জন্মাষ্টমী || গোপাল ঠাকুরের জন্মদিন । বাড়ির পুজো। ১০% বেনিফিট @shy-fox এর জন্য।❤️

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার । সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা । আমি আজ আপনাদের সকলের সাথে আমার আজকের দিনটি কে ভাগ করে নিতে চাই।আমি খুব আনন্দ সহকারে এই পোস্ট করছি। এই দিনটি আমার কাছে খুবই প্রিয় একটি দিন।

IMG-20210830-WA0033.jpg

কৃষ্ণ / গোপাল এই নামটা যেন জন্মের পর থেকেই আমাদের কানে এসেছে। তাই নাহ?
ঈশ্বর/ ভগবান / আল্লাহ যাই বলি আমরা । আমার ব্যাক্তিগত মত অনুযায়ী যা আছে তা হলো শুভ শক্তি ও প্রেম । যা আমাদের সবার সাথে সবসময় থাকে। তাই তো আমাদের বিশ্বাস আমাদের শক্তি আমাদের ভগবান।
প্রেম যা কিনা রাধাকৃষ্ণ । আজ রাধার কৃষ্ণ এর জন্মদিন। রাধা কে কিভাবে আলাদা করে বলি? বাস্তবে তো তারা একই।

IMG-20210830-WA0018.jpg

কৃষ্ণের / আমাদের ছোটো গোপালের জন্মদিন আজ । তাই আমি আর মা সকাল থেকে তার জন্মদিনের জোগাড় শুরু করি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান শেষে পুজোর ঘরে গিয়ে প্রথমেই আমার ছোট গোপাল কে স্নান করালাম পঞ্চতত্ত্ব দিয়ে।

IMG-20210830-WA0034.jpg

আমি আমার গোপালের জন্য প্রতিবছর ওর জন্মদিনে ওকে জামা নিজের হাতে বানিয়ে দেই। এবারেও তাই করেছি। কাল বসে বসে ওর জামা তৈরি করেছি। সেটা না হয় পরে অন্য পোস্টে দেখাবো।

যাইহোক গোপালের জন্য আজ অনেক রকম রান্না করেছি সকাল থেকে। একটু আগেই সন্ধ্যা পূজা শেষ করলাম। যেহেতু সকাল থেকে উপোস ছিলাম। তাই এখন কিছু খেয়ে তারপর আমি এখন পোস্ট লিখছি ।

আজ গোপালের জন্য আমি রান্না করেছি -
১.ক্ষিরে র লাড্ডু

IMG-20210830-WA0031.jpg

২.পেরা

IMG-20210830-WA0020.jpg

৩.পায়েস

IMG-20210830-WA0019.jpg

৪.সুজি
৫.তালের বড়া

IMG-20210830-WA0030.jpg

৬.নারকেলের নাড়ু

IMG-20210830-WA0032.jpg

৭.লুচি

এগুলো সব আমি নিজের হাতে বানিয়েছি। আর সত্যি বলতে আমার ওর জন্য রান্না করার সময় খুব আনন্দ হয়। আর এই যে তোমাদের সকলকে বলতে পারছি। এটাও আমার আনন্দ।

আমার গোপাল ঠাকুর

IMG-20210830-WA0024.jpg

IMG-20210830-WA0021.jpg

IMG-20210830-WA0027.jpg

IMG-20210830-WA0016.jpg

IMG-20210830-WA0017.jpg

IMG-20210830-WA0028.jpg

IMG-20210830-WA0025.jpg

ওই সিংহাসন টাও কিন্তু আমারই তৈরি। কি মিষ্টি লাগছে নাহ? আমার ছোট গোপাল কে।

খুব ভালো লাগলো আপনাদের সকলের সাথে আমার আনন্দ ভাগ করে নিতে পেরে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। সকলের মঙ্গল হোক। ভগবান সকলকে প্রেম ও শক্তি দিক।

ধন্যবাদ।আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকুন।

Sort:  
 3 years ago (edited)

কৃষ্ণেরজন্ম অষ্টমীর দিনের শুভেচ্ছা নিবেন দিদি। আপনার দিনটি খুব আনন্দে কেটেছে। অনেক ভালো কেটেছে।আপনি দিন টি পালন করেছেন পূজা অর্চনা করে।অনেক অনেক শুভেচ্ছা দিদি। অনেক অনেক শুভ কামনা রইলো দিদি।

 3 years ago 

হ্যাঁ সত্যিই একটা অপূর্ব দিন ছিল।অনেক ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন।

 3 years ago 

আপনাকে জন্মাষ্টমির শুভেচ্ছা। দাদা পঞ্চতত্ব টা কী? জানাবেন অনুরোধ করছি। এবং খাবার গুলো দেখতেই অনেক সুন্দর লাগছে।

 3 years ago 

পঞ্চতত্ত্ব অথবা পঞ্চামৃত হল - দুধ,দই,ঘি,মধু,শর্করা

গোপাল ঠাকুরের স্নান করানোর সময় এই পাঁচটি জিনিস ব্যবহার হয় এই সাথেই লাগে গঙ্গাজল এবং তুলসী পাতা।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন।

 3 years ago 

ধন্যবাদ জানানোর জন্য।।।

 3 years ago 

অপরূপ রূপে সাজিয়েছো গোপাল ঠাকুরকে। অসাধারণ লাগছে দেখতে। আর গোপালের ভোগের জন্য যে মিষ্টান্ন গুলো তৈরি করেছো তার তুলনা নেই একদম। গোপাল ঠাকুর নিশ্চয়ই অনেক খুশি হয়ে তোমার ভোগ গ্রহণ করেছেন আর তৃপ্তিও পেয়েছেন। ঠাকুর তোমার সকল মনস্কামনা পূর্ণ করুক। 🙏🙏❤️

 3 years ago 

😊😊

সত্যি?
তোমার কথা ভগবান শুনে নিয়েছেন। ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে আমারও ভালো হবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37