সাদা ঘোড়া - স্বরচিত কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

পরিবারের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সকলে সুস্থ আছেন। বেশ অনেকদিন পর অনেকটা সময়ের ব্যবধান পেরিয়ে আজকে একটু লেখা লিখি শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। বেশ কিছু কারণে একটু ব্যস্ত রয়েছি, তাই কিছুতেই প্লাটফর্মে নিয়মিত হয়ে উঠতে পারছি না ।এই মাসে থার্ড সেমিস্টার এর পরীক্ষা পার হলে একটু স্বস্তি মেলে আর কি, বছর শুরুর দিকে একটা লেখা শেয়ার না করলেই নয়।
কমিউনিটি এবং এই প্লাটফর্মের সাথে বহুদিন ধরে সেভাবে যোগাযোগ না থাকলেও আমি অবশ্যই আপনাদের সকলকে এবং এই প্লাটফর্মকে মিস করি। ভগবানের কাছে আমার প্রার্থনা আপনারা সবাই ভাল থাকুন। নতুন বছর নতুন বাজির খেলায় সকলে হয়তো আমরা জিততে পারবো না। কেউ জিতবে ,কেউ হারবে ।কিন্তু ক্রমাগত যে অভিজ্ঞতা আমরা অর্জন করছি আমাদের জীবন থেকে তা আমাদের বড় হয়ে ওঠার স্মৃতি সম্ভার ।তাই শুধুমাত্র হারজিত কে বেশি মান্যতা দিলে চলবে না ।আপনি কতটা শিখতে পারছেন আপনার অভিজ্ঞতা সেটাই হবে আপনার শেষকালের সমৃদ্ধি।
সকলের জন্য অনেক অনেক শুভকামনা । গত ৩১ তারিখে রাতের বেলায় এই লেখাটি লিখেছি। হঠাৎ করেই ভাবছিলাম পুরো বছরটাকে লেখার মধ্যে কিভাবে তুলে আনা যায়, আর সেটাই করেছি। সকলে সুস্থ থাকুন। ভালো থাকুন।

20221225_185415.jpg

সাদা ঘোড়া

বেশ অনেকদিন আগের কথা।
এ যেন বছরের শুরু বলা চলে।
ঘোড়ার পিঠে চড়ে ছুটতে ছুটতে
হঠাৎ এক এলাকায় ঢুকে পড়েছিলাম।
আমি তখনও শীত বাঁচিয়ে রেখেছি
গরম পোশাকে।
উন্মাদের মত আরও কিছু ঘোড়াকে দেখেছি ছুটতে
আমার সাথেই।

বহু সময় ধরে যার লাগাম ছিল
আস্তাবলের নোঙরের সাথে বাঁধা ।
ঠিক সেই ঘোড়াটাকেই খুব কষ্টে
গায়ের সমস্ত জোর লাগিয়ে
টেনে হেঁচড়ে বের করে এনেছিলাম সেদিন।

তারপর অন্য দেশ ।
দেখলাম কীভাবে হয় ঘোড়ার দৌড়।
তাতে বাজি রাখে কত শত বড়লোকেরা।
আমিও বাজির খেলায় নামলাম ঘোড়া নিয়ে।
তখন, ও সবে একটু একটু করে ছুটতে শিখছে।
সাগরের নোনা জল ছুঁয়েও ছুঁতে পারছেনা ওকে।
ও শিখে যাচ্ছে শত দৌড়ের আদব কায়দা।

কিন্তু বাজির খেলায় সেবার হারিয়ে দিল আমায়।
আমি যদিও বেশি বকিনি ও কে।
বাঁধনের যেটুকু চিহ্ন শরীরে নিয়ে ছুটছিল জন্তুটা।
প্রতিযোগিতার বুকে
আবারও কাঁটা গায়ে নুনের ছিটে পড়ে।

সাদা ঘোড়া আমার ।
দাগের অস্তিত্ব নজর কাঁড়ে খুব ।
এখন, ও আমার বাড়ীর আস্তাবলেই থাকে ।
মাঝেমধ্যে আমাকে নিয়ে নিরুদ্দেশে যায়।
আমি রোজ ওকে আদর করি।
কিন্তু,দাদু বলার পর থেকে ,
গলার নীচে বেশি বেশি হাত বুলিয়ে দিয়ে ..
ওর যন্ত্রণা মনে করাই না আর।

