রবীন্দ্র সংগীত নিয়ে || ১০% বেনিফিট @shy-fox এর জন্য
বেশ মনে আছে আমার মাধ্যমিক পরীক্ষার আগের বছরের কথা ।তখন আমি প্রদ্যুৎ জেঠুর কাছে গান শেখা শুরু করেছি ।তার আগে আমার দুজন গুরুজি ছিলেন ।একজনের কাছে আমি বেসিক জায়গাটা শিখেছিলাম। আর সেটা হয়ে গেলে তারপর থেকেই হিন্দুস্থানী ক্লাসিকাল সংগীতের তালিম নেওয়া শুরু করি ।হঠাৎ এই মুহূর্তে রবীন্দ্রসঙ্গীতের ওপর বেশি ঝোঁক হয়ে যায় ।
আমার ছোটবেলা থেকেই আমি রবীন্দ্রসংগীত নিয়ে বড় হয়েছি ।হিন্দুস্থানী ক্লাসিকাল সঙ্গীত আমার মাথায় ঢুকতো না। বাবা অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে ক্লাসিক্যাল কতটা জরুরী গানের জন্য। এই গানের জগতে নিজের গলা ঠিক রাখতে এবং গান বুঝতে গানের গ্রামার এর জায়গা বুঝতে খুব জরুরী। তবুও ক্লাসিক্যাল গান গাইতে আমার একদমই ভালো লাগত না।
কৃষ্ণনগরের একজন বিখ্যাত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য্য, উনি আমার ক্লাসিক্যাল মিউজিকের গুরুমা । উনি বিখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী মীরা বন্দ্যোপাধ্যায় - এঁর ছাত্রী। ছোটবেলা থেকেই দিদি বলে ডেকেছি গুরু মা কে।
যাইহোক ওই মুহুর্তে এত ইচ্ছা করছিলো যে রবীন্দ্র সংগীত শিখবো ভালো কোনো জায়গা থেকে যে বলে বোঝাতে পারবোনা।তারপর হঠাৎ এক অনুষ্ঠানে দেখা হলো প্রদ্যুৎ জেঠুর সাথে। আর সেখান থেকেই আরও ভালোভাবে শুরু করলাম রবীন্দ্রসঙ্গীত। জেঠুর শিক্ষায় বোঝার চেষ্টা করলাম অনুভব করার চেষ্টা করলাম রবি ঠাকুরের গান এর কথা গুলোকে।
আজকে আমি আমার এক পছন্দের রবীন্দ্রসঙ্গীত নিয়ে হাজির হয়েছি। খুব মনে আছে আমার এক বন্ধু ,অয়ন তার নাম, তার সাথে ওই ক্লাস নাইনে পড়তে জেঠুর বাড়ির রবীন্দ্র জয়ন্তী র অনুষ্ঠানে ডুয়েট এই গানটি গেয়েছিলাম।
সবাই খুব বাহবা দিয়েছিল।তবলা, কিবোর্ড , হারমোনিয়াম আর গিটার এর তালে তালে গানটা জমে উঠেছিলো।
গান - জানি জানি তুমি এসেছো এ পথে
রবীন্দ্রসঙ্গীত, প্রেম ও প্রকৃতি পর্যায়
ভিডিও লিংক
গানের কথা
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে।
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে।
তাই হোক তবে তাই হোক
দ্বার দিলেম খুলে
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে।
এসছে তুমি তো বিনা আভরণে।
মুখর নূপুর বাজে না চরণে।
তাই হোক তবে তাই হোক
এসো সহজ মনে।
ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়।
শিথিল কবরী সাজাতে তোমার লও-না তুলে।
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে।
কোনো আয়োজন নাই একেবারে
সুর বাঁধা নাই এ বীণার তারে।
তাই হোক তবে, এসো হৃদয়ের মৌনপারে।
ঝরোঝরো বারি ঝরে বনমাঝে
আমার মনের সুর ওই বাজে।
উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে।
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে।
তাই হোক তবে তাই হোক
দ্বার দিলেম খুলে।
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে।
আশা করছি আমার আজকের গান আপনাদের সকলের ভাল লেগেছে। সকলে ভালো থাকুন।নমস্কার।
@isha.ish
রবীন্দ্র সংগীত আমার খুব ভালো লাগে কিন্তু যেহেতু আমি গিটারের গান করি তাই রবীন্দ্র সংগীত গাওয়ার দুঃসাহস আমার নেই, আপনি চমৎকার গান গেয়েছেন বরাবরই আপনার গান আমার কাছে খুব ভালো লাগে, ছোট্টবেলা কাজিনকে দেখে হারমোনিয়ামে দু একটি গান বাজানো শিখেছিলাম, তার একটিও এখন আর মনে নেই, আমার কোন গানের টিচার ছিল না তাই আমার গলার আওয়াজ এই বাজে অবস্থা, আমাকে কিছু টিপস দিয়েন 😅
