ধর্মতলায় ধর্ম করতে গিয়ে|| ১০ % বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা ।আশা করছি সকলে সুস্থ আছেন ।আমিও বেশ ভাল আছি ।আপনাদের সকলের আশীর্বাদে দিনকাল ভালই চলে যাচ্ছে ।আজকে আমি আপনাদের সাথে গল্প করার জন্য চলে এলাম ।

20220401_164000.jpg

20220401_182128.jpg

কলকাতায় আসার পর থেকেই আমি বলেছি আমার দুই প্রাণের সঙ্গী হয়েছে ,যাদের ছাড়া আমি এদিক থেকে ওদিক যাইনা। দুজনের সাথে সাথেই আমার এদিক ওদিক যাওয়া আসা । দুজনের মধ্যে কেউ না কেউ সবসময় সাথেই থাকে। সেদিনকে বহু জেদাজেদি করে সময় বার হয়েছে ধর্মতলা যাওয়ার জন্য।

20220401_164230.jpg

আসলে আমার পাশের রুমের যে দিদি যেহেতু বাংলাদেশের , ওর টাকা ভাঙাতে ধর্মতলা যেতে হয়। এবারেও তাই যাবে। এই সুযোগে আমিও পিছু নিলাম যাতে কিছু কেনাকাটা করা যায়।
আমরা তিন জন দুপুর বেলা ওই চারটে নাগাত রওনা হলাম।

20220401_165214.jpg

দিদি ছিল ইউনিভার্সিটি । আমি ছিলাম রুম এ। রুম থেকে গেলাম সিঁথির মোড় ।ওখান থেকে আমার এক বন্ধু কে নিলাম তারপর দিদিকেও সাথে নিলাম ।তারপর তিনজন মিলে অটো করে গেলাম দমদম। তারপর দমদম এ গিয়ে টিকিট কাটলাম। টিকিট কাটার পর মেট্রো তে উঠলাম।

20220401_172520.jpg

মেট্রো করে কিছুক্ষন সময় লাগলো আর পৌঁছে গেলাম এসপ্ল্যানেড।মেট্রো তে খুব ভিড় ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। তারপর প্লাটফর্মে নেমে আমরা সোজা নিউ মার্কেট এর ভেতর দিকে গেলাম। ভীষণ খিদে পেয়ে গিয়েছিল , তাই একটা হোটেল এ ঢুকলাম বিরিয়ানি খেতে। তিন জন মিলে খাওয়া দাওয়ায় কিছুক্ষণ সময় কাটালাম।

20220401_172559.jpg

ওখানে চিকেন বিরিয়ানির ভীষণ দাম। এক প্লেট দু শো টাকা নিয়েছিল।কিন্তু আসলে সেরকম খেতে ভালো না। তবুও খিদের চোটে বিরিয়ানি শেষ হলো। আমি বুঝে পারলাম না কেন যে ওই এলাকায় খুব নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল।যাইহোক তারপর শেষ পাতে কোল্ড ড্রিংকস খেয়ে আমরা রক্ষা পেলাম গরমের মধ্যে।

20220401_172605.jpg

এবার ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গেলাম দিদি যেখান থেকে বাংলাদেশি টাকা ভাঙাবে ,সেই জায়গায়। ওর কাজ সারা হলো। তারপর আমরা একটা ব্যাগ এর দোকানে ঢুকলাম। আমি আর ও মিলে একটা ব্যাগ কিনলাম।খুব পছন্দ হয়েছে আমার ব্যাগ গুলো। আমি সাথে একটা টি শার্ট কিনেছি ।

20220401_175816.jpg

ভেবেছিলাম নিউমার্কেটে আরো এটা-ওটা জিনিস কিনব ,আমি বহুদিন আগে থেকেই শুনেছি লোকের মুখে যে নিউমার্কেটে অনেক সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তবে আমার যেটা সবথেকে বেশি চোখে লাগলো সেটা হচ্ছে জার্মান সিলভার জুয়েলারি গুলো ।অসাধারণ জুয়েলারি গুলো আমার চোখ কেড়ে নিল। তবে দামের দিকে তাকিয়ে আমি কোন কিছুতেই হাত দিতে পারছিলাম না ।

20220401_180010.jpg

সব মিলিয়ে ঘোরাঘুরি টা বেশ মজার হয়েছে। তবে বেশিক্ষণ সময় নষ্ট করতে পারিনি ।কারণ রাত হয়ে যাবে তাই বাড়ি ফেরার তাড়া ছিল। বাড়ি ফেরার পথে আমরা আবার একজায়গায় আইস ক্রিম খেলাম। তারপরে আবার একইভাবে স্টেশনে গিয়ে টিকিট কেটে আমরা তারপর বাড়ীর দিকে হাঁটা হলাম।

20220401_182124.jpg

20220401_182136.jpg

20220401_182456.jpg

20220403_231127.jpg

আশা করছি আপনাদের সকলের আমার আজকের এই পোস্ট ভাল লেগেছে। তবে অপেক্ষায় থাকলাম সকলের মন্তব্যের।সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।

@isha.ish

Sort:  
 2 years ago 

ভালো ছিল আপনার পোস্টটি। ব্যাগটিও অনেক সুন্দর হয়েছে। ডেইলি লাইফ বল্গ গুলো পড়তে ভালো লাগে। এভাবেই বল্গ করতে থাকেন দিদি

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে দাদা।ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56542.34
ETH 2391.51
USDT 1.00
SBD 2.30