বেশ কিছুদিন হলো,
ওর সাদা লোমে লালচিহ্ন লুকোচ্ছে ।
পরের বছর বাজির খেলায় ও নাকি আবার ছুটবে ।
সে ও যাই করুক।
আমার স্বস্তি এটাই যে ,
ও এখন ছুটতে শিখেছে ।

আশা করছি লেখাটা সকলের ভালো লাগবে। বেশ অনেকদিন পরে প্লাটফর্মে বিশেষ করে আমার পরিবারের সাথে কিছু শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। কমিউনিটির সবাইকে আমার ভালোবাসা। ❤️ সবশেষে একটাই কথা বলব, অন্তরের যে সাদা ঘোড়া যেটা আপনাদের সকলের ভেতর রয়েছে ।সেই সাদা ঘোড়াটাকে বাঁচিয়ে রাখুন। নতুন বছর ভালো কাটুক।🙏

@isha.ish

Sort:  
 2 years ago 

অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো দিদি। আপনি হয়তো ব্যস্ততার কারণে আমাদের মাঝে সময় দিতে পারছেন না। তবে আমরাও কিন্তু আপনাকে অনেক মিস করি। যাই হোক আপনার লেখা কবিতা পড়ে ভালো লাগলো। দারুন কবিতা লিখেছেন আপনি। অনেক অনেক শুভকামনা দিদি।

 2 years ago 

আপু অনেক দিন পর আপনার পোস্ট আর হাসিমাখা মুখখানা দেখলাম।আপনাকে আমরাও বেশ মিস করেছি।নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও। বেশ দারুন একটি কবিতা লিখেছেন।প্রতিটি লাইন বেশ বাস্তববাদী।ধন্যবাদ

 2 years ago 

অনেকদিন পর দেখলাম আপনাকে আপু। বেশ ভালো লিখেছেন কবিতাটি। পুরো বছর টাকে কবিতার মধ্যে বন্দি করেছেন। নতুন বছরের শুভেচ্ছা।

 2 years ago 

দিদি প্রায় দীর্ঘ দিন পর আজকে পোষ্ট করলেন ৷ আপনি জানেন কী না জানি না ৷ তবে আমার বাংলা ব্লগ আপনাকে অনেক মিস করে ৷
যাই হোক আপনি শত ব্যস্ততার পরেও আমাদের সুন্দর পরিবারে কথা মনে রাখেন এটা শুনে মনটা ভরে গেলো ৷
প্রিয় দিদি আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা ৷ নতুন বছরে জীবন যেন আশা প্রতার্শা পূর্নতা পাক ৷
আর আপনার লেখা প্রতিটি কথা যথার্থ যুক্তি ছিল ৷

 2 years ago 

অনেকদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগলো। আপনাকে অনেক মিস করলাম আমরা। তবে আজকে আপনি অনেক সুন্দর করে শত ব্যস্ততার মাঝে সাদা ঘোড়া কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আমিও মাঝেমধ্যে কবিতা লেখে থাকি। কবিতা লিখতে হলে ধৈর্য ধরে লিখতে হয় এবং চিন্তা ভাবনা করে। তবে আপনি চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য কবিতাটি আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আশা করি ভালো আছেন দিদি । অনেকদিন পর আপনার কবিতা দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে এই ছন্দ গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

বহু সময় ধরে যার লাগাম ছিল
আস্তাবলের নোঙরের সাথে বাঁধা ।
ঠিক সেই ঘোড়াটাকেই খুব কষ্টে
গায়ের সমস্ত জোর লাগিয়ে
টেনে হেঁচড়ে বের করে এনেছিলাম সেদিন।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

দিদি এত দিন পর আপনাকে দেখতে পেলাম। এত দিন পর ফিরে এসে আমাদের সাথে নতুন বছরের খুব সুন্দর একটি কবিতা শেয়ার করে নিলেন। আমরাও আপনাকে খুব মিস করেছি। আশা করি শত ব্যস্ততার মাঝেও যেন আপনি আগের মতো এক্টিভ হয়ে যান। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39