না না মাঝেমধ্যে চেষ্টা করবেন গিটারে ।বেশ ভালই তো লাগে। আর আমি কি টিপস দেবো!! আমি বড় মাপের শিল্পী নই, শুধুমাত্র চেষ্টা করি ভালো গাওয়ার।এটুকু।
আপু আপনার সম্পূর্ণ গানটা আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। এর আগেও আমি আপনার গান শুনেছিলাম খুব ভালো লেগেছিল। তারপর থেকে অপেক্ষায় ছিলাম কবে আপনার গানের পোস্ট দেখতে পারবো। অনেক অপেক্ষার পর আজকে আপনার কন্ঠে গান শোনার ইচ্ছাটা পূরণ হলো।
ধন্যবাদ আপনাকে।
প্রায় প্রতি সপ্তাহে গানের পোস্ট করার চেষ্টা করি। আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো।
মিষ্টি গলায় এত সুন্দর করে একটি গান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দিদি। আপনার গান আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদের সাথে এভাবে গেয়ে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য পড়ে আমার বেশ ভালো লাগল দাদা।
আপু রবীন্দ্র সংগীত আমার ভীষণ প্রিয়। তবে রবীন্দ্রসঙ্গীত সবাই সুন্দর করে গাইতে পারে না। আপনি বরাবরই সবসময় চমৎকার সব গান উপহার দিয়ে থাকেন। আজকে ও আপনার গলায় রবীন্দ্র সংগীতটি শুনে ভীষণ ভালো লাগছে। তাই আপনাকে অনেক ধন্যবাদ।
অসাধারণ লাগলো আপনার গলায় গানটি। আপনি কবিতা গানে একদম পাকা। আপনার গান, কবিতা শুনতে আমার খুবই ভালো লাগে। এই গানটা আমি আগে শুনি নাই। আজকেই প্রথম শোনা হলো। ধন্যবাদ দিদি, শেয়ার করার জন্য।
দিদি আপনার গান নিয়ে নতুন কিছু বলার নাই। আপনি সব সময় দারুণ গান করেন। আমার কাছে আপনার গান গুলো ভালো লাগে।
দিদি আপনি খুবই চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন। আপনার গানটি শুনলে আমার বিশ্বাস যে কেউ মুগ্ধ হয়ে যাবে, আমি নিজেও মুগ্ধ হয়ে গেলাম। আপনার সুরেলা কন্ঠে রবীন্দ্র সংগীত শুনতে পেয়ে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে আপনার গানগুলো শুনে খুবই আনন্দ উপভোগ করি। অসংখ্য ধন্যবাদ দিদি এত চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত আপনার মিষ্টি গলায় গেয়ে আমাদেরকে শুনানোর জন্য।
আপু আপনার গাওয়া গান মানে অসাধারণ সুন্দর গান। আর আজকে তো আপনি খুবই চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন। আপনার গানটি শুনলে আমার বিশ্বাস যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আপনার সুরেলা কন্ঠে রবীন্দ্র সংগীত শুনতে পেয়ে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে আপনার গানগুলো শুনে খুবই আনন্দ উপভোগ করি। আর তাই পরবর্তী সময়ে আরো নতুন নতুন গান আমাদের মাঝে উপহার দিবেন এই প্রত্যাশা করছি। ভালো থাকবেন।
শুধু একটু চেষ্টা করে ভালো গাওয়ার ।আর কিছুই না।
আমার অবশ্য এসব গানের ব্যাকরণ
আর গ্রামার মোটেও পছন্দ নয় 😁।আর পছন্দ রক আর মেটাল।যেমন গুরুদেব রুপম দা যেরম হয়😍।তবে মাঝে মধ্যে আপনার কন্ঠে গান গুলো শুনি বেশ ভালো লাগে আমার।খুব মিষ্টি কন্ঠ আপনার।আর সুর তাল সব বিষয়ে আপনি বেশ ভালো অভিজ্ঞতা রাখেন।
হাহাহা, বেশ মজার কমেন্ট।
খুবই চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত আমাদের মধ্যে শেয়ার করেছেন দিদি আপনার কন্ঠে গান অনেক বেশি ভালো লাগে। সবসময় আপনার গানের জন্য অপেক্ষা করে থাকি
আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর গান আশা করব।
অবশ্যই আরও গান শোনাবো।