স্বরচিত কবিতা|| ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন।আমিও ভালো আছি। আজকে বেশ অনেকদিন পর নিয়ে হাজির হলাম একটা কবিতা। কবিতা সৃষ্টি নিয়ে বহু কথা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। হটাৎ অজানা রাস্তায় হেঁটে চলতে চলতে, কোনো গাঢ় অন্ধকারে, অথবা লোক ভিড়ে অথবা ট্রেনে বাসের জমায়তে, একাকী নিজ ঘরে ,অথবা কোনো ব্যস্ততার মাঝে অর্থাৎ কবিতা লেখার কোনো সময় থাকেনা।

শুধু নিজের অনুভূতি অলঙ্কারে ,না হয় কখনও ছন্দে, না হয় নিজ ভাষায়, নিজ ছলে প্রকাশ করতে হবে।আমিও তাই করি।
সেদিন রুম থেকে নেমে হাঁটতে হাঁটতে সন্ধ্যার পর ,আমাদের বিল্ডিঙের সামনে ঝিল এর পাশে বসেছিলাম।ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে ভালো লাগছিল। সামনে ঝিলের জলে বাড়ি গুলোর ছায়া পড়ছিল, আলো গুলোর ও।

সেটার ছবি আমি তুললাম সাথে সাথে।ছবিটাও বেশ ভালো এল। কবিতা টা সকালে লিখেছিলাম ইউনিভার্সিটিতে বসে ক্লাস চলাকালীন। হেহে । ওই যে বললাম যখন তখন কবিতা পায় আমার । যাইহোক কবিতা আর ছবিটা মিলিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি ।

ছবিটা যে কি অদ্ভুত দেখতে লাগছে। কিছুক্ষণ আমার কথা মেনে একটু ছবিটার দিকে তাকিয়ে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।

20220314_203837.jpg

আমার গ্রিল ঢাকা জানলা গুলো
অপেক্ষার জমিতে স্যাঁতস্যাঁতে মেঝে।
বসন্ত কথা বলে চলেছে
অফুরন্ত আবেগে ।
মধ্যগগনে সীমার মাঝে,
অন্তমিলের জায়গা খোঁজে।
কেউ হেঁটে চলে পিছুটান রেখে।

                                                       - ঈশা

আশা করছি আমার আজকের এই কবিতা আর এই এত সুন্দর ফটোগ্রাফি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন । অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। নমস্কার।

@isha.ish

Sort:  
 3 years ago 

মধ্যগগনে সীমার মাঝে,
অন্তমিলের জায়গা খোঁজে।
কেউ হেঁটে চলে পিছুটান রেখে।

হোক না আরো একটু দীর্ঘ
হোক না মনের আরো আবেগ প্রকাশ,
কবিতার মাধ্যমে না হয়
আমরা দেখে নিবো বিষন্ন আকাশ। হি হি হি এতো ছোট কবিতায় হবে না আপু, আরো বড় করতে হবে। কারন আপনার ছোট কবিতা পড়ে আরো পড়তে মনে চায়।

 3 years ago 

আমার দাদাও আজকাল বেশ ভালো লিখছে 🥰🥰। সত্যি বলতে কিছু কিছু অনুভূতি মনের কোনে রেখে দিতেও অনেক ভালো লাগে দাদা। তাই ছোট করে প্রকাশের চেষ্টা। অনেক ভালো থাকবেন দাদা।

 3 years ago 

ওয়াও আপু সত্যিই খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আমার কাছে খুবই ভালো লাগছে। আর সত্যিই আপু আপনি ঠিক বলেছেন ছবিটি খুবই সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি সবসময় এভাবে পাশে থাকবেন।

 3 years ago 

মধ্যগগনে সীমার মাঝে,
অন্তমিলের জায়গা খোঁজে।
কেউ হেঁটে চলে পিছুটান রেখে।

ওয়াও অসাধারণ, আসলো আপনার কবিতার প্রশংসা না করে পারলাম না। আসলে যারা কবিতা লিখে তাদের ভাবনা গুলোকে তারা কবিতার রূপ দিয়ে থাকে। আর কেউ ভাবতে পারে কেউ পারে না। আর যারা ভাবতে পারে না তারা কবিতা লিখতে পারে না। আপনি অসাধারণ এবং কি একজন ভাবুক মেয়ে তাই আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। দিদি এত সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 3 years ago 

বাহ কত সহজ ভাবে অনেক কঠিন কথা বলেছেন । অনেক ভালো লাগলো দাদা এত সুন্দর মন্তব্য পেয়ে। ভালো থাকবেন

 3 years ago 

আমার গ্রিল ঢাকা জানলা গুলো
অপেক্ষার জমিতে স্যাঁতস্যাঁতে মেঝে।
বসন্ত কথা বলে চলেছে
অফুরন্ত আবেগে ।

আপনি সত্যি অসাধারণ কবিতা লেখেন।আপনার আজকের কবিতাটি আমার কাছে অনেক ভালো লাগলো।এত সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91311.22
ETH 3141.56
USDT 1.00
SBD 2.97