DIY Event (এসো নিজে করি):- একটি প্রাকৃতিক দৃশ্যের অঙ্কন // ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের একটি প্রাকৃতিক দৃশ্য অংকন শেয়ার করতে যাচ্ছি। যদিও আমি প্রাকৃতিক-দৃশ্য তেমন একটা অংকন করি না। আজকে অনেকদিন পর এমন একটি দৃশ্য করেছি। সব সময় প্রায় ম্যান্ডেলা আর্ট এবং পেন্সিল আর্ট করে থাকি। এমন আর্ট খুব কম করা হয়। তাহলে চলুন দেখে আসা যাক আমার আজকের ড্রইংটি।

20211214_125447047.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • ড্রইং খাতা
  • পেন্সিল
  • রাবার
  • কাটার
  • মোম রং

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrca9ttyKyEP8cAxagRrmYxMusLFze4wardfUVsSNsqyJdQHXWDm5HUZGRRKmvBTtgG7keikqDoZtrPU59Udg6qGAb3tVL.jpeg

প্রথম ধাপ

  • প্রথমে আমি ড্রইং খাতায় পেন্সিল দিয়ে একজন মহিলার চুল এবং মুখ অঙ্কন করি। এবং এরপর আমি মহিলাটির হাত এবং অন্যপাশে অন্য হাতে কলসি অঙ্কন করি।

20211214_103415356.jpg

দ্বিতীয় ধাপ

  • এরপর আমি মহিলাটির সম্পূর্ণ শরীর অঙ্কন করি।

20211214_104759769.jpg

তৃতীয় ধাপ

  • এরপর আমি মাঠ, রাস্তা, বাড়ি এবং পাহাড় অঙ্কন করি। এবং মাঝখান বরাবর একটি নদী অঙ্কন করি।

20211214_110137232.jpg

চতুর্থ ধাপ

  • এরপর আমি নদীর অন্যপাশে গাছ,মাঠ এবং বাড়ি অঙ্কন করি।

20211214_110404073.jpg

  • এভাবে আমি সম্পূর্ণ ড্রয়িং টি পেন্সিল দিয়ে অঙ্কন করে নেই।

20211214_111152822.jpg

পঞ্চম ধাপ

  • তারপর আমি আকাশে নীল রং দিয়ে রং করি এবং কিছু সাদা মেঘ অংকন করে দেই।

20211214_111830665.jpg

ষষ্ঠ ধাপ

  • এরপর আমি সূর্যোদয়ের মত করে সম্পূর্ণ আকাশ টি অংকন করি।

20211214_112808808.jpg

সপ্তম ধাপ

  • তারপর গাছগুলো রং করি।

20211214_113917787.jpg

অষ্টম ধাপ

  • তারপর আমি আকাশে কিছু পাখি এবং পাহাড় গুলো রং করি।

20211214_115018894.jpg

নবম ধাপ

  • তারপর আমি মহিলাটির শাড়ি রং করি।

20211214_115510971.jpg

দশম ধাপ

  • তারপর আমি রাস্তা এবং মাঠ রং করি।

20211214_122836838.jpg

একাদশ ধাপ

  • তারপর আমি পেন্সিল দিয়ে বর্ডার লাইন গুলো গাঢ় করে নেই।

20211214_123432331.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর আমি নদীটির পানি রং করি।

20211214_123708986.jpg

এভাবে সম্পন্ন হলো আমার আজকের ড্রইং।

20211214_123807727.jpg

20211214_125324239.jpg

20211214_125611523.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভাল লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ইতি
@isratmim

Sort:  
 3 years ago 

অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের অঙ্কন করেছেন।
বেশ সুন্দর ভাবে দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। আনি কালারের ব্যবহার ও বেশ সুন্দর করেছেন। এবং অঙ্কনের প্রতিটি ধাপ বেশ ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার অংকন করা গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে। আপনার কালার করার ধাপগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনে অনেক সুন্দর ভাবে ড্রইংটা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি অনেক সুন্দর করে আপনার অংকনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আপু। আপনার অঙ্কিত এই চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্রাম্য বধু কলসি নিয়ে নদীর ঘাটে জল আনতে যাচ্ছে এই চিত্রটি দেখে খুবই ভালো লাগলো। দারুন একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

পল্লীগ্রামে গায়ের বধু খুব সুন্দর ভাবে আপনি এঁকেছেন।। আপনার অংকন করার আইডিয়া খুবই দারুণ। এই ধরনের ছবি দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার প্রাকৃতিক-দৃশ্য-অংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি প্রতিটি ধাপ এঁকেছেন ।যা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে কিভাবে আপনি আর্টটি করেছেন। খুব সুন্দর করে আবার রং করেছেন যার জন্য আপনার প্রাকৃতিক দৃশ্য টি আরও অনেক বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। এই অংকনটি আমার খুবই ভালো লেগেছে। আপনার প্রতিটা উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে এই দৃশ্যটি অঙ্কন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দরভাবে একটি প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন ।আপনার তৈরি এই প্রকৃতির দৃশ্যের চিত্রটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে ।আপনার অংকন এর মধ্যে একটি মেয়ে কলসি কাকে নিয়ে জল নিয়ে যাচ্ছে ,এই দৃশ্যটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ।আপনার অংকনটি আপনি রং পেন্সিল ব্যবহার করে আরও আকর্ষণীয় করে তুলেছেন ।এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতে এ রকম অংকন আশা করব ,শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 
আসলে আপনি সুন্দর পেইন্টিং করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার পেইন্টিংয়ের হাত অনেক ভালো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল। প্রাকৃতিক দৃশ্যগুলা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন
 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74