আর কিছু মাসের অপেক্ষা || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

অনেকসময় কত হতাশ হয়ে ঈশ্বরের উপর আমরা কত অভিমান করে বসি ,তাই না!? প্রায় প্রতিটা মানুষই এই কাজটা করে থাকে ।ঠিক যখন অবস্থা খারাপ হয়। নানান ভাবে ঈশ্বরকে দোষারোপ করে থাকে অথবা ঈশ্বরের কাছে প্রশ্ন তোলে ,আঙ্গুল তোলে ।কেন সে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ,সে কি এমন দোষ করেছে যার কারণে এই পরিস্থিতি তাকে সামাল দিতে হচ্ছে।এরকম।

বৌদির সাথে

20220508_113956.jpg

আসলে বাবা মা যেমন আমাদের গুরুজন ,আমাদের কখনো ক্ষতি বাবা-মা চায়না ।আর অনেক কিছু বুঝে শুনে অনেক অভিজ্ঞতা থেকে তারপরে গিয়েই আমাদের জন্য কোন একটা কিছু বিবেচনা করে কাজ করে। ঠিক তেমনি আমাদের সবার উপরে একজন রয়েছেন।সেটা কোন শক্তি হতে পারে অথবা আমরা যদি বিশ্বাস করি সেটা ভগবান / ঈশ্বর অথবা আল্লাহ -একজন আছেন। তিনি সবকিছু জানেন ।সবকিছু দেখছেন ।এবং তিনি একজন যিনি সবকিছু সহ্য করছেন। সবার দায়ভার উনার কাছেই ।

বহু সময় হতাশ হয়ে আমরা নানান ভাবে তার দিকে আঙ্গুল তুলে দিলেও পরবর্তীতে বুঝতে পারি আর এটা বলি যে, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। ভাগ্যিস ঐদিন ওই ঘটনাটা ঘটেছিল না হলে এটা হতো না ।কি বলি তো???

20220508_122152.jpg

আমার পিসতুতো দাদার বউ ,ওদের বিয়ে হয়েছে বহু বছর আগে ।প্রায় কুড়ি বছর। দাদা বয়সে অনেক বড় আমার থেকে। আমি যখন খুবই ছোট তখনই দাদা বৌদির বিয়ে হয় ।ভালোবাসা করে বিয়ে ।অনেক সুখের একটা জীবন। দুজনে মিলে সংসার গুছিয়ে তোলে ।সবকিছু ঠিক ছিল ।কোন কিছুতেই অভাব ছিল না ।ঘরে আনন্দ ছিল ।শুধুমাত্র একটা ফুটফুটে খেলে বেড়ানোর মতো ,বাড়িটাকে মাতিয়ে রাখার মত কেউ ছিলনা।

20220508_121922.jpg

গত কুড়ি বছর ধরে দাদা বৌদির উপর দিয়ে প্রচুর ঝামেলা গিয়েছে। কেউ দাঁত থাকতে দাঁতের মর্ম দেয়না, আর কেউ দাঁত নেই বলে পাগলের মতো ছটফট করে। আমি নিজে ছোট থেকে দেখেছি দাদা বৌদিকে পাগলের মতো ছটফট করতে । শুধুমাত্র একটা বাচ্চা নেই বলে ,বাড়িতে একটা বাচ্চা হেসে খেলে ঘুরে বেড়াবে ,এরকম কেউ নেই বলে। বহু ডাক্তার পুঁজো আর্চনা করেও কুড়িটা বছর কোন কাজ হয়নি ।বৌদিকে নানান ভাবে নানান কথা শুনতে হয়েছে আশেপাশের মানুষের কাছ থেকে।

20220508_122306.jpg

আসলে আমাদের সমাজটা এক্কেবারে জ্ঞানপাপী ।ভাষণ দেওয়ার সময় খাঁটি খাঁটি কথা ।কিন্তু মানুষের যখন পাশে দাঁড়াতে হয় তখন তারা দাড়ায় না। পরিবার থেকে অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি থেকে কখনোই বৌদিকে এক বিন্দু কোনদিনও কথা শুনতে হয়নি। বৌদি ভীষণই ভালো মেয়ে, আর আমাদের বাড়ির মেয়ের মত নেই কখনোই অন্য ঘরের মেয়ে বলে আমার পিসেমশাই অথবা আমার দাদু বিবেচনা করেনি।

একটু ঢং

B612_20220520_150127_804.jpg

আমরা বাড়ির সবাই জানি যন্ত্রণাটা কতটা পরিমাণ তীব্র হতে পারে এরকম একজন মেয়ের কাছে, যে চাইছে তার কোলে একটা সন্তান আসুক। কিন্তু সেটা হচ্ছে না। নিজের ভেতরে অনুশোচনা এবং ব্যথায় মানসিকভাবে প্রচন্ড পরিমানে ভেঙে পড়েছিল দাদা বৌদি ।বহু শুনেছি আশেপাশে মানুষজনের সাথে ঝামেলা হলে তারা শুধুমাত্র সন্তান নেই বলে ওই টপিক তুলেই নানান কথা শুনিয়েছে।

আমার এক ভাইপো

IMG-20220520-WA0008.jpg

ওই যে বললাম মানুষকে দুটো ভাষণ দিতে বললে ,একনাগাড়ে বেদ-বাক্য বলে যাবে ।যে বাক্যে কোন ত্রুটি থাকবে না। কিন্তু কাজের বেলায় সবাই ফাঁকা। মানুষকে কিভাবে আঘাত দিতে হয় কিভাবে কষ্ট দিতে হয় আমাদের সমাজ আশেপাশের মানুষজন খুব ভালো করে জানে। আনন্দের সময় নাচতে নাচতে ফুর্তি করতে আসে ।আর দুঃখের সময় বিপদে পাশে কেউ এসে দাঁড়ায় না। যে দাঁড়ায় সে তো ভগবানের দান। তার মানবিকতা আছে ।তাই সে দাঁড়ায় ।

