনো একটি নাটক এ নাটকের যারা অভিনয় করেছেন সবাই আমার খুব প্রিয়। এর মধ্যে বিশেষ করে সালাউদ্দিন লাভলু, আ ক. ম. হাসান, তিশা, ফজলুর রহমান বাবু এরা আমার সবচেয়ে প্রিয় অভিনেতা অভিনেত্রী। এদের অভিনয়কৃত এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আমি চিন্তা ভাবনা করলাম আপনাদের মাঝে নাটকটির পর্ব আকারে রিভিউ দিলে আপনারাও এই নাটকটি দেখে অনেক মজা পাবেন এটা আমার বিশ্বাস। সত্যি বলতে নাটকটি অনেক মজার একটি নাটক। আজকে আমি এই নাটকের তৃতীয় পর্বটি রিভিউ আকারে আপনাদের মাঝে শেয়ার করলাম।

তাহলে চলুন বন্ধুরা নাটকটি রিভিউ আকারে দেখে আসবেন। অবশ্যই এই রিভিউ দেখার পর আপনারা নাটকটি ইউটিউবে দেখে নেবেন আমার বিশ্বাস অনেক আনন্দ পাবেন।

ব্যস্ত ডাক্তার নাটকের রিভিউ (পর্ব-৩)

IMG_20230331_113147.jpg

নাটকের নামব্যস্ত ডাক্তার
চিত্রনাট্য ও পরিচালনাদেবাশীষ বড়ুয়া দীপ
রচনাপ্রশান্ত হালদার
নিবেদিতমেহেদী কবির পলাশ
অভিনয়েসালাউদ্দিন লাভলু, ফজলুর রহমান বাবু, আ.খ.ম. হাসান, তিশা, তানিয়া হোসেন, মানুষ বন্দ্যোপাধ্যায়, পরেশ আশ্চর্য, শামীমসহ আরো অনেকে।
সময়কাল২০:৪৯ মিনিট
কণ্ঠ সুর ও সঙ্গীতবারী সিদ্দিকী
কাহিনী সংক্ষেপ
আগের পর্বে সবাই রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে গিয়েছিল। এই পর্বে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হল পরের দিন সকাল বেলায় মফিজ কম্পাউন্ডার শওকত সাহেবের বাড়ি এসে দোকান খোলার জন্য তার স্ত্রীর কাছে দোকানের চাবি চাইলেন। শওকত সাহেবের স্ত্রী চাবি এনে মফিজ কমপাউন্ডারকে দেওয়ার পর মফিজ কম্পাউন্ডার তার স্ত্রীকে তার প্রেমিকার কথা জিজ্ঞাসা করলেন কিন্তু নাম বলে জিজ্ঞাসা না করায় শওকত সাহেবের স্ত্রী কিছুটা অভিনয় করলেন না বুঝার। এদিকে মফিজ কম্পাউন্ডার তাকে বোঝাতে না পেরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলে তখন শওকত সাহেবের স্ত্রী অনেকটা হেসে তাকে জবাব দিলেন যে না তার প্রেমিকা এখানে আসেনি। এই কথা শুনে মফিজ কম্পাউন্ডার দোকানের উদ্দেশ্যে রওনা হলেন।

IMG_20230331_113330.jpg

এদিকে ব্যস্ত ডাক্তার খুব সকালে মাঠে চলে গিয়েছিলেন সাথে বেলালকে নিয়ে। বেলাল মাঠ থেকে পাটের আঠি মাথায় করে বাড়িতে নিয়ে আসছেন। ব্যস্ত ডাক্তারের স্ত্রী বসে তাদের জন্য অপেক্ষা করছেন, যদিও সে হাতে একটি কাজ করছেন। এরমধ্যেই বাড়িতে একজন রোগী এসে হাজির। রোগীকে আপনারা সকলেই চিনবেন গত পর্বে ব্যস্ত ডাক্তার তার মেয়ের পরিবর্তে তাকেই চিকিৎসা করেছিলেন। তিনি এসেছেন ডাক্তারকে তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য তার মেয়ের প্রচন্ড ব্যথা উঠেছে। এদিকে ডাক্তার বাড়িতে না থাকায় তার স্ত্রী তাকে বসিয়ে তার পুরো পরিবার সম্পর্কে জানতে চাইলেন। ব্যস্ত ডাক্তারের স্ত্রী তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন এবং সে তাকে বললেন যে ডাক্তার কে সে পাঠিয়ে দেবে।

