আজকের বিকেলটা গাছেদের সাথে|| ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। বেশ অনেকদিন ধরে নানান কিছুর মধ্য দিয়ে সময় কাটছে। ব্যস্ততা ভরে ভরে জীবনের ভেতরে জানো এন্ট্রি মারছে। এখন জানিনা বারবারই মনে হয় ছোটবেলা টাই ভাল ছিল ।যত বড় হচ্ছি ,একটা টেনশন শেষ হয় তো একটা টেনশন শুরু হচ্ছে। বুঝতে পারছি যে সত্যিই বড় হচ্ছি।

নদীয়া নার্সারি

20211201_160844.jpg

সবকিছুর মধ্যে থেকেও মাঝেমধ্যে ইচ্ছে করছে একটু বাইরে যাই ,ঘোরাঘুরি করি ।একটু আড্ডা দিই ।কিন্তু সেই সময় কোথায়। সেদিনকে কলকাতা থেকে ফেরার পথে কয়েকটা চিনামাটির পট কিনেছিলাম। কালকে আমি সেই পোস্টে দেখিয়েছি ।অত সুন্দর পটগুলির জন্য কয়েকটা গাছ কিনব ভেবেছিলাম, এই কারণে আজকে বেরোনো।

সোহাগে আবিষ্ট

20211201_182307.jpg

আজ সকালেও ব্যস্ততা, অনলাইন ক্লাস ক্লাস শেষ করে কাগজপত্রের ব্যাপার নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে করতে বাড়ি ফিরতে ফিরতে সময় লেগে গেল দুপুর তিনটে ।কোনরকমে খাওয়া-দাওয়া করে বাবার সাথে জেদ ধরলাম, নার্সারি যাওয়ার জন্য ।সেইমতো নার্সারি যাওয়া হল।

কত ইনডোর প্ল্যান্ট!!

20211201_160854.jpg

আমাদের কৃষ্ণনগরের প্রচুর নার্সারি রয়েছে ।তার মধ্যে দু'তিনটে বড় নার্সারির কথা আমি জানি। আর তারই মধ্যে একটি হলো নদীয়া নার্সারি ।নার্সারি টি এতটাই বড় যে দেখার জায়গা প্রচুর ,ঘোরার জায়গা প্রচুর ,সাথে মাঝে মধ্যে পার্কের এবং বাচ্চাদের জন্য একটু খেলার জায়গা রয়েছে।

অস্ত যাচ্ছে পাটে

20211201_160838.jpg

এই নার্সারিতে আমি খুব একটা আসি না ।এর আগে যে আরেকটি ছোট নার্সারি আছে ,সেটাতেই যাওয়া হয় ।কিন্তু বাবার সাথে বায়না করে আজকেই নার্সারিতে আমি এসেছি।

প্রাণের মাঝে

20211201_181719.jpg

ঢুকতেই প্রথমে ওখানকার একজন স্টাফকে জিজ্ঞেস করলাম ইনডোর প্ল্যান্ট এর ব্যাপারে। উনি সাথে সাথেই আমাদের পথ ইঙ্গিত করে করে নিয়ে গেলেন জায়গাটিতে ।একটি চারদিক খোলা হাওয়া বাতাস ডুকবে, এরকম একটি ঘর ,বেশ বড়সড় ।তার ভেতরে রয়েছে হাজার হাজার গাছ। সবই ইনডোর প্লান্ট।

হাসছি যখন সবুজ কোলে

20211201_182011.jpg

কি গাছ নেব ,আর কোন গাছ কোন টবে লাগাবো, তা আমি ভেবে যায়নি আগে থেকে। তাই ওখানে গিয়ে বেশ সরষে ফুল দেখার মতো অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল। চারিদিকে এত রঙ বাহারি গাছ ।কোন গাছে ছেড়ে কোন গাছ কিনব। যেদিকে তাকাই সেদিকেই সুন্দর।

প্রকৃতির সব চেয়ে সুন্দর উপহার

20211201_181921.jpg

ওখানে বেশ গোলগাল কয়েকটা কাটা গাছ দেখেছি, সেগুলোর নাকি এক একটা ৫০০০/ ৭০০০ করে দাম। কারণ সেগুলো দশ-কুড়ি বছর বছরের পুরনো ।দেখতে এত অপূর্ব লাগছিল। তারপরে দেখলাম আরো অনেকগুলো ক্যাকটাস গাছ। তাদের ফুলগুলো দেখে এতই আকর্ষণীয় লাগছিল ,কিন্তু আমার বাড়িতে মা ক্যাকটাস লাগাতে দেয় না ।তাই ক্যাকটাসের দিকে তাকিয়েও আমার লাভ হল না।

