স্বরচিত কবিতা- এক ফসলা বৃষ্টি ||১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। গত কয়েক দিন হলো প্রতিদিন বৃষ্টি হচ্ছে। যদিও এক টানা বৃষ্টি হচ্ছেনা। আকাশ সুস্থ থাকতে থাকতে হঠাৎ করে ভেঙে পড়ছে আমার মত। আর ঝমঝম করে বেয়াদবের মত ঝড়ে পড়ছে। এই ঘটনা প্রতিদিন । এত বৃষ্টি দেখলে আপনা থেকেই কবিতা পায় । বৃষ্টির জলের এক একটা ফোঁটা কীভাবে যে কবিতার এক একটা লাইনে পরিণত হয়। নিজেই বুঝিনা। এমনই এক বৃষ্টির সকালে হঠাৎ মেঘলা মনে লিখে ফেলা এই কবিতা আপনাদের সকলে সাথে শেয়ার করে ফেললাম।
আশা করছি আপনাদেরও এই বৃষ্টি গান গাইতে বাধ্য করছে , কবিতা লিখিয়ে দিচ্ছে।বৃষ্টির এফেক্ট সবার ওপরেই কোনো নাহ কোনো ভাবে পড়ছে। চলুন কবিতা পড়ে নেওয়া যাক একটি বার।

20220509_094655.jpg

এক ফসলা বৃষ্টি

খানিক আগে এক ফসলা বৃষ্টি হয়ে গেল
আমার দক্ষিণের বারান্দার ঠিক ওপার দিয়ে।
মেঘেদের মিনারে চিঠি হয়তো পাঠিয়েছিল
বৈশাখী ভোরের কাক শালিকের ডাক।
তাই বৃষ্টি ঝমঝম।

ঘর থেকে বৃষ্টিটা কখনও অভাগী মনে হয়।
কখনও মনে হয় আনন্দধারা।
কখনও মনে হয় যক্ষ প্রিয়ার শোক।
আবার কখনও লাগে সাদা রোদ্দুরের
চোখ ধাঁধানো খেলা।

বাইরে গিয়েও বৃষ্টি দেখেছি আমি
জল থৈ থৈ ,
উপচে পড়ছে বাড়তি নদীর পাড়।
ছাতা মাথায় হেঁটে চলে কেও।
শত বৃষ্টি ,তখন অনেক অনেক ভার!

এভাবেই বৃষ্টি ভিজে চলে।
ভিজে চলে করবী গাছের ডাল।
হটাৎ শুরু হটাৎ শেষের খেলায়
কেও চেলে নেয় আচমকা কোনো চাল!

                  -ঈশা

কিছুক্ষণ আগে হয়ে যাওয়া বৃষ্টির উপর ভিত্তি করেই কবিতাটা লিখেছিলাম ।বৃষ্টির আসা না আসার কারণ এবং বৃষ্টি পড়ার অবস্থানটা বুঝিয়েছি। বুঝিয়েছি বাইরে থেকে বৃষ্টি দেখার মজা আর ভেতর থেকে বৃষ্টির অস্তিত্বকে অনুভব করার কিছু সংজ্ঞা। যেভাবে বৃষ্টিও ভিজে যায়, সেটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের সকলের ভাল লেগেছে। সকলে সুস্থ থাকুন ।ভালো থাকুন।

@isha.ish

Sort:  
 2 years ago 

এভাবেই বৃষ্টি ভিজে চলে।
ভিজে চলে করবী গাছের ডাল।
হটাৎ শুরু হটাৎ শেষের খেলায়
কেও চেলে নেয় আচমকা কোনো চাল!

বৃষ্টি হলে এক একজনের মন এক একভাবে রাঙে দারুণ এক অনূভুতির সাক্ষী হয় হৃদয়। আপনার আজকের ফসলা বৃষ্টি কবিতা টা দারুণ হয়েছে দিদি। বিশেষ করে শব্দের প্রয়োগ টা আমার কাছে একেবারে ন‍্যাচারাল লেগেছে।।

 2 years ago 

ধন্যবাদ দাদা।

 2 years ago 

বৃষ্টি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন করেছেন আমাদের মাঝে। আমি অনেক চেষ্টা করেছি তরে কবিতা কখনো লিখতে পারি নাই। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে দিদি। খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে আমাদের সামনে উপস্থাপনা করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ, চেষ্টা করুন।অবশ্যই একদিন ভালো কিছু হবে।

 2 years ago 

আপু বরাবর আপনি দারুন সব কবিতা আমাদের মাঝে তুলে ধরছেন ।আজ বৃষ্টি নিয়ে আপনি সুন্দর একটি কবিতা রচনা করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন আমার অনেক ভালো লেগেছে।

বাইরে গিয়েও বৃষ্টি দেখেছি আমি
জল থৈ থৈ ,
উপচে পড়ছে বাড়তি নদীর পাড়।
ছাতা মাথায় হেঁটে চলে কেও।
শত বৃষ্টি ,তখন অনেক অনেক ভার!

