স্বরচিত কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

রাত মানে অন্ধকার, চাঁদ , তারা। একটা আকাশ। সবার ক্ষেত্রেই তাই। কিন্তু সবার রাত টুকু একরকম ভাবে কাটে না। এক একজন এর কাছে রাতের মুহুর্ত এক এক রকম । কেও ঘুমোচ্ছে , কেও জেগে , কেও রাত কেটে যাওয়ার অপেক্ষায়, কেও আবার চাইছে রাত টা যেন শেষ না হয়। ঠিক একই ভাবে সকাল এক এক জনের কাছে এক এক ভাবে হচ্ছে।সবার এক কাপ চা এ ঘুম ভেঙে যায় না, অ্যালার্ম ক্লক ও কারোর ক্ষেত্রে কাজে লাগে না। আজ সকাল যার ভালো, কাল তার সকাল নাও হতে পারে।
মুহুর্ত কারোর গোলামী করে না। সে নিজের তালে চলে।
অবস্থার সাথে সাথে কখনও কখনও আশপাশে কি হচ্ছে, একটু ভাবলে অনেক তথ্য বেরিয়ে আসে।
কবিতা তো হরেকরকম লিখি। এবারে একটু ভিন্ন ভাবে ধরেছি।

ocean-1867285_1280.webp

সোর্স

রাতভোর

ঘুম বশ করে নিয়েছিল গোটা পৃথিবী।
কেও মাথায় হাত বুলিয়ে হাঁটতে থাকে।
সাথে থাকে, কথা বলতে থাকে।
কত রঙিন , বেরঙিন ব্যাকগ্রাউন্ড।
কত পরিচিত চাহনি।

আর তারপর,হঠাৎ করে
সবাই পালাতে থাকে একসাথে।
স্বপ্ন ভেঙ্গে যায়।
জোছনা কাঁদে।
কান্নার আওয়াজে
পেঁচাটাও ভয় পায়।
তিন্নির মুখে হাসি ফোটে তখন।
সব ভূত-পেত্নী সরে যায়।

বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে
দিদি আর মা কাঁদে।
ভোরের ট্রেন শশুড় বাড়ি যাবে।
দাদু স্নানের প্রস্তুতি নেয়,
আহ্নিক করতে হবে যে।

ঘড়িতে তখন পনে চারটে।
এতক্ষণ ধরে নিজেকে
বহু সংবরণ করেছে সবাই।
বেশ অনেকটা সময় ধরে।
সময় কাটিয়ে নিয়েছে কোলাহল ,
কেও চুপচাপদের সাথে।

তারপর ,
কিছুতেই আর থাকা যায় না।
আটকানো যায়না নিজেকে ।
সমরের সাথে গত রাতে খুব ঝগড়া হয়েছিল।
ফোন হাতে মেসেজ লিখে ফেলে পল্লবী।
"ঘুমোচ্ছো?"
কিন্তু দিশা পেরে ওঠে না।
স্বদেশের কাছে কিছুই পৌঁছোয় না।

সারা রাত ডিউটি করে পিন্টু
ঘরে ফেরে।
জ্বর সেরে সৌরভের গা ঘামতে থাকে।
প্যারাসিটামলটা ভালোই কাজে দেয়।
চোখ খুলতেই শ্রীতমা পাহাড় দেখতে পায়।
কৌশিকরা পৌঁছে যায় সমুদ্রে।
চিতার আগুনে কাছের মানুষটা পুড়ে ছাই হয়ে যায়।

রাত মাথানত করে।
দেওয়াল ঘড়ি
ভোর ডেকে আনে।
গঙ্গার জলে চিতার আগুন
কেঁপে ওঠে।
রুম্পা, দিদুনের সাথে শিউলি তলায় যায়।

আর তারপর সকাল হয়।

বেশ কিছু কারণে সকাল থেকে ব্যস্ত আছি । এখনো ব্যস্ত। এই অসময়ে পোস্টটা করে ফেলতেই হলো ।আশা করছি আমার আজকের পোস্ট আপনাদের সকলের ভালো লাগবে ।আর কবিতাটাও ।আবার অনেকের নাও ভালো লাগতে পারে ।কিন্তু ট্যাড়া বাঁকা হোক ,তবুও আমার। সকলে ভালো থাকুন ।সুস্থ থাকুন। আজকের মত এখানেই শেষ করলাম।

@isha.ish

Sort:  
 2 years ago 

অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে আপনি। যদিও আমি কখনো কবিতা লিখতে পারি না এভাবে। চেষ্টা করেছিলাম। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ দাদা।

 2 years ago (edited)

দিদির পোষ্ট মানেই নতুন কিছু ইউনিক যেটা আজ দেখলাম ৷কবিতা গান সব জায়গায় দিদি পুরাই হিরোইন ৷আর আজকে রাতভর কবিতাটি অসাধারণ ছিল দিদি ৷
ধন্যবাদ

 2 years ago 

এই যে, হিরো লেখা, এডিট এডিট🥹🥹🥹🥹🥹🤭🤭🤭🤭

 2 years ago 

হুম দিদি

 2 years ago 

এক একজনের রাত এক একভাবে কাটে। কারো বা স্বপ্ন দেখে কারো বা চিন্তা করে কারো বা প্রিয়জনের চিন্তা করে। সবমিলিয়ে কবিতা টা দারুণ লিখেছেন দিদি। প্রথমবারে তো অর্থটা ধরতেই পারিনি।

 2 years ago 

বাহ, এবার তো বুঝেছেন। ধন্যবাদ দাদা।

 2 years ago (edited)

খুব ভালো একটা কবিতা লিখেছিস। দীর্ঘ এই কবিতাটি ভাষা ও শব্দে অনবদ্য হয়ে উঠেছে । শব্দজালে কবিতাটিতে দারুন কিছু চিত্র ফুটিয়ে তুলেছিস।

 2 years ago 

আমি তোর এই কমেন্টটা বাঁধিয়ে রাখবো রে। সত্যি তোর ভালো লেগেছে?!??
কবিতায় কোনোদিন ভালো কমেন্ট তো করলি নাহ, এ কী দেখছি আমি আজ!??🧐🧐🧐🤔🤔😨😨😨😨😨

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41