কয়েকটি ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
এবার আপনাদের সাথে একটা জিনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। জিনিয়া ফুলও অনেক রংয়ের এবং অনেক জাতের দেখা যায়। ফুল গাছগুলো খুব বেশি বড় হয় না মাটির সাথেই লেগে থাকে। আর ফুল ফুটে ভরে থাকে যেগুলো দূর থেকে দেখতেও খুব ভালো লাগে। এই ফুলের পাপড়ি গুলো সংখ্যায় বেশি থাকে আর যেগুলো খুব সুন্দর ভাবে সজ্জিত থাকে।
এখানে আমি আপনাদের সাথে লাল টকটকে একটা গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। গোলাপ ফুল সবারই পছন্দের। এ গোলাপ ফুলের ফটোগ্রাফি টা আমাদের বারান্দার গোলাপ ফুল গাছ থেকে ক্যাপচার করেছিলাম। এই গোলাপ ফুলগুলো হাইব্রিড জাতের হওয়ার কারণে ফুল গুলো তুলনামূলক বড় হয়। যার কারনে দেখতেও খুব সুন্দর লাগে। ফুলটি আমার কাছেও বেশ ভালো লেগেছে।
এখানে আমি আরও একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা হচ্ছে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। অনেকেই একে নীলকন্ঠ ফুল বলে থাকে। এই ফুলগুলো আমার খুব পছন্দের। বিশেষ করে এই ফুলের চা টা আমার কাছে বেশ লোভনীয় লাগে। সবুজ পাতার ফাঁকে নীল রংটা খুবই চমৎকার দেখায়।
এই ফুলটা আমার বেশ পছন্দের। এটা হচ্ছে কাঠ গোলাপ ফুল। এই ফুল কমবেশি সবাই পছন্দ করে। কাঠ গোলাপ ফুল অনেক কালারের দেখা যায়। তবে আমার কাছে এই সাদা ফুলগুলো ভালো লাগে। বিশেষ করে সাদা এবং হলুদের কম্বিনেশনটা অসাধারণ লাগে দেখতে। তবে গোলাপি কালারের ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। বৃষ্টির ফোঁটায় ভিজে থাকার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এই ফটোগ্রাফি টাও কিছুদিন আগেই করা।
সর্বশেষে আমি আপনাদের সাথে খুব সুন্দর রেইন লিলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলগুলো বর্ষাকাল আসলেই অনেক ফুটে। একসাথে এতগুলো ফুল ফুটে থাকতে দেখতেও ভালো লাগে। এই ফুলের পাতাগুলো ভীষণ লম্বা ঘাসের মতো হয়। এটি আমি ছাদ থেকে ক্যাপচার করেছিলাম। আমাদের এই রেইন লিলি ফুল সাদা কালার রয়েছে।
ধন্যবাদান্তে
@isratmim








আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে, আর ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমি সব থেকে বেশি পছন্দ করি। যে কোনো ফুলের ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। কারণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে সেগুলোর দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। একেবারে মন ছোঁয়া ছিল আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটোগ্রাফির প্রশংসা করা লাগছে। ধন্যবাদ সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করার জন্য।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা অবিরাম।
ওয়াও আপনি তো অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সত্যি বলতে আপনার তোলা প্রতিটা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে আপু।বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোষ্টটি শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার ভীষণ পছন্দের একটি ফুল হল কাঠ গোলাপ ফুল। তাছাড়াও বাকি ফটোগ্রাফি গুলি খুবই ভালো লাগলো ।অপরাজিতা ফুলকে নীলকন্ঠ বলে জানতাম আগে। যাই হোক মোটামুটি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি,দেখে ভালো লাগলো।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।
আজকে আপনি পছন্দের কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে ফুলের ফটোগ্রাফি কোনটা রেখে কোনটা প্রশংসা করি ভেবে পাচ্ছিনা। প্রতিটা ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে একের পর এক চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ একই সাথে এখানে যেভাবে আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ একই সাথে এখানে একেবারে শেষের দিকে যেভাবে কাঠ গোলাপ এবং রেইন লিলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷
দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। কাঠ গোলাপ ফুল আমার খুবই পছন্দ। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।