সাদা অ্যাগ্লাওনিমা ( ২০০ টাকা)

20211201_164657.jpg

অনেকক্ষণ ওখানকার স্টাফকে দাঁড় করিয়ে রেখে এই গাছ ওই গাছ খুঁজে চলেছি, তার পর অবশেষে কতগুলি গাছ পছন্দ হলো। মোট সাতটা ইনডোর প্লান্ট কিনলাম। আর সাথে আরেকটি ছোট চিনামাটির টপ কিনলাম। সবমিলিয়ে ইনডোর প্লান্ট গুলোর দাম হয়েছে ১০৫০ টাকা।

সেম্পার্ভিভাম - সাক্কুলেন্ট ( ১৫০ টাকা)

20211201_164712.jpg

আর গাঁদা ফুলের অনেকগুলো গাছ কিনেছি ।মোট দশটা। আর দুটো স্নোবল চন্দ্রমল্লিকা। আরেকটা স্থল পদ্ম গাছ কিনেছি। চারিদিকে সবকিছু দেখতে এতই ভালো লাগছিল, এত মনোরম জায়গা যে আপনাদের কি বলবো। বিকেলের সূর্য অস্ত যাচ্ছে, এমন একটি মুহূর্ত। মাঝে মধ্যে কিছু জনকে দেখা যাচ্ছে তারাও গাছ কিনতে এসেছেন ।বেশি ভিড় নেই সবকিছু ঘুরে দেখতে পারলে খুব ভালো হতো।

ফিলোডেন্দ্রণ ( ২০০ টাকা)

20211201_172331.jpg

কিন্তু অভিযোগ ,আমার বাবা এত কাজে ব্যস্ত থাকেন সবকিছুতেই হুটোপাটা করেন ,ওই জন্য ঠিক মত যে ছবি তুলব তাও হয়ে ওঠেনি ।হঠাৎ করে মনে পড়াতে বেশ অনেকগুলো ছবি তুলে ফেলেছি ।আর বাবাকে পরে বলেছি তোমার সাথে আর গাছ কিনতে আসবোনা।😁😁😁

পেপেরোমিয়া ক্যাপেরাটা ( ১০০ টাকা)

20211201_164716.jpg

আমি যা যা গাছ কিনেছি নাম সহকারে এবং দাম সহকারে লিখে দিয়েছি ।আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হতে পারে নামগুলো একটু ভুলভাল কারণ এই ভাবে সবনাম তো মনে রাখা সম্ভব নয় ,তাও কিছুটা চেষ্টা করেছে জিজ্ঞেস করে করে। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দেবেন।

পিসলিলি ( ৫০ টাকা)

20211201_164724.jpg

যাই হোক তাড়াহুড়োর জন্য আরো অনেকগুলো গাছ কেনা থাকলেও আজকে হয়ে ওঠেনি। ইচ্ছা আছে আবার আরেকদিন মায়ের সাথে গিয়ে আরো কিছু গাছ কিনে নিয়ে আসব ।আর এখন তো শীতকাল, সবার বাড়িতেই একটা গাছ লাগানোর ধুম ওঠে ।আমিও তো সে রকমই একজন ।তাই হয়তো আমারও খুব ইচ্ছা জেগেছে।🤣😜😜😜

সুকুলেন্ট ( ১৫০ টাকা)

20211201_170549.jpg

১০৫০+১৬০ = ১২১০ টাকার গাছ কিনেছি টোটাল ।

বড় গাঁদা ফুল ১০টা ( ১০০ টাকা)আর স্নো বল চন্দ্রমল্লিকা হলুদ ও সাদা ( ৩০ টাকা) আর একটা স্থল পদ্ম ( ৩০ টাকা)
20211201_170429.jpg

আশা করছি আজকের দিনের এই নার্সারী নিয়ে পোস্ট টি আপনাদের সকলের ভাল লেগেছে। সকলের মন্তব্যের অপেক্ষায় থাকলাম। নমস্কার।

@isha.ish

Sort:  
 3 years ago 
হ্যাঁ আসলে যতই বড় হচ্ছি দিনে দিনে একটা টেনশন শেষ আর একটা টেনশন শুরু হচ্ছে। আপনি সঠিক কথা বলেছেন আপু। নদিয়া নার্সারির পরিবেশটা খুবই ভালো লাগলো দিদি।প্রাণের মাঝে আপনাকে অনেক সুন্দর লাগছে।সাদা অ্যাগ্লাওনিমা এই গাছটির নাম আজকে জানতে পারলাম আমি । অনেক নতুন কিছু গাছের নাম জানতে পারলাম এবং উপভোগ করলাম খুবই ভালো ছিল আপু।
 3 years ago 

