DIY event (এসো নিজে করি) :- কাগজের তৈরি একটি ওয়ালমেট // ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কাগজের তৈরি একটি ওয়ালমেট বানানো শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
ওয়ালমেট তৈরি করতে আমাদের যা যা লাগবে
- রঙিন কাগজ
- কাঁচি
- আঠা
প্রথম ধাপ
- প্রথমে কালো রঙের কাগজ নিয়ে সেটিকে লম্বা করে কেটে নিয়েছি। তারপর সেটিকে গোল করে কাঠি বানিয়ে নিয়েছি। পাঁচটি কাঠি আমি বানিয়েছি। এরপর একটি কাগজের মধ্যে কাগজের কাঠিগুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিব। পাঁচটি কাঠির মাঝখানে একটি বড় তারপর দুই পাশের গুলো কিছুটা ছোট এবং তার পরের গুলো আর একটু ছোট।
দ্বিতীয় ধাপ
- এরপর হলুদ রঙের কাগজ চিকন করে কেটে নিয়েছি। তারপর সেটি মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি। এরপর সেটির বন্ধ পাশে চিকন করে কেটে নিয়েছি। তারপর সে গুলোকে গোল করে ছোট ফুল বানিয়ে নিয়েছি।
তৃতীয় ধাপ
- এরপর একটি টুকরো কাগজ কেটে নিয়েছি। তারপর সেটির মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি। এরপর মাঝখান বরাবর আরো একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর সেটিকে ফুলের কলির মত গোল করে কেটে নিতে হবে উপরে এবং নিচে দুই পাশেই।
চতুর্থ ধাপ
- ভাজটি খোলার পর সেটি দেখতে দেখতে ফুলের মতো দেখা যাবে। এবং সেটির মাঝখান বরাবর একটি ছিদ্র থাকবে। সেই মাঝখানে আগে তৈরি করা ফুলগুলো বসিয়ে দিতে হবে।
সর্বশেষ ধাপ
- এরপর কাগজের তৈরি কাঠির উপর উপর ফুলগুলো বসিয়ে দিতে হবে।
সত্যি আপু রঙিন কাগজ দিয়ে আপনি আজকে ওয়ালমেট নিয়ে আমাদের মাঝে হাজির হলেন। বাহ অসাধারণ লাগছে ওয়ালমেট টি। কালার কম্বিনেশন এবং ফুলের পাপড়ি গুলো আমার খুবই ভালো লেগেছে এবং প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ভালো লাগলো আপু
মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
অদ্ভুত বানিয়েছেন । খুবি সুন্দর একটা জিনিস শিখে ফেললাম। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা ওয়ালমেট তৈরীর প্রক্রিয়া শেয়ার করার জন্য। শুভ কামনা রইল । ভাল থাকবেন।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
কাগজের তৈরি একটি ওয়ালমেট // টি জাস্ট অসাধারণ হয়েছে।শুভকামনা আপনার জন্য♥
আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপনার DIY সর্বদা দুর্দান্ত, আমি সত্যিই এটি পছন্দ করি এবং আপনি ভাল ব্যাখ্যা করেন, আপনাকে ধন্যবাদ
মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
আপনার ওয়ালমেট টি খুবই সুন্দর হয়েছে। বেশ চমৎকার একটা জিনিস বানিয়েছে। আপনার ভিতরে ভালো সৃজনশীলতা আছে। কিন্তু আপনি এখনো মার্কডাউন এর ব্যবহার ভালোভাবে শিখতে পারেননি। অতি দ্রুত শিখে নিন তাহলে আপনার পোষ্টের কোয়ালিটি আরো ভালো হবে।
আপনি যদি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে সফল হতে চান। তাহলে এই পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়ে নিন।
https://steemit.com/hive-129948/@moh.arif/amar-bangla-blog-tutorial-collection
জি ভাইয়া পরেরবার থেকে অবশ্যই চেষ্টা করব মার্কডাউন এর যথাযথ ব্যবহার করে পোস্ট করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য।
আপনার কাগজ দিয়ে ওয়ালমেটটি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন।এটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনারজন্য শুভকামনা রইল।
মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভিন্ন ধরনের একটি ওয়ালমেট তৈরির পদ্ধতি শেয়ার করেছেন।এত সহজেই যে,ওয়ালমেট তৈরি করা যায় তা আমার জানা ছিল না। ধাপগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বাহ আপু আপনার ওয়ালমেট টি তো খুবই দারুন হয়েছে।দেখে তো বোঝাই যাচ্ছে না আপনি কাগজ দিয়ে ওয়ালমেট টি তৈরি করেছেন।মনে হচ্ছে যেন একদম সত্যি ফুল।প্রতিটি ধাপ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
আপু আপনার ওয়ালমেটটা খুবই চমৎকার লাগছে ।আমার কাছে হলুদ ছোট ছোট ফুলগুলো বেশি ভালো লাগছে ।কত সুন্দর ভাবে নিখুঁত করে আপনি ফুলগুলো বানিয়েছেন ।প্রতিটি ধাপে ধাপে আপনি আমাদেরকে শিখিয়েছেন। ওয়ালমেটটি অনেক কালারফুল হয়েছে ।আপনার জন্য শুভকামনা রইল আপু।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপনার ওয়ালমেট তিন চোখ জুড়ানোর মত ছিল। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার একটা বড় গুণ দেখলাম আর সেটা হলো আপনি নতুন নতুন জিনিস উপহার দেন আমাদের। আমাদের সাথে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটা ওয়ালমেট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপু।
আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য