দারুন ছন্দ আপু। আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ভালো থাকুন।

 2 years ago 

বাহ খুব চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন‌। সত্যি দেখে খুব ভালো লাগলো । অত্যান্ত অসাধারণ হয়েছে। বৃষ্টি নিয়ে আপনার অনুভুতি গুলো খুব চমৎকারভাবে তুলে ধরেছেন কবিতার মাধ্যমে ।এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও বেশ লাগলো।

 2 years ago 

চমৎকার এক কবিতা উপহার দিলেন আমাদের। খুব ভালো লাগলো আপনার কবিতা পড়ে। লাইন গুলো খুবই সুন্দর ছিলো। এ ধরনের কবিতা পড়লে মন জুড়িয়ে যায়। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

সত্যিই, আমারও লিখতে দারুন লাগে।

 2 years ago 

উপযুক্ত সময়ে উপযুক্ত বিষয় নিয়ে কবিতা লিখেছেন। বলতে গেলে এখন বৃষ্টির সমারোহ। বৃষ্টি নিয়ে পারফেক্ট ভাবে পুরো কবিতাটি লিখেছেন। সত্যি যেন এক ফসলা বৃষ্টি হয়ে গেল। আপনার কবিতার লাইনগুলো সত্যিই অনেক ভালো লাগলো। এরকম কবিতা গুলো আপনার কাছ থেকে আরও দেখতে চাই।

 2 years ago 

বৃষ্টি হলো তাহলে দিদি?

 2 years ago 

দিদি আপনি খুবই দক্ষ এবং বিচক্ষণ একজন মানুষ। আপনার কাছে অনেক কিছুই শেখার মত আছে। আপনি একজন গুণী ব্যক্তি আপনার এক পশলা বৃষ্টি কবিতাটি বেশ দারুন লিখেছেন। একেবারে জমিয়ে ফেলেছে পড়তে পড়তে কখন বৃষ্টির মাঝে হারিয়ে গিয়েছি নিজেই বুঝতে পারেনি। তবে এক পশলা বৃষ্টি থেকে যদি অঝোরে বৃষ্টি ঝরে সেটা অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর একটি বৃষ্টির কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

খুব গুছিয়ে মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বৃষ্টির দিন সকালে মেঘলা মন নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন আপু।

বাইরে গিয়েও বৃষ্টি দেখেছি আমি
জল থৈ থৈ ,
উপচে পড়ছে বাড়তি নদীর পাড়।
ছাতা মাথায় হেঁটে চলে কেও।
শত বৃষ্টি ,তখন অনেক অনেক ভার!

বিশেষ করে কবিতার এই লাইন গুলো চমৎকার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ চমৎকার শব্দ টা! মেঘলা মন!

 2 years ago 

এক পশলা বৃষ্টি

ঘর থেকে বৃষ্টিটা কখনও অভাগী মনে হয়।
কখনও মনে হয় আনন্দধারা।
কখনও মনে হয় যক্ষ প্রিয়ার শোক।
আবার কখনও লাগে সাদা রোদ্দুরের
চোখ ধাঁধানো খেলা

এক পশলা বৃষ্টি তে আমার হবে না
আমি চাই মুষলধারে বৃষ্টি
যে বৃষ্টি ধুয়ে নিয়ে যাবে আকাশের ক্লান্তি
যে বৃষ্টি ধুয়ে নিয়ে যাবে সকল কালো মেঘ
মন থেকে।

কবিতাটি দারুন লিখেছো বোন। কিন্তু আমাদের এদিকে কো বৃষ্টি নেই। আশায় আছি বৃষ্টির। ভাল থাকবে ছোট্ট বোন। শুভেচ্ছা।

 2 years ago 

বাহ, চিন্তা ভাবনা ভালো । ভীষণ ভালো । মাঝে মধ্যে লিখে ফেলেন দাদা । ভালো হবে।

 2 years ago 

বৃষ্টি নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতা লিখতে পারাটা এক ধরনের আর্ট। সবাই সুন্দর লাইন গুলো নিজের মধ্য থেকে বের করে আনতে পারে না। ছন্দ গুলো খুব ভাল ছিল। সুন্দর কবিতাটি আমাদের মাঝে আনার জন্য অনেক ধন্যবাদ দিদি

 2 years ago 

এই সব শুনি বলেই তো এত কবিতা লিখতে পারছি দাদা😅😅
এমন বলতে থাকুন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54960.01
ETH 2314.51
USDT 1.00
SBD 2.32