মা এর কোলে

20220508_134123.jpg

খুব ভালো লাগছে আজকে এই পোস্ট টা লিখতে আর সেদিন কেউ আমার খুব ভালো লাগছিল ।আজ কুড়ি বছর পর দাদা বৌদির স্বপ্ন পূরণ হতে চলেছে ।এই মাসের আট তারিখ নাগাদ বৌদির সাধ ছিল ।অনেক কষ্টে অনেক কিছু সহ্য করে ভগবানের আশীর্বাদে বৌদি মা হতে চলেছে। আর কিছু মাসের হয়তো অপেক্ষা ।আমার আর তর সইছে না। কবে বৌদির কোলে ফুটফুটে একটা ছোট্ট সোনাকে খেলতে দেখব ।

সেদিনকে সাধের নেমন্তন্ন ছিল। হিন্দু ধর্ম মতে যেভাবে হয়ে থাকে ।সেভাবেই হয়েছে। সকাল থেকে বাড়ি ভর্তি লোক আর যেহেতু এতগুলো বছর পরে বাড়িতে একটা আনন্দ আসতে চলেছে ,তাই বেশ জমজমাট করে ঘরোয়া করে হলেও অনুষ্ঠানটা হল। আমরা সবাই খুব আশা নিয়ে বসে আছি। ভগবানকে কোটি কোটি প্রণাম যে বৌদি সুস্থ আছে এখনও।

ঠিক আর কয়েক মাসের অপেক্ষা ।এভাবেই সময়গুলো চলে যাক আর আমি প্রার্থনা করি খুব শিঘ্রই সেই ভগবানের উপহারের মুখ আমরা দেখতে পাব। আপনাদের কাছে অনুরোধ রইলো আমার বউ দিদির জন্য সকলে প্রার্থনা করবেন ।সব যেন ভালোভাবে হয়ে যায় ।এতগুলো বছরের পর এই কিছু সময়ের অপেক্ষা আর তর সইছে না। কিছু সময় আর এই কিছু মাস যেন মনে হচ্ছে কুড়ি বছরের সমান।

সকলের কাছে নিজের অনুভূতি শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো ।সকলে সুস্থ থাকুন। ভালো থাকুন ।ভগবানের ওপর বিশ্বাস রাখুন ।সবকিছু ভালই হয়। শুধু ধৈর্য ধরতে হবে।

@isha.ish

Sort:  
 2 years ago 

সৃষ্টিকর্তা যা করে তা আমাদের ভালোর জন্যই করে,এখানে কারো হাত নেই,।তারপরও আমরা কেন জানি এটা মানতে চাই না।যাই হোক খুশির সংবাদ। দোয়া করি ভালোই ভালোই পৃথিবীতে আসুক।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সেটাই আমাদের হাত নেই,
আপনিও ভালো থাকুন।

 2 years ago 

এটা একদম সঠিক যে সৃষ্টিকর্তা যা করে তার পেছনে কোথাও না কোথাও মঙ্গল লুকিয়ে আছে। আমরা না বুঝেই অনেক সময় আবেগের বশবর্তি হয়ে আঙ্গুল তুলে থাকি। এটা কোনোভাবেই কাম্য নয়। যাই হোক অনেকদিন পর আপনার দাদা বৌদির কল আলোকিত করে সন্তান আসতে চলেছে একটা অত্যন্ত খুশির খবর। আসলেই অপেক্ষার মুহূর্তগুলো অনেক দীর্ঘায়িত মনে হয়। দোয়া করছি যেন সবকিছু ভালোভাবেই হয়ে যায়।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন।

 2 years ago 

প্রথমে আপনার পোষ্টটি পড়ে যদিও একটু খারাপ লেগেছিল আপনার বৌদির জন্য কিন্তু পরে সুখবরটি শুনে খুবই ভালো লাগলো। আশা করি সৃষ্টিকর্তা তার মনের ইচ্ছা পূরণ করবে। এবং তাদের ঘরে একটি ফুটফুটে সন্তান আসবে যে তাদের বাড়ি মাতিয়ে রাখবে। এটা হচ্ছে আপনার দাদা বৌদির ধৈর্যের ফলাফল আপু। ঠিকই বলেছেন আমাদের সমাজের মানুষ কাজের বেলায় সাহায্য করতে না পারলেও উপদেশ এবং কথা শোনানোর বেলায় তারা একশতে একশ। কথা দিয়ে কে কাকে ঠেকায় 😐। খুব ভালো লাগলো আপনার আজকের পোস্টটি আপু ।আপনাকে ধন্যবাদ এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল এবং আপনার বৌদির জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। পুরো পোস্ট পড়ার জন্য এবং অনুভূতি গুলো বোঝার জন্য অনেক ভালো লাগলো আমার। ভালো থাকুন আপনিও।

 2 years ago 

আপনার পুরো পোস্টটি দেখে সত্যি খুব ভাল লাগলো। আমার বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তার মনের আশা যেন সৃষ্টিকর্তা পূরণ করে এই আশাবাদ ব্যক্ত করছি। আসলে কিছু কিছু বিষয় সৃষ্টিকর্তার হাতে ন্যস্ত থাকে তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। এত অসাধারন পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ পোষ্টটা পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33