স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে কাটানো সুন্দর ও মজার কিছু মুহূর্ত
আসসালামু আলাইকুম
আমরা সবাই একসাথ হই আমাদের স্কুল ক্যাম্পাসে। আমাদের স্কুল ক্যাম্পাসের কয়েকটি পোস্ট আগেও শেয়ার করেছিলাম, দেখেছেন নিশ্চয়ই। তো ক্যাম্পাসে ফল আর ফুল গাছের কোনো অভাব নেই। আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম পরে দেখি গাছে অনেক কাচা আম ধরে আছে। দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। পরে প্ল্যান করি, যেভাবেই হোক আম নিতে হবে। আম গুলা এভাবে না খেয়ে যাবো না। পরে কাজ শুরু করে দেই।
আমরা কিন্তু এখানে আম চুরি করিনি। সবার সামনে থেকেই আম নিয়েছি। তাই এটাকে অবশ্য আম ডাকাতি বলা যায় । আমরা একটি লাঠি দিয়ে অনেক চেষ্টা করেছিলাম তবে দু তিনটের বেশি নিতে পারেনি। তারপর আমার এক ফ্রেন্ড বলল সে একটু গাছের উপর উঠে নিতে পারবে। এই গাছের উপরে ওঠাটা খুব বেশি কঠিন নয়। তাই ও সহজে উঠতে পেরেছে। আর খুব বেশি উপরে ওঠা লাগেনি। যাইহোক পরে বেশ কিছু আম পেড়ে নিয়েছি। আশেপাশে কয়েকজন আঙ্কেল আন্টি ছিল এবং একজন দাদু ছিল এই কাজটি করেছি। পরে তাদের কেও কিছু আম দিলাম। এবং আমরাও ওখানে বসে খেলাম।
তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। খাওয়া দাওয়া ঠিক মতো না হলে বাইরে বের হওয়া সফল হয় না আসলে😜। এরপর আমরা ফ্রাইড চিকেন এবং কোক অর্ডার করলাম। তারপর রাজবাড়ীর মাঠে গিয়ে ফুচকা আর চানাচুর মাখা খেলাম। দিনটি খুব সুন্দর ভাবে কাটিয়েছি। তাই সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করলাম।
আপনারা দেখতেছি বান্ধবীরা মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আমার মনে হয় সবগুলো আম বান্ধবীরা মিলে গাছ থেকে পেড়ে নিলেন। এবং বান্ধবীরা মিলে খেলেন এবং পাশের যে লোকগুলো দেখেছে তাদেরকে দিলেন। এরপর হোটেলে গিয়ে খুব মজা করে খাবারও খেলেন। তারপর ফুচকা এবং চটপটি ও খেলেন রাজবাড়ির সামনে থেকে। তবে আমার কাছে মনে হয় বান্ধবিরা মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনার পোস্টটি পড়ে এবং দেখে বোঝা যাচ্ছে।
জ্বী ভাইয়া, সবাই মিলে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
নিশ্চয়ই আপনি আপনার স্কুল লাইফের বন্ধুদের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে ছিলেন। আসলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো বেশিরভাগই সুন্দর হয়ে থাকে। আপনারা তো দেখছি স্কুলের ক্যাম্পাস থেকে আম ডাকাতি করে খেয়েছেন। আর যেই আপুটা যাছে উঠছিল উনি কি আপনাদের দলের মাথা?😁 যাইহোক বন্ধুদের সাথেই থাকলে এরকম একটু দুষ্টামি ফাজলামি করতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া আমি ঠিক করে নিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে।
না ও মাথা না। ও একটু দুষ্টুমি বেশি করে।😆