IMG_20230331_113400.jpg

IMG_20230331_113429.jpg

মফিজ কম্পাউন্ডার দোকানে যাওয়ার পথে তার প্রেমিকার বাড়ির সামনে এসে বেল বাজালেন। বেলের আওয়াজ শুনে তার প্রেমিকা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এসে তার সাথে দেখা করলেন। এখানে তারা কিছুক্ষণ কথা বলে মফিজ কম্পাউন্ডার আর দেরি করলেন না সে তাড়াতাড়ি দোকানের উদ্দেশ্যে রওনা দিলেন। ভালোবাসা মনে হয় এমনই একটু চোখের দেখা দেখলেই শান্তি।

IMG_20230331_113444.jpg

IMG_20230331_113506.jpg

অন্যদিকে শওকত সাহেব মাঠ থেকে ফিরে এসে গোসল করে খাওয়া দাওয়া করে দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হচ্ছেন।

IMG_20230331_113526.jpg

ব্যস্ত ডাক্তার মাঠ থেকে ফিরে তার চেম্বারে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। সে বেলালকে ডেকে তার মোটরসাইকেল রেডি করার জন্য বলে। কিন্তু তার স্ত্রী তাকে বলে আগে গোসল করতে হবে খাওয়া-দাওয়া করে তারপরে চেম্বারে যাবে। ব্যস্ত ডাক্তার তার স্ত্রী কথা মতই কাজ করে। এই ফাঁকে যে রোগী এসেছিল তার কথাও তাকে বলে তখন ব্যস্ত ডাক্তার বলল আগে খাওয়া-দাওয়া করে নেই তারপর দেখা যাবে।

IMG_20230331_113541.jpg

IMG_20230331_113615.jpg

অন্যদিকে ব্যস্ত ডাক্তারের কাছ থেকে এক লোক প্রেসক্রিপশন করে নিয়েছিল শওকত সাহেব নাকি ওষুধের দাম বেশি রাখে, তাই সে অন্য ফার্মেসি থেকে ওষুধ কিনতে যায় কিন্তু কেউ ব্যস্ত ডাক্তারের লেখা ধরতে না পারায় তাকে ওষুধ দিতে পারেনি। বাধ্য হয়ে লোকটি শওকতের ফার্মেসিতে এসে ওষুধ নিতে হয় আর এই জিনিসটা শকত সাহেব মনে মনে আগেই ভেবে রেখেছিলেন যে তাকে তার কাছে আসতেই হবে।

IMG_20230331_113638.jpg

এদিকে বেলাল ব্যস্ত ডাক্তারের মোটরসাইকেল একটি কাপড় দিয়ে মুছে রেডি করতে করতে মোটরসাইকেল এর সাথে কথা বলতেছে বিষয়টা খুবই হাস্যকর হলেও আমার কাছে খুবই ভালো লেগেছে।

IMG_20230331_114458.jpg

তারপর ব্যস্ত ডাক্তার সকলে খাওয়া-দাওয়া শেষ করে তার চেম্বারের উদ্দেশ্যে বের হলেন এবং মোটরসাইকেল নিয়ে বেলাল মোটরসাইকেলে ধাক্কা দিয়ে মোটরসাইকেল স্টার্ট করে ব্যস্ত ডাক্তার তার চেম্বারে চলে গেলেন।

IMG_20230331_114652.jpg

অন্যদিকে যে লোকটি ব্যস্ত ডাক্তারের বাড়িতে গিয়েছিল সে তার বাড়িতে বসে কাজ করছিল এদিকে তার স্ত্রী এসে তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনতে বলল। কারণ তখন তার মেয়ের পেটের ব্যাথা পছন্দ করে বেড়ে গিয়েছিল। আর দেরি না করে দ্রুত দৌড়ে গেল ব্যস্ত ডাক্তারের চেম্বারে। সেখানে গিয়ে ডাক্তারকে না পেয়ে দ্রুত চলে গেল ব্যস্ত ডাক্তারের বাড়িতে।

