নতুন অতিথি || ১০ % বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আমিও সুস্থ আছি। বাড়ি ছিলাম কিছুদিন । প্রায় কুড়ি দিন মত। তখনই অর্ডার দেওয়া গাড়ি ডেলিভারি দেয়।

FB_IMG_1659713736702.jpg

আমি ভাবছিলাম, নতুন গাড়ি চেপেই কলকাতা চলে আসবো। আর সেই ইচ্ছাও পূরণ হলো। বিকেলবেলা আমি ,বাবা,জেঠু, পিসু,ভাই সবাই গাড়ীর শো রুমে গেলাম।মা এর জ্বর থাকায়, মা যেতে পারেনি।

20220720_164634.jpg

তারপর ঢুকেই দেখি গাড়ি আমাদের ফিটফাট হয়ে রেডি । আমার তো কালার দেখেই মনটা ভরে গেলো। বহু ইচ্ছা ছিল আমার আর বাবার আই টোয়েন্টি কেনার। সেটা আটলাস্ট হয়ে গেলো। ঈশান তো তখনও লাল গাড়ি লাল গাড়ি জপছে। যাইহোক আর কিসের লাল গাড়ি🤭🤭

20220720_164510.jpg

তারপর অফিসিয়াল কিছু কাজের জন্য বাবা আর জেঠু সেলার কাকুর সাথে বসে গেল। আমি এদিক সেদিক ঘুরছিলাম। গাড়ি গুলো দেখছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে এবার আমাকে গাড়ি চালানো শিখতেই হবে। আমি সাইকেল চালাতে পারিনা। এ কারণে বহু কথা শুনতে হয় বন্ধুদের কাছে।

20220720_164641.jpg

পিসু বলে সাইকেল চালাতে পারিস না , পাগলি গাড়ি চালাবি কি করে। এই কথা নিয়ে খুব ঝগড়া বাঁধে আমার আর পিসুর মধ্যে। এটা কোনো কথা হলো!! সাইকেল না চালাতে জানলে কি গাড়ি চালানো যায় না। আমি তো শিখবোই!

20220720_164650.jpg

প্রথমে গাড়ি পুজো হলো শো রুমের তরফ থেকেই। ওখানকার স্টাফ আমার পিসু, বাবা আর আমাকে গাড়ির সব সিস্টেম গুলো দেখিয়ে দিল একবার করে। তারপর আমি ভাই পিসু আর ওখানকার একজন স্টাফ মিলে পাশেই এক পেট্রোল পাম্পের দিকে গেলাম। গাড়িতে পেট্রোল লোড করতে। ফেরার পথে পিসু গাড়ি চালিয়ে নিয়ে আসলো। পিসুর প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো। কারণ কিছু জিনিস একটু ডিজিটাল।যদিও আমি গাড়ির পার্টস এর সম্পর্কে বেশি পরিচিত নই।

20220720_164658.jpg

বৃষ্টি শুরু হলো। তারপরেও আমাদের বাড়ির দিকে রওনা হতে হলো। ফেরার পথে পিসেমশাই ই গাড়ি ড্রায়িভ করছিল। সান রুফে যখন বৃষ্টির জলের ফোঁটা আর আলো পড়ছে।কি মায়াময় দৃশ্য লাগছিল। বলে বোঝাবার নয়।

20220720_171055.jpg

যাইহোক তারপর যখন একটু বৃষ্টি থামলো আমি সান রুফ খুলে উঠে দাঁড়িয়েছিলাম। আমার বাবা বললো সান রুফে এত মজা পাবি, আগে জানলে একটা লরি কিনে নিলেই হতো। পুরোটাই ফাঁকা পেতিস 🤪🤪🤣🤣

20220720_171803.jpg

20220720_173621.jpg

20220720_173658.jpg

20220720_174039.jpg

20220720_175853.jpg

20220720_183240.jpg

20220720_184057.jpg

20220720_194238.jpg

বেশ অনেকছবি শেয়ার করলাম। খুব খুব মজা পেয়েছি সেইদিন। খুব ভালো লাগলো আপনাদের সকলের সাথে নিজের আনন্দ শেয়ার করতে পেরে। সকলে ভালো থাকুন। আশা করি আগের গাড়িটার মত এটাও সার্ভিস ভালো দেবে। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে ভগবান চাইলে ক্রেটা কেনার। আজকের মত টাটা সকলকে।
@isha.ish

Sort:  
 2 years ago 

গাড়িটি দেখতে অনেক সুন্দর লাগছে এবং পাশাপাশি গাড়ির সাথে আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। নতুন গাড়ি ক্রয়ের সাথে সাথে পুজো করার বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগলো। নতুন গাড়িতে চড়ে নতুন নতুন স্থানে যাত্রা করা আপনার জন্য শুভ হোক। এবং একই সাথে ভবিষ্যতে আপনার ক্রেটা কেনার ইচ্ছাটাও সৃষ্টিকর্তা পূরণ করুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে , আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

দিদি নমস্কার
আজকে খুব সুন্দর একটি খুশির সংবাদ দিলেন পোষ্টটির মাঝে ৷দিদি গাড়ি কিনেছেন অথচ মিষ্টি কিন্তু কেউ পাইলাম না ৷আপনি যদি মিষ্টি না খাওয়ান ৷তাহলে সত্যিই গাড়ি চালানো শিখতে পারবেন না ৷যাই হোক মজা করলাম দিদি ৷আমার খুব হাসি পাচ্ছে যে আপনি সাইকেল চালাতে পারে না ৷ দিদি সাইকেল চালানোর মজাই আলাদা৷
আর হে পরিশেষে মন থেকে বলছি আপনি খুব তারাতারি গাড়ি চালানো শিখেন এই কামনা ৷
ধন্যবাদ দি-ভাই

 2 years ago 

মিষ্টি একটু কষ্ট করে কল্পনায় খেয়ে নিন দাদা🤭

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69026.28
ETH 2737.24
USDT 1.00
SBD 2.71