কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপি // 10% beneficiaries @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলামুআলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপি। এই রেসিপিটি কাঠালের সিজনেই করেছিলাম। তবে শেয়ার করা হয়নি। আজকে পোস্ট খুঁজতে গিয়ে এই রেসিপি টি পেলাম। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

20220722_142120891.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মুরগির মাংস
  • কাঁঠালের বিচি
  • রসুন বাটা
  • আদা বাটা
  • লবণ
  • মরিচ গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • তেজপাতা
  • দারুচিনি
  • এলাচ
20220722_110313819.jpg20220722_110342476.jpg
প্রথম ধাপ
20220722_110810206.jpg20220722_110830714.jpg

প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এরপর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা। তারপর দিয়ে দিয়েছি গরম মসলা।

দ্বিতীয় ধাপ
20220722_110906185.jpg20220722_110929932.jpg

এরপর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরা গুড়ো।

তৃতীয় ধাপ

20220722_111024256.jpg

এরপর খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো মসলা খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

চতুর্থ ধাপ
20220722_111046428.jpg20220722_111116736.jpg

এরপর সেখানে দিয়ে দিয়েছি মুরগির মাংস। তারপর মসলাগুলোর সাথে মুরগির মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ

20220722_112924495.jpg

এরপর সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি।

সর্বশেষ ধাপ
20220722_114510460.jpg20220722_114443852.jpg

পানি দেওয়ার পর মাংসগুলো কিছুক্ষণ রান্না করে সেখানে কাঁঠালের বিচি এবং গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর ঝোল কিছুটা শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি

20220722_142129371.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করলে এত সুন্দর দেখায় আমি আগে। মসলার ব্যবহার খুবই পারফেক্ট হয়েছে তাই কালার এতো দারুন হয়েছে। পরিবেশন দেখে তো আমি লোভ সামলাতে পারছি না। এরকম এক পেয়ালা মুরগির মাংস আমাদের বাসায় পাঠিয়ে দিন।

 2 years ago 

যদি সম্ভব হতো তাহলে আপনার বাসায় এক পেয়ালা পাঠিয়ে দিতাম। চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক শুভকামনা।

 2 years ago 

এই তো কিছুদিন আগে মুরগির মাংসের ভুনা রেসিপি খেয়েছি। আমার কাছে দেশি মুরগির মাংস ের ভুনা রেসিপি করলে খুবই সুস্বাদু লাগে খেতে। সবারই মুরগির মাংসের ভুনা রেসিপি ফেভারিট। আপনি কাঁঠালের বিচি দিয়ে দারুন ভুনা রেসিপি করেছেন অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago (edited)

আজ সকালে এক আপুকে দেখেছি, মুরগির মাংস দিয়ে সিমের বিচি রান্না করতে, আর এখন আপনার পোস্টে দেখছি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করতে। এই অসময়ে সিমের বিচি ও কাঁঠালের বিচি সত্যিই খুবই লোভনীয় খাবার। যা মন চাইলেও সুস্বাদু এই রেসিপিগুলো খেতে পারব না। আপনার পোস্টে কাঠালের বিচি দিয়ে মুরগির মাংস রেসিপি দেখে ভীষণ খাবার লোভ হচ্ছে। আপু, অনেকদিন পরে হলেও কাঁঠালের বিচি দিয়ে মাংসের রেসিপি শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করেও আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপু রেসিপিটি অনেক মজার হয়েছে দেখেই বুঝতে পেরেছি। আমিও এভাবে রান্না করি, খেতে খুবই মজা হয়।অনেক ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার কাছেও খেতে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপি দেখে আমার মুখে পানি চলে আসলো। এই রেসিপিটি আপনি খুবই সুন্দরভাবে প্রদর্শন করেছেন। সাধারণত মুরগির মাংসের সাথে যখন কাঁঠালের বিচি দেওয়া হয় তখন এর সৌন্দর্য এবং স্বাদ অনেকটাই বৃদ্ধি পায়।

 2 years ago 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

কাঁঠালের বিচি অসময়ে পাওয়াটা খুবই দুষ্কর।তবে আপনি খুব চমৎকারভাবে কাঁঠালের বিচি ও মুরগির মাংস দিয়ে রেসিপিটি করেছেন, যেটি আসলে খুবই ইইউনিক মনে হয়েছে আমার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে তুলে ধরার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন অসময়ে কাঁঠালের বিচি পাওয়া যাবে না। তবে ফ্রিজে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখা যায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

ঠিক বলেছেন ফ্রিজে এখন অনেক কিছুই সংরক্ষণ করে রাখা যায়। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

আপনার রেসিপিটি দেখে অনেক ইউনিক মনে হচ্ছে। রেসিপির কালার অনেক সুন্দর আসছে এবং খেতেও মনে হয় অনেক টেস্টটি হয়েছে। আমিও কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস বাসায় এভাবে রান্না করি খেতে অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়। সুন্দর ও গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে সবাই বেশ ইউনিক ইউনিক রেসিপি শেয়ার করছে। এক আপুকে দেখলাম সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করেছে, আর আপনি কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছেন। আপনার রেসিপিটি দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছে। এভাবে রান্না করলে খেতে মনে হয় বেশ সুস্বাদু হয়। যদিও কখনো খাইনি ।তবে অবশ্যই একবার ট্রাই করে দেখব ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সম্ভব হলে রেসিপিটি একবার তৈরি করে দেখবেন। আশা করি খেতে আপনার কাছে খুবই ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি কখনো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস খাইনি। এটা নিঃসন্দেহে সুস্বাদু খাবার।
আমার কাছে বেশ ইউনিক লেগেছে রেসিপিটি।
আর বেশ গোছানো পরিবেশনা ছিল আপু 🥀

 2 years ago 

বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি খেতে ভালো লাগবে। রেসিপিটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক শুভকামনা

 2 years ago 

কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করেছিলেন আর আজকে সেটা শেয়ার করেছেন। আলাদা পাত্রে পরিবেশন করা রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে আর রেসিপির কালার টা বেশ ফুটেছে। আসলে কাঁঠালের বিচি দিয়ে কখনো মাংসের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। আমার কাছে অনেকটাই ইউনিক লেগেছে।

 2 years ago 

রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65