গান নিয়ে হাজির || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা ।আশা করছি সকলে সুস্থ আছেন। আমিও ভালো রয়েছি ।আসলে ইন্টার্নাল এক্সাম চলছে ।তাই একটু প্রেশারে রয়েছি ।পরীক্ষাগুলো প্রত্যেকদিন হচ্ছে। তাই প্রেসার টাও বেশি। মাঝে কোন ছুটিছাটা নেই।খুবই ভয় লাগছে এবার ফাইনাল পরীক্ষায় যে কি করব। কারণ বিগত দুই বছরের অনলাইন পরীক্ষার অভ্যাসটা এখনো যায়নি ।

অফলাইনের সময় যে কি হবে ভগবানই জানেন। তবু চেষ্টা করছি নিজের মত করে নিজেকে গুছিয়ে তোলার ।চেষ্টা তো করতেই হবে ।পরীক্ষা ঠিকঠাক না দিলে গতি কী! যাই হোক আপনাদের সাথে সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে বলা যেতে পারে ।প্রতিবার ঠিক করি হ্যাংআউটে উপস্থিত থাকব। আগেরবারও ঠিক করেছিলাম পয়লা বৈশাখের দিন হ্যাংআউটে থাকার চেষ্টা করব।

কিন্তু তা তো হয়ে উঠলো না ।গান গাইছি না আজ কতদিন হলো আপনাদের সামনে ।তবুও মাঝে মধ্যে মনে হয় আর চেষ্টা করি আপনাদের কিছু শোনানোর ।ঠিক একইভাবে কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম আর সময়-সুযোগ করে রেকর্ড করে নিয়েছিলাম একটি গান ।সেই গানটাই আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব। এই গানটা আমার খুবই পছন্দের একটা গান। কারণ গানটার যিনি কণ্ঠশিল্পী তিনি আমার অত্যন্ত পছন্দের। এত মিষ্টি একটা কন্ঠ তার ,যে বলে বুঝাবার নয় ।এই কণ্ঠে হয়তো আপনারাও মগ্ন ।আমি ক্ষুদ্র ভাবে নিজের সাধ্যমত চেষ্টা করেছি গানটা গাওয়ার ।

আসলে গানটাই ইন্সট্রুমেন্ট থাকলে এবং নানান রকম বাদ্যযন্ত্র থাকলে আরো সুন্দর হতো। কিন্তু তবুও একেবারেই মৌলিকভাবে নিজের মতো করে খালি গলায় গাওয়ার চেষ্টা করেছি। চলুন তাহলে শুরু হয়ে যাক।

গানের ভিডিও লিংক

কন্ঠশিল্পী - অন্বেষা দত্ত গুপ্ত
কথা - অনম বিশ্বাস
সুর - হাবিব ওয়াহিদ
মুভি -আয়নাবাজি

গানের কথা

ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আরেকটুক্ষণ রও না সময়
একটু পরে যাও

জানি জীবন গল্পে অনেক ধাঁধা
একটু হাসি অনেক কাঁদা

তবু হিসাব নিকাশ চুলোয় দিয়ে
দুঃখের সঙ্গে আড়ি নিয়ে,
করবো একটু বাড়াবাড়ি,
ভালো পাওয়ার কাড়াকাড়ি
যাক সব থেমে যাক

ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আর একটুক্ষণ রও না সময়
একটু পরে যাও

বন্ধুরা আশা করছি আমার আজকের এই পোষ্ট আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। আমারও বেশ ভালো লাগলো অনেকদিন পর আপনাদের সকলের সাথে নিজের কন্ঠ টা কে ভাগ করে নিতে পেরে ।সকলের আশীর্বাদ কামনা করছি। সকলে সুস্থ থাকুন ।ভালো থাকুন। সকলের জন্য শুভকামনা রইল ।নমস্কার।
@isha.ish

Sort:  
 2 years ago 

মিষ্টি মেয়ের ,মিষ্টি গলা , মিষ্টি গান ।
জাস্ট অসাধারণ।

 2 years ago (edited)

ধন্যবাদ দাদা। ভালোবাসা নিও। ভালো থেকো।

 2 years ago 

হ্যাঁ, সত্য বলেছেন। দীর্ঘদিন আমাদের মাঝে গান পরিবেশন করছেন না। আমি প্রতীক্ষায় থাকে আপনার গান শোনার জন্য। আপনার ফেস যেমন কন্ঠ তেমন মিষ্টি