IMG_20230331_114715.jpg

বাড়িতে গিয়েও ডাক্তারকে না পেয়ে তখন সে তার বাড়িতে ফিরে গেল। এদিকে ব্যস্ত ডাক্তার এতটাই ব্যস্ত যে সে তার চেম্বারে রোগী দেখা শেষ করে রাতে আবার বাড়ি ফিরে এলো কিন্তু ওই লোকটির বাড়িতে আর গেল না।

IMG_20230331_114813.jpg

IMG_20230331_114855.jpg

IMG_20230331_114922.jpg

IMG_20230331_114936.jpg

নিজস্ব মতামত
আসলে এই নাটকটিতে যেসব ঘটনাগুলো ঘটতেছে সেগুলো কিন্তু বাস্তবতা থেকেই নেওয়া অনেক ঘটনা। গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষগুলোর সাথে আগে এর চেয়ে অনেক মারাত্মক ধরনের ঘটনা ঘটত। কিন্তু এই নাটকটিতে ব্যস্ত ডাক্তারের ওই লোকটিকে এত অবহেলা করাটা আমি একেবারেই মানতে পারিনা। এই নাটকের সবগুলোই মোটামুটি ঠিকই আছে কিন্তু ব্যস্ত ডাক্তারের এই ব্যস্ততা এবং মানুষকে গুরুত্ব না দেওয়া এই বিষয়টা খুবই খারাপ লাগে আমার কাছে। সবচেয়ে বড় কথা হচ্ছে নাটকটিতে গ্রামাঞ্চলের এই ঘটনাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যেগুলো হয়তো আমরা এর আগে দেখিনি কিন্তু নাটকগুলোর মাধ্যমে তা দেখতে পাচ্ছি।

রেটিংস
৯/১০
-
নাটকের ইউটিউব লিংক

Sort:  
 2 years ago 

খুবই মজার একটা নাটকের রিভিউ ছিল কিন্তু। এরকম মজার মজার নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ব্যস্ত ডাক্তার নাটকটির রিভিউ দেখে এবং পড়ে খুবই ভালো লেগেছে আমার কাছে। যদিও এই নাটকটি আমার দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পোস্টের মাধ্যমে দেখেছি বলেই একটু বেশি ভালো লেগেছে। অনেক মজা পেয়েছি নাটকটির রিভিউ পোস্ট পড়ে।

 2 years ago 

নাটকটি আসলে একটি মজার নাটক। নাটকটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ সুন্দর নাটক তো। আপনার রিভিউ দেতো তো মনে হচ্ছে যে নাটকটিেএকবার হলেও দেখা দরকার। আর যে যেহেতু তিশা আছে তাহলে তো আরও দেখা দরকার। সুন্দর করে নাটকটির প্রতিটি সিকোয়েন্স এর রিভিউ করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সম্ভাব হলে নাটকটি একবার দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে। খুব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ব্যস্ত ডাক্তার নাটকের রিভিউটা পড়ে মনে হচ্ছে নাটকটা খুবই মজার। এরকম মজার নাটক গুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। এই নাটকটা অবশ্য আমার দেখা হয়নি তবে আপনার রিভিউটা পরে দেখার ইচ্ছে জাগলো অবশ্যই নাটকটি দেখে নেব। খুব সুন্দর করে রিভিউ পোষ্টের মাধ্যমে নাটকটি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মজার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ এই নাটকটি খুবই মজার। দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সম্ভব হলে নাটকটি দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষগুলোর সাথে আগে এর চেয়ে অনেক মারাত্মক ঘটনা ঘটে থাকতো। এই নাটকটির মাধ্যমে কিন্তু আমরা অনেক শিক্ষাই অর্জন করতে পারব। আমার কাছে যদিও এরকম নাটক গুলো দেখতে ভালো লাগে না কিন্তু এটি খুবই শিক্ষনীয় একটি নাটক তাই ভাবছি সময় পেলে নাটকটি দেখে নেব। আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন।

 2 years ago 

সম্ভব হলে নাটকটি দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে।আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আপু খুব ছোট সময় বিটিভিতে আমি এই নাটকটি দেখেছিলাম। নাটকটি অনেক সুন্দর হাসিঁর একটি নাটক। ডাক্তারের মটরসাইকেলটা দেখে বেশি হাসিঁ পায়। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিকই বলেছেন আসলে ডাক্তারের মোটরসাইকেল দেখলে খুবই হাসি পায়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68712.16
ETH 2434.53
USDT 1.00
SBD 2.34