হ্যাঁ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ।পুরো পোষ্ট টি পড়ার জন্য।

 3 years ago 

বাহ বাগানের পরিবেশ আশ্চর্যজনকভাবে সুন্দর, এবং বিভিন্ন ফুলের গাছের সৌন্দর্যের সাথে।
ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ 🥰

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

যত বড় হচ্ছি ,একটা টেনশন শেষ হয় তো একটা টেনশন শুরু হচ্ছে।

আমিও আপনার এই কথাটির সাথে একেবারেই একমত।একটা টেনশন কাটিয়ে উঠি তো অন্য একটি টেনশন সামনে চলে আসে।

পেপেরোমিয়া ক্যাপেরাটা

এই গাছটি আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপু।

 3 years ago 

আমারও দিদি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও আপু এটাএকটি ভালো ইউনিক বিষয়ের পোষ্ট দিয়েছেন ।বৃক্ষপ্রেমী যারা তাদের জন্য গাছগুলোর দামসহো জানা হলো ।তাদের কিনতে সুবিধা হবে এখন ।আমার ও সখ খুব কিনবো আমিও ।আপনার প্রতিটি গাছের ফটো এতো সুন্দর হয়েছে যা ভাষায় বলে বুজাতে পারবো না ।ধন্যবাদ এতো সুন্দর বিষয় শেয়ার করার জন্য ।

 3 years ago 

হ্যাঁ খুঁজতে শুরু করুন। আর কিনে ফেলুন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

কত্তোগুলো সুন্দর গাছ 🌻
প্রথমেই বলি আমার মনে হয়েছে আপনি প্রকৃতি আর গাছের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছেন ❣️ অবশেষে এত্তো সুন্দর কতগুলো গাছ কিনে আনলেন যেগুলোর অধিকাংশ আমার প্রিয় গাছ। কি বলবো মেয়ে হলে হয়ত হিংসে হতো কিন্তু আমার কিছুটা হাত নিশপিশ করছে । হয়ত আমাকে নার্সারি ডাকছে ☺️
বেশ উপভোগ করলাম পোস্টটি।
ভালো খুব ভালো ছিল সবকিছু 🪄✨🪄

 3 years ago 

হিহি, শিগগিরই নার্সারী দৌড় দেন দাদা,, ধন্যবাদ আপনাকে।

ওয়াও নার্সারিটা দেখেই মন জুড়িয়ে গেল। এত এত সুন্দর গাছ রয়েছে এখানে এবং পুরো পরিবেশটা এত সুন্দর করে সাজানো শুধু দেখতেই মন চাচ্ছে বারবার। বিশেষ করে ইনডোর সেকশনটা আমার কাছে বেশি ভালো লেগেছে। খুবই চমৎকার সময় কাটিয়েছেন এখানে বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে তো সুন্দর একটি পরিবেশ শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ,খুব ভালো সময় কেটেছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে আপু গাছ সম্পর্কে এত আইডিয়া নেই, তবে আপনার আজকের এই পোস্টের মাধ্যমে অনেকগুলো আনকমন গাছ দেখলাম এবং নাম জানলাম। বেশ ভালো লেগেছে আর তাছাড়া আপনার পোস্টটের প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ অসাধারণ ছিল। প্রশংসা না করে পারছি না প্রত্যেকটা ফটোগ্রাফিতে বাস্তবতা ফুটে উঠেছে, বেশ ভালো লাগছে আমার। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের অনুপ্রেরণা খুবই এনার্জি দেয়।

 3 years ago 

দিদি আপনি একেবারে ঠিক কথা বলেছেন। আমরা যত বড় হই তত টেনশন শেষ হয় না। একটা টেনশন শেষ হতে না হতেই আর একটি টেনশন এসে যায়।তবে দিদি নার্সারী টা খুব সুন্দর দেখতে।অনেক অজানা গাছ সম্বন্ধে জানতে পারলাম। আমার খুব ভালো লাগে নার্সারিতে যেতে এবং ঘুরে ঘুরে গাছ দেখতে ও কিনতে। আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম অনেক সুন্দর সময় কাটিয়েছেন দিদি।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দিদি।

 3 years ago 

হ্যাঁ বৌদি আমি জানি, আপনার একটু নার্সারী পোষ্ট পড়েছিলাম , তখনই বুঝেছি। খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59453.81
ETH 2607.50
USDT 1.00
SBD 2.39