 2 years ago 

হিহি, এত সুন্দর মন্তব্য পেয়ে যে কেউ খুশিতে লাফাবে।

 2 years ago 

আপনার মিষ্টি কন্ঠে গানটা শুনতে খুবই চমৎকার লেগেছে। মুগ্ধ হয়ে পুরো গানটি শুনেছি দিদি । আসলে দিদি আপনার কন্ঠটা খুবই মিষ্টি। এত সুন্দর একটা গান আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার গলায় গাওয়া মিষ্টি গানটি শুনতে আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি আপু আপনার গানের গলা খুবই মিষ্টি। অনেক সুন্দর ভাবে আপনি গান গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago (edited)

খুশি হলাম দিদি। অনেক ধন্যবাদ আপনাকে। ভালোবাসা নিও।

 2 years ago 

অনেক সুন্দর মিষ্টি গলায় একটি গান গেয়েছেন এবং খুবই চমৎকার হয়েছে আপনার গানটি। আর বিশেষ করে আমি আপনার অনেক বড় ফ্যান সেটি এখন কার কথা না। অবশ্যই আমি আগেও বলেছি যখন থেকে মিউজিক ফর স্টিম এ আপনি গান গাইতেন তখন থেকে। যাই হোক অনেক সুন্দর একটি গান অনেকদিন পরে শুনলাম আপনার কাছ থেকে ভালো থাকবেন।

 2 years ago (edited)

আপনিও ভালো থাকুন। গান শোনার জন্যে অনেক ধন্যবাদ।

 2 years ago 

কারণ বিগত দুই বছরের অনলাইন পরীক্ষার অভ্যাসটা এখনো যায়নি ।

আসলেই দিদি ঠিকই বলেছেন, অনলাইন আর অফলাইনে পরীক্ষার মধ্যে অনেক পার্থক্য। যাইহোক, আগে ভালোভাবে পরীক্ষা দিতে হবে তার পর স্টিমিট। আপনি ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেন।
আপনার গান বরাবরের মতোই অনেক ভালো লাগলো। আপনার মিষ্টি গলায় গান শুনতে অনেক ভালো লাগে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা।ভালো থাকুন।

 2 years ago 

আমিও ভেবেছিলাম পহেলা বৈশাখের হ্যাংআউটে আপনাকে দেখতে পারব, যাইহোক কি আর করার পরীক্ষা তো দিতেই হবে। পরীক্ষা শেষে হ্যাংআউটটে অবশ্যই জয়েন হবেন কারণ আমি আপনার গানের গলার অনেক বড় ভক্ত , আপনার গান শুনবো।

আর আপনার গাওয়া এই গানটি এর আগে আমি কখনো শুনিনি, তবে প্রথমবার শুনেই গানটি ভালো লেগে গেল। গানের কথাগুলো খুবই সুন্দর। আর আপনি কোন রকম বাদ্যযন্ত্র ছাড়াই দারুন গেয়েছেন গানটি। ধন্যবাদ এত সুন্দর একটি গান শোনাবার জন্য ।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা, অনেক উৎসাহিত করার জন্য । ভালো থাকুন , সুস্থ থাকুন।

 2 years ago 

হাবিব ওয়াহিদ এর এই গানটি আমার খুব প্রিয় আপু।আপনার কন্ঠ ভীষণ মিষ্টি।মিষ্টি গলার গানটি অনেক সুন্দর ভাবে গেয়েছেন।ধন্যবাদ আপু সুন্দর গানটি মিষ্টি কণ্ঠে কভার করার জন্য।

 2 years ago 

কি বলবো দিদি আপনার গান আমার খুব ভালো লাগে। অনেক দিন পরে আপনার কষ্টে গান শুনলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

চমৎকার ছিল আপু আপনার পরিবেশনা, আপনার সুর যেমন মিষ্টি তেমন ই আপনার গানের তাল মিল সবগুলোই পার্ফেক্ট। কাসতি আপনাকে আমরাও হ্যাং আউট এ অনেক মিস করছি। আশা করছি অফলাইনের ব্যর্থতা সেরে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন আপনি। 🖤

 2 years ago (edited)

অনেক ধন্যবাদ আপনাকে। খুব শিঘ্রই রেগুলার হব। বাইরের সমস্ত কাজ মিটিয়ে আমরা আবার সকলে আমাদের কাজ নিয়ে মেতে উঠবো। ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74