স্কুল লাইফের সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন আসলে এই মুহূর্তগুলো ভোলার মতো না। আপনারা স্কুল ক্যাম্পাস থেকে আম চুরি করে খেয়েছেন। আপনার আরেকটি কথা আমার অনেক ভালো লেগেছে খাওয়া-দাওয়া ঠিক মতো না হলে বাইরে বের হওয়ার সফল হয় না।ধন্যবাদ আপু সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে এই স্কুল লাইফের ফ্রেন্ডরা একেবারে আলাদা হয় সবার থেকে। আপনি তো দেখছি আপনার স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছিলেন। আপনারা দেখছি দিনে দুপুরে আম ডাকাতি করেছেন। যাই হোক সবাই মিলে তাহলে বসে বেশ মজা করে খেয়েছিলেন এই আমগুলো এবং সেই সাথে দেখছি আরো কিছু খাবার খেয়েছিলেন। ভীষণ ভালো লাগলো আপনাদের কাটানো মুহূর্তটি পড়ে
স্কুল লাইফের বন্ধুরা মিলে অনেক আনন্দ করেছিলাম। স্কুল লাইফের বন্ধুদের আসলে কখনো ভুলার মত না। আম ডাকাতি করে অনেক মজা করে খেয়েছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
স্কুল জীবনের বান্ধবীর সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন। তবে আপনারা কিভাবে এতগুলো আম পেরেছেন। যাইহোক বান্ধবীরা মজা করে খেলেন এবং আংকেল এবং একটা দাদুকেও আম দিলেন। এবং রেস্টুরেন্ট গিয়ে ভালো করে খাবার খেলেন এবং রাজ বাড়ির সামনে গিয়ে ফুচকা এবং চানাচুরও খেলেন। মনে হয় খুব মজার খাবারগুলো একদিনে খেয়ে ফেললেন হা হা। অনেক সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ বান্ধবীদের সাথে অনেক মজা করে আনন্দে দিন কাটিয়েছি। এবং পছন্দের খাবার গুলো খেয়েছিলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
কলেজে ইউনিভার্সিটি জীবনের তুলনায় স্কুল জীবনের স্মৃতি গুলো অনেক মধুর হয়। কারণ এক সাথে অনেক দিন কাটানো তাদের সাথে শৈশব কৈশোর জীবন কাটানো বেশ ভালই লাগে। ইউনিভার্সিটি এবং কলেজ জীবনের বন্ধু গুলো খুব ক্ষণস্থায়ী হয়। সবাই মিলে অনেক সুন্দর আড্ডা দিয়েছেন আম খাওয়ার দৃশ্যটা বেশ ভালোই লেগেছে। তাছাড়া অন্যান্য খাবার গুলো অনেক লোভনীয় ছিল।
আসলেই তাই আপু, স্কুল জীবনে আমরা অনেকগুলো বছর একসাথে কাটাই যার কারণে সেই সময় গুলো আমাদের জীবনের খুব সুন্দর কিছু মুহূর্ত হয়ে ওঠে।
ধন্যবাদ আপু, সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Share on Twitter
আমার কাছে মনে হয় স্কুল লাইফের বন্ধুত্বের মতো আর বন্ধুত্ব হয় না। পোস্টটি পড়ে বুঝলাম বেশ সুন্দর সময় কাটিয়েছেন স্কুল লাইফের বন্ধুদের সাথে। গাছ থেকে কাঁচা আম পারার দৃশ্যটা কিন্তু খারাপ ছিল না। খাবারও তো খেয়েছেন হেব্বি। সব মিলিয়ে সুন্দর একটি পোস্ট ছিল আজ।
আমারও তাই মনে হয় আপু। স্কুল লাইফের বন্ধুত্ব গুলো আসলেই সেরা। প্রত্যেকটা খাবার আসলেই খুব সুস্বাদু ছিল। ধন্যবাদ আপনাকে।
আমাদের সকলেরই কমবেশি স্কুল লাইফটা সবথেকে বেশি ভালো কাটে। আপনার পোষ্টের মাধ্যমে বদনাম আপনি অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলেন। স্কুলের আম গাছ থেকে বেশকিছু আম্পেরে আপনারা সবাই মিলে খেয়েছেন। আপনার সুন্দর একটি অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।